সেরা কিছু ফ্রি ইমেজ ডাউনলোড সাইট সম্পর্কে জানুন, হাতের কাছেই হাই-রেজ্যুলেশনের ইমেজ পেয়ে যাবেন যখন তখন। এ সাইটগুলো থেকে ইমেজ ডাউনলোড করার ডাবল ভেনিফিট রয়েছে আপনার জন্যে। একদিকে পাবেন হাই-রেজ্যুলেশন, অন্যদিকে পাবেন কপি-রাইট ফ্রি ইমেজ।
অনলাইনে কাজ করার কথা বলুন কিংবা আপনার স্মার্টফোনের জন্য একটা সুন্দর ওয়ালপেপার নেয়ার কথাই বলুন, ইমেজ খুব দরকারী সবার জন্যই। যে-কোন ব্লগের কনটেন্টেই অপূর্ণ থেকে যায়, যদি সে কনটেন্টে কোন ছবি ব্যবহার করা না হয়। কিন্তু যে কোন ছবি ডাউনলোড করে ব্যবহার করলেও সমস্যা। রয়েছে আর্ন্তজাতিক কপিরাইট আইন, ফেঁসে যাবেন মামলায়, হারাবেন নিজের ব্লগ বা ওয়েবসাইট।
গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন কিংবা ব্যক্তিগত ব্লগ বা ওয়েবসাইটের জন্যে আমরা সাধারণত গুগলেই ইমেজ সার্চ দিয়ে থাকি। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো আপনি কি গুগলে কখনো হাই-রেজ্যুলেশনের ইমেজ পেয়েছেন? আমি পাইনি। কারণ, গুগলে যে ইমেজগুলো আমাদের সার্চ করে এনে দেয়, সেগুলো কোন না কোন ওয়েবসাইটে রয়েছে।
একটা ওয়েবসাইটে যদি ৪ হাজার ও ৫ হাজার পিক্সেলের একটা ইমেজ থাকে, গুগল কখনোই ওই অ্যাকচুয়াল সাইজ আপনাকে দেখাতে পারে না। কারণ, ইমেজটি অনেক বড় হলেও এর পুরো অংশ ওয়েবসাইটে ভিজিবল থাকে না। কেননা, একটা ওয়েবসাইটে যখন কোন ইমেজ আফলোড দেয়া হয়, তখন সিএমএস সেটিকে কয়েকটি কপি করে ফেলে। একটা থাকে, অ্যাকচুয়াল সাইজে, একটা থাকে ফিচার ইমেজের জন্যে নির্ধারিত সাইজে, একটা থাকে ওয়েবপেজের জন্যে নির্ধারিত স্ক্রিণ সাইজে। আর গুগল শুধু ফিচার ইমেজ আর স্ক্রিন সাইজের ইমেজগুলোই সার্চ রেজাল্টে শো করে থাকে।
যেহেতু, কোন ওয়েবপেজের স্ক্রিণ সাইজই ১৩০০ পিক্সেলের বেশি হওয়া সম্ভব নয়, সেহেতু আমরা সাধারণত অ্যাকচুয়াল সাইজের ইমেজটি গুগলে পাই না। অ্যাকচুয়াল রেজ্যুলেশনের ইমেজটি পেতে হলে আমাদের ওই ওয়েবসাইটেই যেতে হবে, যে ওয়েবসাইটে ইমেজটি আফলোড করা হয়েছে।
অন্যদিকে, যে কোন ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করা রিস্কি। কারণ, কপিরাইট ইস্যু রয়েছে। আপনি যখন গুগলে ইমেজ সার্চ করেন, খেয়াল করে দেখেবেন যে ইমেজের নিচে গুগলের সাবধাণতা মূলক একটি বার্তা রয়েছে এইভাবে – Images may be subject to copyright আর এই বার্তাটির পরেই Find out more লেখা গুগলের অফিসিয়ার পেজের একটি লিংক রয়েছে। যেখানে গুগল কপিরাইট সংক্রান্ত সকল নীতিমালা দিয়ে রেখেছে। কাজেই, অনুমতি ছাড়া কারো ইমেজ ডাউনলোড করে ব্যবহার করা সম্পূর্ণ বে-আইনি।
কিন্তু আপনার তো ইমেজ দরকার, এখন কি করবেন? মহা সমস্যা, আর আপনার সমস্যার সমাধানে নিয়ে আসলাম এমন কিছু ওয়েবসাইট যেখান থেকে ফ্রিতে হাই-রেজ্যুলেশনের রেজুলেশনের ছবি ডাউনলোড করতে পারবেন।
নিচে দেয়া ওয়েবসাইটগুলো ফ্রি ফটো কালেকশনের জন্য সারাবিশ্বেই অনেক জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে পিক্সাবে, ফিক্সেল, ফ্লিকার ইত্যাদি। এবার চলুন বিস্তারিত জেনে নেয়া যাক ফ্রি ইমেজ ডাউনলোড সাইট।
ফ্রি ইমেজ ডাউনলোড সাইট
PixaBay
কপিরাইট-ফ্রি ইমেজের জন্য পিক্সাবে একটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানে আপনি লাখ লাখ ছবি পাবেন। সার্চ অপশনে গিয়ে যেটিই সার্চ করবেন সেটাই পাবেন। তাদের কালেকশনের মধ্যে আছে ভেক্টর গ্রাফিক্স, ইলাস্ট্রেটর এমনকি ভিডিও ফুটেজ যা পাবেন একদম ফ্রিতে।
পিক্সাবে ওয়েবসাইটে আছে পাওয়ারফুল সার্চ অপশন। যেখানে আপনি মিডিয়া টাইপ, অরিয়েন্টেশন, ক্যাটাগরি, সাইজ এবং কালার সেটিং করে নিতে পারবেন। তাই, ছবিপ্রেমীদের জন্য ছবি খোঁজার ঝামেলামুক্ত করতে এই সাইটের কোন জুড়ি নাই।
কেন Pixabay ব্যবহার করবেন?
- আপনি যতটুকু চিন্তা করবেন তার সব ক্যাটাগরির ছবি এখানে পাবেন।
- এখানে ইউনিক ক্যামেরা সার্চ অপশন আছে। যার মাধ্যমে ইমেজ এক্সপ্লোর করতে পারবেন।
Flickr
ফ্লিকারের সব ছবি পাবলিক ডোমেইন ইমেজের অন্তর্ভুক্ত নয়, এখানে ফ্রি ইমেজের জন্য আলাদা এক্সটেন্সিভ কালেকশন আছে। সার্চ করার সময় কেবল এটাই নিশ্চিত করুন, লেভেল ফর রিইউজ লেখা আছে কিনা। যদি থাকে তাহলে সেই ছবি কপিরাইটমুক্ত।
কেন Flickr ইউজ করবেন?
- সব ধরনের নিশ টপিক ও ক্যাটেগরির ছবি এখানে পাবেন।
- বিভিন্ন ডাইমেনশনে ইমেজ আপনি চার্চ করার সুযোগ পাবেন।
Pexels
পিস্কেলও একটি ফ্রি ইমেজ ডাউনলোড সাইট যেখানে পাবেন হাই-কোয়ালিটি সম্পূর্ণ সব ছবি। এখানের বেশিরভাগ ছবি ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে। তাই যে-কোন ছবিই আপনি ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
পিক্সেলের ফ্রি ইমেজের স্টোকে প্রায় ৪০ হাজার ইমেজ আছে। এছাড়াও তাদের লাইব্রেরিতে ৩ হাজার করে ছবি অ্যাড হচ্ছে প্রতি মাসে।
কেন Pixels ইউজ করবেন?
- এখানে হাই-রেজুলেশন ছবি পাবেন, সাথে অনেক ভিডিও ফুটেজ পাবেন একদম ফ্রিতে।
- ইজিলি সার্চ করেই তাদের ছবি পাবেন কারণ ছবি ট্যাগ খুব ভাল।
Unsplash
Unsplash ফ্রিতে হাই রেজুলেশনের ছবি ডাউনলোড করার জন্য একটি জনপ্রিয় সেরা সাইট। এই সাইটটি বিশ্বের অনেক নাম করা ফটোগ্রাফার দিয়ে পরিচালিত হয়৷ তারা তাদের ছবি এখানে দিয়ে থাকে, তা কমার্শিয়াল বা ফ্রিতে হোক। আপনি এখানে সাইনআপ করলে ১০ দিনের জন্য ফ্রিতেই এক্সেস করতে পারবেন।
কেন Unsplash ইউজ করবেন?
- এদের সাইটের নেভিগেশন বার খুব রেসপন্সিভ। যে কারণে খুব সহজেই আপনি পছন্দের ছবি সার্চ করে ডাউনলোড করতে পারবেন।
StockSnap
যদি আপনার সোশ্যাল মিডিয়ার জন্য খুব ভাল ভাল ছবির দরকার হয়, তাহলে এখান থেকেই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। হাই রেজুলেশনের এবং ক্রিয়েটিভ কমন ছবি পাবেন স্টকস্ন্যাপে।
কেন Stocksnap ইউজ করবেন?
- খুব ভালভাবে সাজানো ক্যাটাগরি পাবেন এখানে।
- প্রতিদিন নতুন নতুন একশ দুইশ ছবি আফলোড হয় এখানে।
Burst
Brust ও ফ্রি স্টোক ফটো সাইট। যার নির্মাতা শোপিফি এবং অনেক ফটোগ্রাফার। তাদের ইমেজ লাইব্রেরি আপনাকে রয়ালিটি ফ্রি ইমেজ প্রোভাইড করবে। যারা ডিজাইনার, ডেভেলপার এবং ব্লগার, তারা তাদের কাজে জন্য এখান থেকে ছবি নিতে পারেন। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে হাই রেজুলেশনের ছবি পাবেন।
কেন Burst ইউজ করবেন?
- তাদের খুব ভাল ইন্টারফেস আছে যেখানে ছবিগুলো পোর্টপোলিও আকার সাজানো হয়েছে।
- এখানে হাই কোয়ালিটির এবং লো কোয়ালিটির উভয় ধরণের ছবিই পাবেন।
Visual Hunt
এটা এমন একটু সংযোগকারী আর ফ্রি ইমেজ ডাউনলোড সাইট যা বিভিন্ন ফটো ওয়েবসাইট থেকে ছবি নিয়ে এখানে এক সাথে রাখে। ভিজ্যুয়াল হান্টের বেশিরভাগ ছবিই ক্রিয়েটিভ কমনের আন্ডারে। এই সাইটও পিক্সারের মত আপনাকে ছবির জন্য বিভিন্ন ক্যাটাগরি দিবে। এমনকি ছবির কালার চয়েসের সুযোগও দিবে।
কেন Visual Hunt ইউজ করবেন?
- হাজার হাজার ফটোগ্রাফের জন্য খুব সুন্দর এবং সিম্পল ইন্টারফেস।
Iso Republic
ফ্রিতে এইচডি ছবি পেতে চান? তাহলে এই সাইটই সবচেয়ে ভাল হবে আপনার জন্য। তাদের মিশন হাই- কোয়ালিটির ছবি প্রোভাইড করা। এখানে কপিরাইট ছাড়া ছবি পাবেন। এক্সক্লুসিভ ছবি পাওয়ার জন্য আপনি এখানে ইমেইল দিয়ে সাইন আপ করে রাখতে পারেন। তাহলে তাদের নতুন ছবি আসলেই আপনাকে জানিয়ে দিবে।
কেন Iso Republic
- ইউনিক ইমেজ এখানে পাবেন।
- এই সাইটের ফ্রেস কালেকশন আপনাকে মুগ্ধ করবে।
PicJumbo
ফ্রিতে সোশ্যাল মিডিয়ার জন্য ছবি নিতে চাইলে এই ওয়েবসাইটটিও দারুণভাবে আপনাকে হেল্প করবে। এমনকি এই সাইটে কোন সার্চ বার নেই কিন্তু এখানে এত সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ ছবি আছে যে, আপনি আপনার পছন্দের ছবি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।
কেন PicJumbo ইউজ করবেন?
- ডাউনলোড ফ্যাক ফিচার।
- টেষ্ট ড্রাইভ অপশন।
FreeRange
হাজার হাজার ছবির জন্য এটাও একটা ভাল সাইট। এখানে People, Animals, technology, Architecture এবং স্ট্রিট ফটোগ্রাফিসহ আরও অনেক কিছুই পাওয়া যাবে। এখানে ইলাস্ট্রেটর ভিত্তিক বিভিন্ন ফটোগ্রাফির ক্যাটেগরি আছে।
কেন FreeRange ইউজ করবেন?
- ইলাস্ট্রেটর পিকের জন্য এটা ভাল একটা ডাউনলোড সাইট।
আশা করি, ফ্রি ইমেজ ডাউনলোড সাইট নিয়ে লেখা এই পোস্টটি আপনাদের উপকারে আসবে। এখান থেকে যে সাইটগুলো কাজে লাগবে বলে মনে হয়, সেগুলো পিন করে অথবা নোট করে রাখতে পারেন, তাহলে পরে মনে থাকবে। সবচেয়ে ভাল হয় যদি এই পোস্টটি আপনি আপনার প্রোপাইলে শেয়ার করে রাখেন কিংবা ব্রাউজারে বুক মার্ক করে রাখেন।
Leave a Reply