স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস কিংবা অর্গানাইজেশন; সবকিছুর জন্যই আইডি কার্ড ডিজাইন করতে হয়। কিন্তু আইডি কার্ড ডিজাইন করা খুব একটা সহজ কাজ নয়, বিশেষ করে আপনি যদি চান আপনার আইডি কার্ডটি দেখতে সুন্দর হোক, আবার আপনার প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডটাকেও দারুণভাবে ফুটিয়ে তুলুক।
অন্যদিকে এটা একটা ঝামেলার কাজও বটে। সুন্দর একটা আইডি কার্ড ডিজাইনের জন্য ভাল মানের একজন গ্রাফিক্স ডিজাইনার খুঁজে বের করা, তাকে ভালভাবে বুঝিয়ে দেয়া, স্যাম্পল ডিজাইন পাওয়ার পর চেক করা, কারেকশন করা, আবারও ডিজাইনারকে ধরিয়ে দেয়া ইত্যাদি নানা রকম ঝক্কি পোহাতে হয়।
আপনি যদি একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকেন কিংবা প্রতিষ্ঠানের আইডি কার্ড ডিজাইনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়ে থাকেন, তবে আপনি এখানকার আইডি কার্ড ডিজাইন টেমপ্লেটগুলো দেখতে পারেন। এখান থেকে আপনার পছন্দমত একটি টেমপ্লেট নিয়ে সেখানকার সব তথ্য মুছে দিয়ে আপনার প্রতিষ্ঠানের তথ্য বসিয়ে দিতে পারেন। তাতেই আপনার প্রতিষ্ঠানের আইডি কার্ড তৈরি হয়ে যাবে, আপনাকে কোন ডিজাইনার খুঁজতে হবে না।
আর আপনি যদি পছন্দ করা টেমপ্লেটটাকে কিছুটা মডিফাই করে আরো আকর্ষণীয় এবং প্রতিষ্ঠানের জন্য উপযোগী করে তুলতে চান, তবে আপনার পছন্দনীয় আইডি কার্ডটি স্যাম্পল হিসেবে একজন গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে দিতে পারেন। আর আপনার কাংখিত পরিবর্তণের কথা বুঝিয়ে দিতে পারেন। কাজেই, নিচের আইডি কার্ড ডিজাইন টেমপ্লেটগুলো দেখে নিন, আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং কালার ও অন্যান্য এক্সেসরিজের সাথে মিলে যায় এমন একটি কার্ড বাছাই করুন।
অন্যদিকে আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন আর কোন প্রতিষ্ঠানের আইডি কার্ড ডিজাইনের কাজ পেয়ে থাকেন, তবে আপনাকে খুব বেশি মাথা ঘামাতে হবে না। এখান থেকে সুন্দর একটি আইডি কার্ড বাছাই করে ওই প্রতিষ্ঠানের লোগো এবং অন্যান্য লেখা বসিয়ে দিন আর পাঠিয়ে দিন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্ম-কর্তার কাছে। আপনি নিশ্চিত থাকুন, যে কোন প্রতিষ্ঠানই প্রথম দেখায় আপনার ডিজাইন করা কার্ডটি পছন্দ করে ফেলবে। বড়জোর, কিছু পরিবর্তণ-পরিমার্জণ চাইতে পারে। এর বেশি নয়। কারণ, এখানকার প্রতিটি আইডি কার্ডই দেখতে সুন্দর আর প্রতিটিই আপনি ডাইনলোড করতে পারবেন ফ্রিতে।
ফ্রি আইডি কার্ড ডিজাইন টেমপ্লেট
আইডি কার্ড বা আইডেনটিটি কার্ড একদিকে যেমন একজন ছাত্র কিংবা অফিস স্টাফের পরিচয় প্রদান করে, অন্যদিকে একটি শিক্ষা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা একটা অফিস কিংবা প্রতিষ্ঠানের সিকিউরিটির সঙ্গেও সিরিয়াসলি সম্পৃক্ত। আপনার প্রতিষ্ঠানে যাতে কোন অযাচিত লোকের অনুপ্রবেশ না ঘটে, সেটি নিশ্চিত করবে আইডি কার্ড। কেননা, আইডি কার্ড দেখাতে না পারলে আপনার সিকিউরিটি গার্ড অন্য লোকের অনুপ্রবেশে বাধা দেবে।
যাইহোক, আপনি কোন প্রতিষ্ঠানের মালিক হোন আর একজন ডিজাইনার হোন, এখানকার ফ্রি আইডি কার্ডগুলো দেখুন, সংগ্রহে রাখুন আর প্রয়োজনের মূহুর্তে কাজে লাগান।
আরো দেখুন:
মাল্টি-পারপাস ডার্ক অফিস আইডি কার্ড ফ্রি পিএসডি টেমপ্লেট
ফ্রি অফিস আইডি কার্ড ডিজাইন টেমপ্লেট
কর্পোরেট কোম্পানী ফটো আইডেনটিটি কার্ড টেমপ্লেট ফ্রি পিএসডি
কনফারেন্স ভিআইপি আইডি কার্ড টেমপ্লেট
স্টুডেন্ট ফটো আইডেনটিটি কার্ড টেমপ্লেট
ক্রিয়েটিভ অফিস আইডেনটিটি কার্ড টেমপ্লেট পিএসডি
গ্রীন কোডার আইডি কার্ড ডিজাইন টেমপ্লেট
স্কুল এন্ড অফিস আইডি কার্ড
ভার্টিকেল কোম্পানী আইডেনটিটি কার্ড পিএসডি টেমপ্লেট
আইডি কার্ড ফর স্কুল, কলেজ এন্ড অফিস
এখানে যে ১০টি ফ্রি আইডি কার্ড ডিজাইন টেমপ্লেট দেয়া হল তার যে কোনটি যে কোন অফিস কিংবা প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা যাবে। আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে নিজের প্রতিষ্ঠান কিংবা অফিসের অন্যান্য ডিজাইনের সঙ্গে মিল রেখে যে কোনটি পছন্দ করা। এরপর নিজেই প্রয়োজনীয় পরিবর্তণ করে নেয়া কিংবা একজন প্রপেশনাল ডিজাইনারকে দিয়ে ফাইনাল টাচ দেয়া।
আমার 120 জব আইডি কার্ড বানানো লাগবে, বানিয়ে দেয়া যাবে কি?
ধন্যবাদ, জাহাঙ্গীর আলম ভাই। আপনি এখান থেকে যে কোনও একটি ডিজাইন পছন্দ করে সেটি কোনও ডিজাইনারকে দিয়ে তৈরি করে নিতে পারেন। আমাদের নিজস্ব ডিজাইনার নেই, নেই বলতে আসলে অন্যদের জন্যে কিংবা কর্মাশিয়ালি ডিজাইন করার লোক নেই। আশা করি, রাগ করবেন না; আপনার আশে-পাশেই অনেক ডিজাইনার পাবেন। এখানকার কোনও সেম্পল দেখিয়ে সেটি করে দিতে বলতে পারেন।
আমি দিতে পারবো, মা আইডি কার্ড এন্ড টাই ঘর জামালপুর।
মোবাইল :-01759991223
অথবা
01648364901
ধন্যবাদ জাকির হোসেন ভাই। আশা করি, আপনি অনেকের আইডি কার্ডের প্রয়োজনীতা মেটাতে পারবেন।
একটা আইডি কার্ড তৈরি করতে কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হতে পারে?
আমার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে।
পড় দিঘুলিয়া হাফিজীয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা