চাইলে আপনিও ফ্রিতে প্রশ্ন-উত্তর ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং তা থেকে আয়ও করতে পারেন। প্রশ্ন-উত্তর ওয়েবসাইটের সাথে আমার প্রায় সবাই পরিচিত। প্রশ্ন-উত্তর ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কাংখিত প্রশ্ন করে তার উওর পেয়ে থাকি যা আমাদের জ্ঞান তৃষ্ণা মিটিয়ে থাকে। তবে, শুধু জ্ঞান বিতরণ বা জ্ঞান অর্জণ করাই নয়, এ-সব ওয়েবসাইটের মাধ্যমে আয়ও করা যায়।
প্রশ্ন করে আয় করার উপায় সম্পর্কে আমরা আগেই জেনেছিলাম। আর উপায়টি ছিল অন্যের ওয়েবসাইটে প্রশ্ন করে কিংবা প্রশ্নের উত্তর দিয়ে আয় করা। আজ আমরা কথা বলছি নিজের ওয়েবসাইট নিয়ে অর্থাৎ প্রশ্ন উত্তর ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে আয় করার উপায় নিয়ে।
যে কোনও সেকশন থেকেই আয় করতে হলে আগে ইনভেস্ট করতে হয়, এটাই সাধারণ আয়ের নিয়ম। কিন্তু প্রশ্ন-উত্তর ওয়েবসাইট তৈরি করে তা থেকে আয়ের জন্যে আপনাকে ইনভেস্ট করতে হবে না। কেননা, আপনি ওয়েবসাইট বানাবেন ফ্রিতে। আর ফ্রিতে ওয়েবসাইট বানানোর প্রক্রিয়াটাই আজ আপনাদের জানাবো।
ফ্রীতে প্রশ্ন-উত্তর ওয়েবসাইট বানিয়ে আয় করুন
যারা একেবারেই নতুন, তারা যদি প্রশ্ন উত্তর ওয়েবসাইট সমন্ধে না জানেন, তাহলে বাংলায় সেরা প্রশ্ন-উত্তর ওয়েবসাইট কোনগুলো তা জেনে নিতে পারেন। এতে, আপনার প্রশ্ন-উত্তর ওয়েবসাইট কেমন হয় বা কেমন হওয়া উচিৎ, সে সম্পর্কে সুষ্পষ্ট ধারণা হবে।
আজকে আমরা জানতে চলেছি কিভাবে আপনি ফ্রীতে একটি প্রশ্ন-উত্তর ওয়েবসাইট বানাবেন ও তার মাধ্যমে আয় করবেন। তবে, ওয়েবসাইট বানানোর জন্য এ বিষয়ে আপানার অল্প হলেও দক্ষতা থাকা প্রয়োজন।
কিভাবে ফ্রীতে প্রশ্ন-উত্তর ওয়েবসাইট বানাবোঃ
- প্রথমেই নিচের লিংক থেকে InfinityFree তে প্রবেশ করতে হবে।
- Sign Up এ ক্লিক করুন। যদি Infinity Free-তে আগের অ্যাকাউন্ট থাকে, তাহলে লগইন করুন। না থাকলে প্রয়োজনীয় তথ্য দিয়ে Create account এ ক্লিক করুন।
- অ্যাকাউন্ট হয়ে গেলে অ্যাকাউন্টে প্রবেশ করুন। প্রবেশ করলে Create Account অপশনে ক্লিক করতে হবে।
- এরপর নতুন একটি মেনু ওপেন হবে। সেখানে Subdomain অংশে আপনার ওয়েবসাইটের যে নাম দিয়ে চান, সেটা দিন (আমার ক্ষেত্রে এটা হলো expl)। নাম দেওয়ার পর Search Domain বাটনে ক্লিক করুন।
- এরপর Enter Additional Information অংশে কোনকিছু পরিবর্তণ না করে Account password এর স্থলে ৮ থেকে ১৫ ডিজিটের একটি পাসওয়ার্ড দিন। তারপর Create Account এ ক্লিক করুন।
- View Client Area অপশনে ক্লিক করুন।
- কিছুক্ষণ অপেক্ষা করার পর পেজটি রিফ্রেশ করে Control Panel এ ক্লিক করুন।
- এরপর I Approve এ ক্লিক করুন।
- Softaculous app installer এ ক্লিক করতে হবে।
- এরপর Script Installer ওপেন হবে। এরপর Search অপশনে Question লিখে Search করতে হবে। Question লিখে Search করলে Question2Answer এর PHP Script দেখতে পাবেন। এরপর Script এ ক্লিক করুন।
- Install Now বাটনে ক্লিক করুন।
- Admin Account সেকশনে Admin User Name ও Password দিয়ে install করতে হবে।
- এরপর Congratulations, the software was installed successfully মেসেজ দেখতে পাবেন। Install Success হলে Return to Overview তে ক্লিক করতে হবে। এখানে আপনি ওয়েবসাইটের ডেমো দেখতে পাবেন।
আপনার কাজ শেষ। তবে আপনার ওয়েবসাইট সাথে সাথে Active হবে না। Active হবে প্রায় ৭২ ঘণ্টার মতো সময় লাগবে। উপরের স্টেপগুলো অনুসরণ করার সময় Invalid Login কোন অপশন আসলে ব্রাউজার বন্ধ করে পুনঃরাই চালু করুন।
কিভাবে ওয়েবসাইট বানিয়ে আয় করবোঃ
ওয়েবসাইট বানানোর পর আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসা শুরু হলে আপনি গুগল Ad-sense এর মাধ্যমে ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন।
শেষ কথা
আশা করি, সব স্টেপগুলো ভালোকরে অনুসরণ করলে আপনি সম্পূর্ণ ফ্রীতে একটি প্রশ্ন-উত্তর ওয়েবসাইট বানাতে সক্ষম হবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে আয় করতে পারবেন। যদি কোন ধরণের সমস্যা হয় কমেন্টে জানবেন। সেই সাথে পোস্টটি আপানার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও প্রিতে প্রশ্ন-উত্তর ওয়েবসাইট তৈরি করতে পারে।
প্রশ্ন-উত্তর ওয়েবসাইট বানানো তাহলে যে কারো পক্ষেই সম্ভব! আবার, সেটা সম্পূর্ণ ফ্রিতে! কিন্তু সাব-ডোমেইন না হয়ে মেইন ডোমেইন হলে ভাল হতো না?
প্রশ্ন-উত্তর ওয়েবসাইট বানানো আর সেখান থেকে আয় করার উপায় জেনে ভালো লাগলো। তবে সম্পূর্ন তথ্য পেলাম না।
ভাই সাইট তৈরি করে আডসেন্সও পেয়ে গেছি। কিন্তু সাইটে অ্যাড বসাতে পারছি না। অ্যাড বসানোর কোনও অপশন খুঁজে পাচ্ছি না। কি করবো ভাই? একটু বলেন প্লিজ।
প্রথমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে অ্যাড ইউটনিট ক্রিয়েট করুন। এরপর আপনার সাইটের হেডারে (Source code)-এর ভেতর অ্যাড ইউনিট বসিয়ে দিন। বিস্তারিত জানতে how to create ad unit and publish on a website লিখে গুগলে সার্চ দিন।