কারো ফ্রিজ লিক হয়ে যদি পানি পড়তে শুরু করে, তবে তার চোখ দিয়ে পানি না পড়লেও মনটা অনেক খারাপ হয়ে যায়। কারণ, লিক হওয়ার মানে হচ্ছে ফ্রিজ নষ্ট হতে চলেছে। সুতরাং, ঠিক করার ফিকির করা লাগবে, বাড়তি ঝামেলা পোহানো লাগবে।
সাধারণত যে-সব কারণে ফ্রিজ লিক হয়, সেগুলো ঠিক করা যায়। সৌভাগ্যবশত: একটি কমোন কারণে লিক হওয়া ফ্রিজ নিজে নিজেই ঠিক করা যায়। এর জন্যে দোকানে নিতে হয় না কিংবা কোন প্রপেশনাল রিপেয়ারম্যানও ডাকতে হয় না।
ফ্রিজ লিক হওয়ার কারণ
ফ্রিজ লিক হয়ে ফ্লোরে পানি পড়ার একটি প্রধান কারণ হচ্ছ ডি-ফ্রস্ট ড্রেইন ব্লক হয়ে যাওয়া। ডি-ফ্রস্ট ড্রেইন মূলত ওয়াটার সাপ্লাই লাইন যাতে জ্যাম লেগে গেলে জল বের হয় অন্যদিক দিয়ে।
সমাধান: আপনার কাজ হচ্ছে এই ব্লক খুলে দেয়া অর্থাৎ জ্যাম ছুটানো। প্রথমে ডি-ফ্রস্ট ড্রেইন খুঁজে বের করুন। এটি সাধারণত ফ্রিজের ব্যাক সাইডে থাকে, ফ্লোর থেকে একটু উপরে। ডি-ফ্রস্ট ড্রেইনে কিছু গরম পানি ঢেলে দিন। এতে করে ড্রেনে আঁটকে থাকা খাদ্য কণা কিংবা ময়লা-আবর্জণা বেরিয়ে যাবে। লম্বা আর চিকন একটি পাইপ ক্লিনার দিয়ে ড্রেনটি পরিস্কার করে দিন।
আপনার ফ্রিজটি যদি খুব বেশি পুরনো হয়ে গিয়ে থাকে, কিংবা লিক হওয়া ছাড়াও আরো অনেক সমস্যা থাকে এবং আপনি যদি নতুন ফ্রিজ কেনার কথা ভেবে থাকেন, তবে কম দামে ১০টি উন্নত মানের ফ্রিজ থেকে একটি বাছাই করে নিন।
অত্যন্ত ভাল সলিউশন। ফ্রিজ লিক হয়ে গেলে এই সলিউশন কাজে লাগবে।