ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বাঙালীর কাছে আজ কিছুই অজানা নয়। অজানাইবা থাকবে কেমন করে, আমরা যে আজ ডিজিটাল হচ্ছি ! মোবাইলের ডাটা অন করলেই ম্যাসেঞ্জার, ফেসবুকের নোটিফিকেশনের ঝরাঝরি।
কিন্তু একটু দাঁড়ান, সত্যি কি আপনি ডিজিটাল হচ্ছেন, না এইসব ভয়ংকর ফাঁদে পড়ে নিজের প্রাইভেসি হারাচ্ছেন!
বিষয়টা একবারো কি ভেবে দেখেছেন?
আপনি কি নিশ্চিত হয়ে ফেসবুক কিংবা ম্যাসেঞ্জার ব্যবহার করছেন?
না, আপনার প্রাইভেসি মোটেও সুরক্ষিত না।
ফেসবুক মেসেঞ্জারের সুবিধা-অসুবিধা দুটোই রয়েছে। কিন্তু আজ ম্যাসেঞ্জার ব্যবহারে আপনি কি ধরনের হুমকির সম্মুখীন হতে পারেন, তাই নিয়েই আলোচনা করবো।
সাথেই থাকুন –
ম্যাসেঞ্জার কে নিয়ে Forbes এর মতামত-
সম্প্রতি ফোর্বস তাদের একটি প্রতিবেদনে ম্যাসেঞ্জারের কিছু দিক সমন্ধে তুলে ধরে। এগুলো কি ছিল জানেন?
বলছি-
আপনি হয়তো ম্যাসেঞ্জারের Secret Conversation সমন্ধে অবগত আছেন। কিন্তু বলতে পারেন কি ম্যাসেঞ্জারের এত নিরাপত্তার পরেও Secret Conversation কেন?
আপনার কাছে কোনো উত্তর নেই। কারণ, ভেবেই দেখেননি কখনো।
ফোর্বস বলে আপনি সাধারণত অর্থাৎ Secret Conversation ব্যতীত যে বার্তাগুলো আপনার প্রিয়জনকে পাঠিয়ে থাকেন, তা End to End encrypted নয়।
- এখানে হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে End to End encrypted কি?
End To End Encrypted-
আসলে End to end encrypted বলতে বোঝায় এমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে আপনি যে মেসেজ পাঠাবেন তা শুধুই যাকে পাঠাচ্ছেন সেই দেখতে পারবে, মাঝখানে অন্য কেউ তা পারবে না। অর্থাৎ আপনার নিরাপত্তার কথা বলা হয়েছে।
মোট কথা, এটা দাঁড়ায় যে ম্যাসেঞ্জারের মাধ্যমে যাকে মেসেজ পাঠাচ্ছেন তা আপনি ছাড়াও আরো কেউ দেখতে পারবে এটা হতে পারে কোনো থার্ড পার্টি কিংবা হ্যাকার।
এখন হয়তো বলতে পারেন কই আমার আত্মীয়স্বজন কেউ তো এটা দেখতে পায় না!
আসলে তারা পারবেও না। আপনি যেমন একজন সাধারণ ব্যবহারকারী তেমনি তারাও। তারা শুধু আপনার ইউজার নেম কিংবা পাসওয়ার্ড পেলেই দেখতে পারবেন।
আসল কথা এখানে দাঁড়াচ্ছে কি জানেন?
তারা আপনার প্রাইভেসিকে ঠেলে দিচ্ছে অনিরাপত্তার দিকে, যা আপনি কল্পনাও করতে পারেননি। প্রাইভেসি ম্যাসেঞ্জারের মূল লক্ষ্য এটা ভেবেই নিজেকে ভুল বুঝিয়েছেন।
মেসেঞ্জার ও কিছু গোপন সত্য !!!!
কিছু দিন আগে ফেসবুক স্বীকার করে যে তারা ভুল বশত ৫০০০ ডেভেলপারকে ইউজার প্রোফাইল এক্সেস দিয়ে বসে।
তাহলে, ভাবুন ফেসবুক কিংবা ম্যাসেঞ্জার ব্যবহারে আপনি কতটুকু নিরাপদ!
শুধু এটাই নয়, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারের এ-রকম অনেক ঘটনাই ইতিমধ্যে সবার সামনে খুলে গিয়েছিল। যা আপনি হয়তো জানেন না। তাই এতো নিরাপদ ভাবছেন নিজেকে। বিষয়টা একটু মাথায় রাখবেন।
এত এত পারমিশন না হলে নাকি মেসেঞ্জারের চলেই না,জানেন কি?
ম্যাসেঞ্জার ব্যবহারের এক্কেবারে প্রথমদিনের কথা বলছি। মনে আছে আপনি ম্যাসেঞ্জারকে কতগুলা পার্মিশন দিয়েছিলেন। এটা কিছুটা এমন ছিল “Messenger needs Access to your contacts” আরও অনেক। আচ্ছা, এটার মানে কি আপনি জানেন?
হয়তোবা না।
এর মানে হলো ম্যাসেঞ্জার আপনার কন্টাক্টে যারা যারা আছে, তাদের নাম্বার এর এক্সেস চাচ্ছে। অর্থাৎ, মোট কথা এই দাঁড়ায় যে আপনি না চাইলেও অন্য যে কেউ আপনার মা কিংবা বোনকে আপনার ফোন থেকে মেসেজ দিয়ে উত্যক্ত করতে পারে, যদিও বাংলাদেশে এটা ঘটে না সচরাচর। তারপরেও নিরাপত্তা রাখা কি উচিত নয়?
আবার ম্যাসেঞ্জার মাঝেই মাঝেই আপনার ফোন রেকোর্ডারের পার্মিশন চায়। অর্থাৎ, যাতে করে আপনার ক্যামেরা ব্যবহার করে আপনাকে নজরদারি করতে পারে।
মোট কথা আপনার কাজের উপর কেউ একজন নজর রাখছে।
ভেবে দেখেন ফোনটা নিয়ে যখন আপনি বাথরুমে, তখন যদি কেউ আপনাকে স্পাই করে, তখন আপনার প্রাইভেসির কতটুকু ক্ষুণ্ণ হবে?
আবার আপনার মাইক্রফোনের মাধ্যমেও আপনার ভয়েস মেসেজগুলো রেকর্ড করে নিতে পারে।
এছাড়াও আপনার জিপিএস ট্রাক করতে পারে।
আচ্ছা আপনার ফোনের এত কিছুর এক্সেস একটা অ্যাপকে শুধুমাত্র চ্যাটের জন্যই দিয়ে দিবেন? একজন বুদ্ধিমান মানুষ হিসাবে আমার মনে হয় না একটা তুচ্ছ কাজের জন্য আপনার এ ধরনের কিছু বিপজ্জনক পন্থা অবলম্বন করা উচিত।
এখন কি করবেন?
হ্যাঁ, আমাদের বর্তমান পরিস্থিতি এমন যে ফেসবুক ম্যাসেঞ্জার ছাড়া থাকাই যায় না। তা হয়তো কোনো ব্যবসায়ীক কারণে বা কোনো পড়াশোনার জন্য। কিন্তু, সারাদিন ব্যবহার কিংবা ম্যাসেঞ্জারে এত জমে থাকার কোনো কারণ নেই। যদি আপনার ব্যবহার করতেই হয়, তবে ফেসবুক এমনভাবে ব্যবহার করুন যেন কোনো পার্মিশন দিতে হয় না।
একটা পন্থা রয়েছে যা হলো ফেসবুককে আপনি ব্রাউজারে ব্যবহার করতে পারেন। এতে করে নটিফিকেশন এর ঝামেলা আর ফেসবুক এর এইসব পার্মিশন এর হাত থেকেও বাঁচবেন। তাছাড়া, ফেসবুক মেসেঞ্জার ছাড়া আরো যে ৯টি ফ্রি মেসেজিং ও কলিং অ্যাপস্ রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন।
আশা করি, বিষয়টা আপনার কাজে লাগবে। আসলে আমরা এখন ফেসবুককে দরকারের চেয়ে মজার জন্য ব্যবহার বেশি করি। যার ফলে নিজের অজ্ঞতাবশতই অনেক কিছু করে ফেলি যা সম্পর্কে জানিও না। একটু মেনে চলার চেষ্টা করবেন, তাহলেই ভালও থাকতে পারবেন। ধন্যবাদ।
Adrib Sabbir says
ফেসবুক মেসেঞ্জার নিয়ে দারুণ এই পোস্টটি পড়ে অনেক উপকৃত হলাম। ❤️
আশিক says
প্রাইভেসী নিয়ে পারফেক্ট ও উপকারী পোস্ট, মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্যে গোপণ সত্য।