ফেসবুক তথা স্যোশাল মিডিয়া হল ব্যবসায়ীদের ব্যবসা প্রসারের গুরুত্বপূর্ণ মাধ্যম। আর তাই ফেসবুক বিভিন্ন ব্যবসায়ী এবং সংগঠনের সুবিধার জন্য বিভিন্ন ফিচার এবং সার্ভিস যোগ করছে নিয়মিত। ফেসবুক পেজ হল ব্যবসায়ীদের সাথে গ্রাহক সম্পর্ক তৈরি এবং রক্ষার শক্তিশালী এক হাতিয়ার।
ফেসবুক প্রোফাইলের কিছু সীমাবদ্ধতার কারণে অনেকে তাদের ফেসবুক প্রোফাইলকে পেজে পরিবর্তণ করতে চায়। তাদের জন্য মূলত আজকের এই আর্টিকেল। এই আর্টিকেলে আপনি পেজে পরিবর্তণ করার উপায় জানার পাশাপাশি এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ফেসবুক প্রোফাইলকে পেজে পরিবর্তণ
পেজে পরিবর্তণ করার সুবিধা
- পেজ খুব দ্রুত মানুষের কাছে পৌছায়।
- পেজে আপনি বিজ্ঞাপন কিংবা অনান্য কাজ প্রফেশনালি করতে পারবেন।
- আপনার পেজ বুস্ট করতে পারবেন।
- আপনার ফেসবুকের অ্যাক্টিভিটি দেখতে পারবেন।
- আইডিতে আপনি মাত্র ৫ হাজার ফ্রেন্ড যুক্ত করতে পারবেন কিন্তু পেজে তা সীমাহীন।
- প্রোফাইল পরিবর্তণ করলে আপনার সকল ফ্রেন্ড পেজের ফ্যান হিসাবে যুক্ত থাকবে।
প্রোফাইল পরিবর্তণ করলে যা ঘটবে
- প্রোফাইল এবং পেজ দুটিই ব্যবহার করতে পারবেন।
- আপনার কভার ফটো, প্রোফাইল ফটো এবং নাম আপনার পেজে স্থানান্তরিত করবে।
- আপনার বিদ্যমান ফ্রেন্ড, ফলোয়ার এমনকি পেন্ডিং থাকা ফ্রেন্ড রিকোয়েস্টও পেজের লাইকে যুক্ত হবে।
- পরিবর্তণের পূর্বে আপনার সকল সেটিংস দেখতে পারবেন।
প্রোফাইল পরিবর্তণের পূর্বে যা মাথায় রাখতে হবে
- আপনার সকল ফেসবুক তথ্য ডাউনলোড করে রাখতে হবে। কিভাবে ডাউনলোড করবেন ফেসবুক অ্যাকাউন্টের সব ডাটা বিস্তারিত এই লিংকে লিখা আছে।
- আপনি মাত্র একবার প্রোফাইল থেকে পেজে রূপান্তর করতে পারবেন।
- আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টের নামটি পেজের নাম হবে। তাই চাইলে আগে নাম পরিবর্তণ করে নিতে পারেন। জেনে নিন কিভাবে ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তণ করবেন।
- পরিবর্তণের পর মোট ১৪ দিন সুযোগ পাবেন প্রোফাইলের তথ্য পেজে রূপান্তর করার।
- আপনি আপনার প্রোফাইল থেকে আপনার ফেসবুক পেজ পরিচালনা করতে পারবেন।
পেজে পরিবর্তণ করার উপায়
প্রথমে এই লিংকে প্রবেশ করুন।
Get Started এ ক্লিক করে Page Category সিলেক্ট করুন।
তারপর Friends and Followers অপশন থেকে সবগুলো সিলেক্ট অথবা আপনার পছন্দ মত লোক যুক্ত করুন। এরা আপনার পেজের লাইক হিসাবে যুক্ত হবে।
Videos and photos যোগ করুন।
তারপর Creat Page এ ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার পেজ তৈরি হয়ে যাবে।
পরে বিস্তারিত তথ্য যোগ করুন।
শেষ কথা
উপরে উল্লেখিত নিয়ম ঠিকভাবে পালন করলে আপনি সফলভাবে ফেসবুক প্রোফাইলকে পেজে পরিবর্তন করতে সক্ষম হবেন। আর প্রোফাইল থেকে পেজে পরিবর্তণের পূর্বে অবশ্যই চিন্তা ভাবনা করে নিবেন।
Shad says
আমি আমার প্রোফাইল এ যখন যেই সময় যা যা পোস্ট করেছিলাম পেইজে তা তা থাকবে না?