সেই যে জীবনে প্রথমবার ফেসবুক আইডি খুলেছেন, এরপর কখনো কি ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তণ করেছেন? না করে থাকলে এখনই করে নিন। কারণ, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো সামনে আসার আগেই আপনার পাসওয়ার্ডটি পরিবর্তণ করে নেয়া প্রয়োজন।
আপনি হয়তো আগে জানতেন না যে, কিভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন। তাই, শুরুর দিকে হয়তো যেন-তেন একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছেন। আর কখনোই সেই দূর্বল পাসওয়ার্ড নিয়ে তেমন একটা মাথা ঘামাননি। কিন্তু যখন এই সাধারণ পাসওয়ার্ড নিয়ে পেরেশানিতে পড়বেন, তখন হয়তো সহজেই আর পাসওয়ার্ড পরিবর্তণ করতে পারবেন না। পরিবর্তণ করতে গিয়ে নানা রকম ঝামেলায় পড়বেন।
তাই, এমন কিছু কারণ জেনে নিন যেগুলোর জন্যে আপনার ফেসবুক আইডিটির পাসওয়ার্ড পরিবর্তণ করার প্রয়োজন।
যে-সব কারণে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তণ প্রয়োজন
যদি সাধারণ পাসওয়ার্ড দিয়ে থাকেন…
এমন অনেকেই রয়েছেন যারা ফেসবুক আইডি খোলার সময় যেমন তেমনভাবে একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন। মাথায় তখন সহজে মনে রাখার ব্যাপারটিই বেশি কাজ করে থাকে। কিন্তু ভেবেছেন কি যেটা আপনার জন্যে সহজে মনে রাখার মত পাসওয়ার্ড, সেটাই অন্যের জন্যে সহজে বের করার মতো বা অনুমাণ করার মতো পাসওয়ার্ড।
আমাদের দেশের বেশিরভাগ ফেসবুক ইউজারই তাদের মোবাইলের নাম্বার দিয়ে পাসওয়ার্ড সেট করে থাকেন। কিন্তু এটা ভাবেন না যে, তার মোবাইল নাম্বারটি অসংখ্য মানুষের কাছে রয়েছে। ফলে, কেউ যদি আইডি হ্যাক করার চিন্তা করে আর অনুমাণ করে মোবাইল নাম্বারটি ব্যবহার করে, তবে তো সহজেই আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবে।
সুতরাং, আপনিও যদি এ রকম কোন নাম্বার বা সাধারণ কোনও পাসওয়ার্ড ব্যবহার করে ফেসবুক আইডি খুলে থাকেন, তবে আজই আপনার পাসওয়ার্ড পরিবর্তণ করে ফেলা উচিৎ।
যদি বিভিন্ন সাইটে একই পাসওয়ার্ড দিয়ে থাকেন…
বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট খুলতে হয়। হোক সেগুলো সোশ্যাল সাইট কিংবা ইমেল অ্যাকাউন্ট বা কোনও অনলাইন কেনা-কাটার ওয়েবসাইট। বর্তমানে একজন মানুষের গড় প্রতি কমপক্ষে ১০টা সাইটে অ্যাকাউন্ট থাকে। আর সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার জন্যে অনেকেই সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন।
আশা করি, সব ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহারের ভয়াবহতা আপনি এখন বুঝতে পারেন। কেননা, কেউ যদি আপনার একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে যান, তবে তিনি আপনার সব অ্যাকাউন্টই হ্যাক করতে পারবেন। সুতরাং, আপনিও যদি তাদের মতোই একজন হয়ে থাকেন, যারা সবখানেই একই পাসওয়ার্ড ব্যবহার করেছেন, তবে বিন্দুমাত্র অবহেলা না করে আজই সবগুলো অ্যাকাউন্টের জন্যে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন। আর পাসওয়ার্ডগুলো সহজেই মনে রাখার জন্যে এই ৫টি পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ থেকে যে কোনটি ব্যবহার করুন। তাহলে আর কষ্ট করে আপনাকে সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে না।
যদি অটোমেটিক লগ-আউট হতে দেখেন…
এমন পরিস্থিতির মুখোমুখি আপনি হয়তো প্রায়ই পড়ে থাকেন যে, ফেসবুক ব্যবহার করতেই করতেই হঠাৎ দেখলেন যে লগ-আউট হয়ে গিয়েছেন। কিংবা, কিছুক্ষণ ব্যবহার করার পর হয়তো অন্য কাজে মন দিলেন আর ফিরে এসে ফেসবুক ব্যবহার করতে গিয়ে দেখলেন যে লগ-আউট হয়ে রয়েছেন।
অটো লগ-আউট সাধারণত ২টি কারণে হয়ে থাকে। প্রথমত যদি আপনার ব্রাউজারে অটো লগ-আউট ফিচার চালু করা থাকে। দ্বিতীয়ত, যদি আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে। অটো লগ-আউট ফিচার অ্যানাবল করা থাকলে খুব একটা সমস্যা নেই, আপনি যখন ইচ্ছা তখনই আবার লগ-ইন করতে পারবেন। কিন্তু যদি হ্যাক হয়ে থাকে, তবে তো ভয়ের বিষয়। সুতরাং, এ-রকম কিছু লক্ষ্য করলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তণ করে নিন।
যদি অন্য কাউকে পাসওয়ার্ড দিয়ে থাকেন…
বিশেষ প্রয়োজনে কোনও বন্ধু কিংবা আত্মীয়কে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হতেই পারে এবং আমরা প্রায়ই দিয়ে থাকি। কিন্তু ওই বন্ধু বা আত্মীয়ের সঙ্গে যে সব সময়ই সম্পর্ক ভাল থাকবে, এর তো কোনও নিশ্চয়তা নাই।
যদি সেই বিশেষ বন্ধুর সঙ্গে সম্পর্কের অবণতি হয় আর সে শত্রুতা পোষণ করতে শুরু করে, তবে তো বিপদ। বিশেষ করে, যদি সে বিপদে ফেলার জন্যে আপনার ফেসবুক আইডি হ্যাক করে নানা রকম অশ্লীল পোস্ট দেয়া শুরু করে, তবে কি হবে ভেবে দেখেছেন?
সুতরাং, বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনদের মধ্যে কাউকে পাসওয়ার্ড দিয়ে থাকলে আজই সেটা পরিবর্তণ করে নিন।
যদি সন্দেহজনক কার্য্যক্রম লক্ষ করেন…
যদি দেখেন যে আপনার আইডি থেকে সন্দেহজনক কার্য্যক্রম পরিচালিত হচ্ছে, তবে সচেতন হওয়া জরুরী। যেমন, যদি লক্ষ করেন যে কারো পোস্টে আপনার আইডি থেকে কমেন্ট করা হয়েছে, অথচ আপনি নিজে কমেন্ট করেনি। কিংবা যদি দেখেন কারো পোস্টে লাইক দেয়া হয়েছে, অথচ আপনি লাইক দেননি। তবে, ধরে নিতে পারেন যে, কারো কাছে আপনার আইডি ও পাসওয়ার্ড রয়েছে এবং সে-ই এই কার্য্যক্রমগুলো চালাচ্ছে। সুতরাং, দেরী না করে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তণ করে নিন।
আশা করি, ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তণ করার প্রয়োজনীয়তা আপনি বুঝে গিয়েছেন। আর এটাও বুঝতে পেরেছেন যে, আপনার আর দেরী করার অবকাশ নাই, এখনই পরিবর্তণের প্রয়োজন। সুতরাং, জেনে নিন কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তণ করবেন আর নিজেকে সোশ্যাল মিডিয়ায় সুরক্ষিত রাখবেন।
Leave a Reply