যদি কোনো কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন, তাহলে এর আগে আপনি অবশ্যই চাইবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সব স্মৃতিগুলো ডাউনলোড করে নিতে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি খুব বেশি পুরনো হয় তাহলে তো আর কথাই নেই। আপনার তখন নিজের কাছেই খারাপ লাগবে এই পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে।
তাই আমি আপনাদের জন্য এই আর্টিকেলে লিখেছি কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আগে সব ডাটা ডাউনলোড করবেন।
ফেসবুক থেকে নিজের সব ডাটা ডাউনলোড করবেন যেভাবে
- প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন। লগইন করার পর আপনার হোম পেইজটি সামনে আসবে। এখন নিচের ছবিটি একটু ভালো করে দেখুন। উপরের দিকে ডানপাশে একটি ট্রাইঙ্গেল চিহ্ন দেখা যাচ্ছে। আপনি আপনার ফেসবুক হোম পেইজ থেকে এই ট্রাইঙ্গেল চিহ্নটিতে ক্লিক করুন।
- ট্রাইঙ্গেল চিহ্নটিতে ক্লিক করার পর নিচের ছবির মতো করে কতগুলো অপশন আসবে আপনার সামনে। আপনি এখান থেকে সেটিংস লেখা অপশনটিতে ক্লিক করুন।
- সেটিংস অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবির মতো করে একটি পেইজ আসবে। এখন পেইজটির নিচের দিকে তাকালে দেখতে পাবেন “ডাউনলোড অ্যা কপি” লিখা একটি অপশন আছে। এইখানে ক্লিক করুন।
- “ডাউনলোড অ্যা কপি” লিখা অপশনে ক্লিক করার পর নিচের ছবির মতো করে একটি পেইজ আসবে আপনার সামনে। এখন “Start My Archive” লিখা সবুজ রঙের বাটনে ক্লিক করুন।
- এই বাটনে ক্লিক করার পর আপনার কাছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাওয়া হবে। আপনি আপনার পাসওয়ার্ডটি সঠিকভাবে দিন। আপনার পাসওয়ার্ড সঠিক হলে নিচের ছবির মতো করে আপনার সামনে একটি পেইজ আসবে। তখন আপনার কাছে একটি নটিফিকেশন আসবে। নটিফিকেশনে এরকম লেখা থাকবে যে আপনার ফোনের ইন্টারনেট ডাটা এই ফাইলগুলো ডাউনলোড করার জন্য প্রস্তুত। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি খুব বেশি ফাইল না থাকে, তাহলে ডাউনলোড করতে আপনার কম ইন্টারনেট ডাটার দরকার হবে। এটা একেক জনের জন্য একেক রকম।
আপনার কাজ শেষ। আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাইল্গুলো এখন ডাউনলোড হয়ে যাবে। এই আর্টিকেলটি পড়ে যদি আপনার কোনো কাজে আসে, ফেসবুক থেকে ডাটা ডাউনলোড করতে পারেন সহজে, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।
Leave a Reply