আপনার ফেসবুক প্রোপাইলটি কবে খুলেছেন, মনে আছে? কয়েক বছর হয়ে গিয়েছে নিশ্চয়ই। এই কয়েক বছরে আপনি কি কি করেছেন ফেসবুকে, মনে করতে পারবেন সেগুলো? শত শত পোস্ট দিয়েছেন, শত শত ছবি আফলোড করেছেন, কতবার প্রোপাইল আফডেট দিয়েছেন, কতজনকে ট্যাগ করেছেন, কতজনের পোস্টে লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, কতজনকে মেসেজ পাঠিয়েছেন আবার কতজনের কাছ থেকে মেসেজ পেয়েছেন তার সবকিছু তো আর মনে নেই, আছে কি? মনে থাক আর না থাক, চাইলে আপনি ফেসবুক অ্যাকাউন্টের সব ডাটা ডাউনলোড করে রাখতে পারেন।
কেন ফেসবুক অ্যাকাউন্টের ডাটা ডাউনলোড করবেন?
ফেসবুকে অ্যাকাউন্ট খোলার দিন থেকে আজ অবধি আপনি যা কিছু করেছেন, তার কোন কিছুই ফেসবুক থেকে মুছে যায়নি, সবকিছু ফেসবুকের ডাটা সেন্টারে জমা হয়ে আছে। কিন্তু চাইলেই আপনি এক মুহূর্তে পুরনো কোন পোস্ট দেখতে পাবেন না। আপনাকে প্রোপাইল ঘেঁটে সেটি খুঁজে বের করতে হবে। ঘন্টা পর ঘন্টা ধরে স্ক্রলিং করতে করতে কোন এক সময় হয়তো আপনি সেটি খুঁজে পাবেন। যদি আপনার ডাটাগুলো ডাউনলোড করা থাকে, তবে এক নিমিষেই দেখে নিতে পারবেন প্রয়োজনীয় যে কোন পোস্ট, ছবি, ভিডিও কিংবা যে কোন দরকারি কিছু।
কোন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কিংবা অন্য যে কোন আবেগজনিত কারণে আপনি ঠিক করলেন ফেসবুক আর ইউজ করবেন না। চিরকালের জন্য ফেসবুককে বিদায় জানিয়ে দেবেন। তাই, ফেসবুক অ্যাকাউন্টটি একেবারে ডিলিট করে দেয়ার সিদ্ধান্ত নিলেন এবং একদিন ঠিকই ডিলিট করে দিলেন। কিন্তু কিছুদিন পরই ফেসবুকে পোস্ট করা কোন লেখা কিংবা ছবির প্রয়োজনীতা বোধ করলেন কিংবা কোন বিশেষ কিছু খুবই দরকার হয়ে পড়লো, তখন কি করবেন? যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ডাটাগুলো সব ডাউনলোড করে রাখেন তো প্রয়োজনের মুহূর্তে সবকিছু খুঁজে পাবেন।
বর্তমানে যুগের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হিসাবে সবার উপরে ফেসবুক। নিত্যনতুন আপডেট যোগ করে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি কি কি কাজ করেছেন তা অফলাইনে থাকলেও দেখার সুবিধা রেখেছে ফেসবুক। এটি করতে হলে আপনাকে শুধুমাত্র আপনার ফেসবুক প্রোফাইলের সব ডাটা ডাউনলোড করে রাখতে হবে। এই পোস্টে আমরা জানবো কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সব ডাটা ডাউনলোড করে আপনার কম্পিউটার বা মোবাইলে সেভ করে রাখতে পারবেন।
কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের ডাটা ডাউনলোড করবেন
কিছু সহজ পদ্ধতি অবলম্বন করেই আপনি ডাউনলোড করে নিতে পারেন ফেসবুক প্রোফাইলের ডাটা। যার ফলে আপনি অফলাইনে বসেই দেখতে পাবেন আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে কি কি কাজ করেছেন। তো চলুন জেনে নেওয়া যাক কি ভাবে আপনি ফেসবুক প্রোপাইলের ডাটা ডাউনলোড করবেন।
ফেসবুক ডাটা ডাউনলোড প্রক্রিয়া শুরু
১. প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন করুন, তারপর উপরের ডানদিকের কোণে নিচের দিকে “দিক নির্দেশক তীর” বা অ্যারো চিহ্নে ক্লিক করুন, সেখান থেকে সেটিংস নির্বাচন করুন।
২. ড্রপ ডাউন মেন্যু ওপেন হবে, সেখান থেকে “General Account Settings” এ যেতে হবে। ডিফল্টভাবে সেখানে চলে যাবে। Name, Username ইত্যাদি লেখার নিচে একটি লিঙ্ক রয়েছে যাতে লেখা রয়েছে “Download a copy of your Facebook data”। সেটিতে ক্লিক করুন।
৩. স্ক্রিনে প্রদর্শিত পরবর্তী পৃষ্ঠাটিতে দেখা যাবে “Download Your Information” নামের একটি হেডিং। এরপর সেখান থেকে “Start My Archive” এ ক্লিক করতে হবে। “আপনার আর্কাইভ তৈরি করতে কয়েক মিনিট সময় লাগতে পারে” এমন একটি বিজ্ঞপ্তি আপনি দেখতে পাবেন। ফেসবুক আপনার ইমেইল এ একটি মেইল পাঠাবে আপনাকে জানাতে যে, আপনার ডেটার জন্য অনুরোধ করা হয়েছিল এবং তারপর আরেকটি মেইল এ আপনাকে জানানো হবে যে আপনার ডেটা ডাউনলোড করার জন্য প্রস্তুত।
৪. ডাউনলোড নোটিফিকেশনের জন্য আপনার ইমেইল চেক করুন। এটিতে একটি লিঙ্ক থাকবে। সেটি ক্লিক করতে হবে। আপনার “Data Request” টি বৈধ কিনা তা নিশ্চিত করতে এটি করা হয়।
৫. ইমেইলে থাকা লিঙ্কটি ক্লিক করার পর “Facebook’s Download Your Information” নামক একটি পেজ এ প্রবেশ করবে। এখানে একটি “Download Archive” লিঙ্ক দেখতে পাবেন। ডাউনলোড প্রক্রিয়া শুরু করার জন্য এটিতে ক্লিক করুন।
৬. একটি উইন্ডো পপআপ হবে যাতে আপনার অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড চাওয়া হবে। পাসওয়ার্ডটি দিন এবং সাবমিটে ক্লিক করুন।
৭. ডাউনলোড শুরু হবে। আপনি ফেসবুকে কতটা তথ্য দিয়েছেন তার উপর ভিত্তি করে ফাইলের আকার বা সাইজ। আপনি ফেসবুক এ যতবেশি একটিভ ততবেশি বড় হবে ডাউনলোড ফাইল এর সাইজ।
ডাউনলোড করা ডাটাগুলো যেভাবে পাবেন
১. ফেসবুক আপনার ডাটা একটি লোকাল মিনি ওয়েবসাইট হিসাবে সরবরাহ করে। সমস্ত ফাইল ফোল্ডারে সংরক্ষিত থাকে এবং আপনি যদি ফোল্ডারটি খোলেন, তবে আপনি একটি “index.htm” ফাইল দেখতে পাবেন। এটি খুলুন এবং এটি আপনার ব্রাউজারে চালু হবে।
২. প্রথম যে পেজটি ওপেন হবে তা আপনার প্রোফাইল পেজ। যা আপনাকে ফেসবুকে আপনার ব্যক্তিগত তথ্যগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়। আপনার ফেসবুকের ডাটার মধ্যে অন্য কি কি বিষয় রয়েছে তা দেখতে আপনার প্রোফাইল ছবির নীচের যে কোনো লিঙ্ক এ ক্লিক করুন।
“Messages” এর মধ্যে আপনি যে সমস্ত ম্যাসেজগুলি পেয়েছেন তার সমস্ত ম্যাসেজই রয়েছে। আপনি যদি কোন ম্যাসেজ এ রেস্পন্ড নাও করেন, তাও পাবেন এর মধ্যে। আপনি কখন ফেসবুক এ ছিলেন তা শো করবে “Security” অপশনটি। আপনি ফেসবুক এর কোন অ্যাডস এ ক্লিক করেছেন এবং বিজ্ঞাপনদাতাদের কাছে আপনার সাথে যোগাযোগের তথ্য কী তা দেখায় “Ads” অপশনটি। “Applications” অপশনটি আপনি ফেসবুক এর সাথে কোন কোন অ্যাপ্লিকেশন এবং পরিষেবা ব্যবহার করেছেন তা প্রদর্শন করে।
যে যে ধরণের ডাটা রয়েছে ডাউনলোড ফাইলে?
আপনার ফেসবুক ডাটা যেগুলি আপনার অ্যাক্টিভিটি লগ বা আপনার ডাউনলোড হওয়া ডেটাতে বা উভয় স্থানেই পাওয়া যায়। প্রতিটি ডেটা ক্যাটাগরির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করেছে ফেসবুক। একইসাথে আপনি এটি কোথায় খুঁজে পেতে পারেন তাও থাকবে।
বিভিন্ন সময়ে ফেসবুক বিভিন্ন ডেটা সংরক্ষণ করে। যার ফলে আপনি ফেসবুকে যোগদান করার পর থেকে আপনার সমস্ত ডেটা খুঁজে নাও পেতে পারেন। একইসাথে আপনি যে তথ্য বা বিষয়বস্তু মুছে ফেলেছেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে, তা আপনি পাবেন না, কারণ এটি ফেসবুক সার্ভার থেকে মুছে ফেলা হয়েছে।
আপনার বেশিরভাগ ফেসবুক ডেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করার সাথে সাথেই সহজলভ্য হবে। এছাড়াও ফেসবুক যে ডাটা সংগ্রহ এবং সংরক্ষণ করে তা সময়ের সাথে পরিবর্তন হতে পারে। আপনি যে ডাটাগুলো পেতে পারেন তার মধ্যে রয়েছে, “About Me” যাতে আপনি পাবেন সেই সমস্ত ডাটা যা আপনার প্রোফাইলে অ্যাড করেছেন। “Account Status History” তে পাবেন আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, ডিসেবল করেছেন ইত্যাদি। এছাড়াও কারেন্ট সিটি, ডেট অব বার্থ, ফ্রেন্ড রিকোয়েস্ট, গ্রুপ, ফলোয়ার, ফলোয়িং, জেন্ডারসহ আরও অনেক ইনফরমেশন আপনি পেতে পারেন।
নিচের ছবি থেকে দেখে নিতে পারেন, ফেসবুক অ্যাকাউন্টের ডাটা ডাউনলোড ফাইলে আপনার জন্য যা যা থাকবে।
আপনি যদি আপনার ফেসবুক এর সমস্ত কার্যক্রম অফলাইনে প্রত্যক্ষ করতে চান, তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ডাটা ডাউনলোড করে নিতে পারেন। কারণ এই কপি ডাউনলোড করে নিয়েই আপনি খুব সহজেই বিভিন্ন তথ্য দেখতে পাবেন খুব সহজেই। এই পোস্টটি পড়ে আশা করি আপনি জেনেছেন কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সব ডাটা ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে তা দেখতে পারবেন।
Leave a Reply