ডিফল্টভাবে সিস্টেম ফাইলে থাকা ‘Downloads’ মজিলা ফায়ারফক্সের ডাউনলোড ফোল্ডার হিসেবে থাকে। অর্থাৎ এই ব্রাউজার দিয়ে আপনি যা কিছু ডাউনলোড করবেন তা গিয়ে জমা হবে ‘Downloads’ ফোল্ডারে। তাই, আপনার এই লোকেশনটি আজই পরিবর্তণ করে নেয়া উচিৎ।
কারণ, এই ফোল্ডারটি সিস্টেম ফাইলের ভেতরে থাকার কারণে এটি আপনার অপারেটিং সিস্টেমকে প্রায়ই স্লো করে দেয়। আমরা যখন উইন্ডোজ সেট-আপ দেই, তখন সমস্ত ফাইল ও ফোল্ডার গিয়ে জমা হয় ‘C’ ড্রাইভে। আর যখন আমরা উইন্ডোজ অন করি এবং কম্পিউটারে নানা রকম কাজ করতে থাকি, তখন আমাদের সহযোগীতা করে ‘C’ ড্রাইভে থাকা সিস্টেম ফাইলগুলো। যে কোন প্রোগ্র্রাম রান করতেই এই ফাইলগুলো আমাদের হেল্প করে থাকে।
কিন্তু এই ড্রাইভে যদি আমরা ডাউনলোড করা ফাইলগুলোও রাখতে থাকি, তবে স্বাভাবিকভাবেই পিসি স্লো হয়ে যাবে। কারণ, পিসির মেমোরি ইউজ বেড়ে যাবে। তাই, বুদ্ধিমানের কাজ হচ্ছে ব্রাউজার থেকে ডাউনলোড লোকেশন পরিবর্তণ করে অন্য কোনও ফোল্ডার সিলেক্ট করে দেয়া। চলুন, জেনে নেই কিভাবে এই ফোল্ডার পরিবর্তণ করা যায়-
ফায়ারফক্সের ডাউনলোড ফোল্ডার পরিবর্তণ
কিছু বিশেষ সুবিধা, বিশেষ করে ফায়ারফক্সের কিছু দরকারি অ্যাড-অন থাকার কারণে অনেকেই এই ব্রাউজারটি ব্যবহার করে থাকেন। কিন্তু ডাউনলোড লোকেশন পরিবর্তণ না করার কারণে সিস্টেম স্লো হয়ে থাকে। আপনি যদি এখনো এই লোকেশন পরিবর্তণ না করে থাকেন, আজই পরিবর্তণ করে নিন।
- মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করুন।
- ব্রাউজারের একদম উপরের ডান কর্ণারে থাকা মেন্যুতে ক্লিক করুন।
- দেখুন একটি পপ-আপ উইন্ডো ওপেন হয়েছে যেখানে অনেকগুলো সাব-মেন্যু রয়েছে। এখান থেকে Options এ ক্লিক করুন।
- অপশন্সে ক্লিক করার পর আলাদা ট্যাবে ফায়ারফক্সের সেটিংস পেজ ওপেন হবে। এই পেজে দেখুন General সেটিংস্ এর আন্ডারে Tabs, Language and appearance, Downloads সহ আরো কিছু সেটিং অপশন আছে। স্ক্রল করে নিচে যান এবং Downloads অপশনটি খুঁজে দেখুন।
- Downloads এর ডানপাশে থাকা Browse এ ক্লিক করুন এবং C বাদে যে কোনও ড্রাইভের যে কোন ফোল্ডার সিলেক্ট করে দিন।
ব্যস্, এখন থেকে মজিলা ফায়ারফক্স দিয়ে আপনি যা কিছু ডাউনলোড করবেন, সবই এই ফোল্ডারে চলে আসবে। আশা করি, ফায়ারফক্সের ডাউনলোড ফোল্ডার পরিবর্তণের এই ছোট টিউটোরিয়ালটি আপনার ভাল লেগেছে।
Leave a Reply