যারা ফার্মেসী ব্যবসা করতে চান অর্থাৎ ঔষধের দোকান দিতে চান, তাদের জন্যে ফার্মেসী সার্টিফিকেট কোর্স অনেক কাজের। দেশের প্রচলিত আইন অনুযায়ী চাইলেই যে কেউ একটা ঔষধের দোকান দিয়ে দিতে পারে না। এর জন্যে তাকে সরকারের নির্ধারিত কিছু নিয়ম-নীতি মানতে হয়।
অজোপাড়া গাঁ কিংবা শহরের একদম ভেতরের কোনও গলিতে কেউ কেউ সকল নিয়ম-কানুন না মেনে ঔষধের দোকান দিয়ে দিচ্ছেন। অর্থাৎ, কিছু নিয়ম মানছেন আর কিছু নিয়ম না মেনেই ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে এসে ব্যবসা শুরু করে দিচ্ছেন। আর পরবর্তীতে ধরা পড়ে অনেক জরিমানার সন্মুখীন হচ্ছেন।
খেয়াল করে দেখবেন, যে দোকান একবার সরকারের জরিমানার মুখে পড়ে, সে দোকান আর দাঁড়াতে পারে না। কারণ, সেটি মানুষের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। মানুষ আর ওই দোকানে ঔষধ কিনতে আসে না। কাজেই, ব্যবসা ফ্লপ খায়।
আপনি যদি মেডিসিন ব্যবসায় ফ্লপ খেতে না চান, তবে অবশ্যই আগে ফার্মাসিস্ট ট্রেনিং বা ফার্মেসী কোর্স করে নিন। কেননা, ফার্মেসী ব্যবসার জন্যে যেসব কাগজ-পত্র প্রয়োজন, তার মাঝে ফার্মাসিস্ট ট্রেনিং সার্টিফিকেট অন্যতম একটি।
আর এটির উপর নির্ভর করছে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ লাইসেন্স। এটি হচ্ছে ড্রাগ লাইসেন্স। ড্রাগ লাইসেন্স ছাড়া আপনি কিছুতেই ঔষধ বিক্রির অনুমোদন পাবেন না। অর্থাৎ, মেডিসিন শপ বা ঔষধের দোকান দিতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদফতর (DGDA) থেকে আগে ড্রাগ লাইসেন্স নিতে হবে।
আর ড্রাগ লাইসেন্সের জন্যে যেসব কাগজ-পত্র জমা দিতে হয়, তার মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ফার্মেসী সার্টিফিকেট। মনে রাখবেন, সরকারি নিয়ম-নীতি অনুযায়ী, ঔষধ বিক্রির অধিকার একমাত্র তিনিই রাখেন, যার ট্রেনিং সার্টিফিকেট আছে।
যাইহোক, ৩ মাস মেয়াদী সরকারি এই ট্রেনিং সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত নিচে দেয়া হলো।
কোর্সের নাম: সরকারি ফার্মেসি সার্টিফিকেট কোর্স
কোর্সের খরচ: ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার
যেখান থেকে কোর্স করবেন: এই কোর্সটি পরিচালনা করছে সরকারের ফার্মেসী শিক্ষার নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (পিসিবি)। পিসিবি’র প্রধান অফিস ঢাকার পশ্চিম বাংলা মোটরে। লিংক রোডের রাহাত টাওয়ারের ৫ম তলায় অবস্থিত এই অফিসের ফোন নাম্বার ৯৬৩২৭০৩ ও ৯৬৩২৭৪১। এটা মূলত পিসিবির হেড অফিস যেখান থেকে সারাদেশে সরকারি কার্যক্রম পরিচালনা করা হয়। দেশের ২৮টি জেলায় সরকারিভাবে এই কোর্স করার ব্যবস্থা রয়েছে।
যারা এই কোর্সে ভর্তি হতে পারবে: যাদের বয়স কমপক্ষে ১৭ বছর। ১৭ থেকে উপরে যে কোনও বয়সের যে কেউ। একই সাথে, যাদের এসএসসি কিংবা সমমানের সার্টিফিকেট রয়েছে।
ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে: পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, বিশিষ্ট নাগরিক দ্বারা সত্যায়িত। আর এসএসসি সার্টিফিকেটের ফটোকপি, এটিও সত্যায়িত হতে হবে।
আরো অন্যান্য যাবতীয় তথ্য জানার জন্যে নিচের বামপাশের বাটনে ক্লিক করুন আর কোন কোন জেলা থেকে এই কোর্স করা যাবে এবং কোর্স পরিচালকের নাম্বার জানতে ডানপাশের বাটনে ক্লিক করুন।
আশা করি, এই সরকারি ফার্মেসী সার্টিফিকেট কোর্স করে আপনি দ্রুত ব্যবসায় নেমে পড়বেন। আপনার ফার্মেসী শপের জন্যে শুভ কামনা রইলো।
Leave a Reply