ফাইল আপলোড করে আয় করা যায়, এমন কথা আপনি হয়তো শুনে থাকবেন। তবে, এই আয়টা আসলে খুব বেশি নয় যে আপনি খুব খুশি হয়ে যাবেন, জীবনযাত্রার মান উন্নত করে ফেলবেন। আবার একেবারে কমও নয় যে আপনি খুব হতাশ হয়ে পড়বেন কিংবা আপনার জীবনটাকে বৃথা মনে হবে।
সবাই ইন্টারনেটের মাধ্যমে আয় করতে চায় এবং ইন্টারনেট থেকে আয় করার আসলেই অনেক উপায় আছে। তবে, সব উপায় সবার জন্যে নয়; যার যার যোগ্যতা অনুযায়ী আয়ের পথ বেছে নিতে হবে।
যারা আর্টিকেল রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ব্লগিং, ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টসহ অন্যান্য কোনও কাজই এখন পর্যন্ত শিখতে পারেননি, তাদের জন্যে দরকার সহজ কোন উপায়। এমন সহজ উপায় যে উপায়ে তারাও শুধুমাত্র ইন্টারনেট আর কম্পিউটার ব্যবহার করে অনলাইন থেকে আয় করতে পারবেন। ফাইল আপলোড করার কাজটি মূলত তাদের জন্যে।
আপনি যদি তাদের মতোই একজন হয়ে থাকেন, তবে কিছু ওয়েবসাইটে বিভিন্ন ধরণের ফাইল আপলোড করে আপনিও আয় করতে পারেন। আসুন, সে ওয়েবসাইটগুলো সম্পর্কে জানা যাক।
ফাইল আপলোড করে আয় করার ওয়েবসাইট
কিভাবে ফাইল আপলোডিং শুরু করবেন?
- প্রথমে আপনাকে নিচের ওয়েবসাইটগুলোর মধ্যে যেটা পছন্দ সেটাতে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। চাইলে আপনি সবক’টিতেই অ্যাকাউন্ট খুলতে পারেন।
- অ্যাকাউন্ট তৈরির পর আপনাকে ফাইল আপলোড করতে হবে।
কি ধরণের ফাইল আপলোড করবেন?
- পিডিএফ ফাইল
- জিপ ফাইল
- এপিকে ফাইল
- ইএক্সই ফাইল
- যে কোন ফরমেটের মিউজিক ফাইল
- যে কোন ফরমেটের ভিডিও ফাইল
ফাইল আপলোড থেকে কিভাবে আয় হয়?
- আপনার আপলোড করা ফাইল যখন কেউ ডাউনলোড করে তখন আপনার আয় হয়।
আমাকে কে টাকা দেবে?
- যাদের ওয়েবসাইটে আপনি ফাইল আপলোড করবেন তারা টাকা দেবে।
ওয়েবসাইটগুলো কোথা থেকে আমাকে টাকা দেবে?
- ওয়েবসাইটগুলো অ্যাডসেন্স থেকে যে আয় করে, সেখান থেকে দেবে।
- অ্যাডভার্টাইজিং থেকে যে আয় করে, সেখান থেকে দেবে।
- এফিলিয়েট থেকে যে তাদের যে আয় হয়, সেখান থেকে দেবে।
কি পরিমাণ টাকা পাবেন?
এটা নির্ভর করছে যে সাইটে আপলোড করবেন সে সাইটের উপর। নিচে প্রতিটি সাইটের সঙ্গে টাকার পরিমাণ উল্লেখ করা আছে।
টাকা কিভাবে তুলবেন?
এটাও সাইটের পেমেন্ট মেথডের উপর নির্ভর করছে। তবে, সাধারণত Paypal, Payza, Payoneer, Bitcoin, Web Money, Skirll ইত্যাদি অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা তোলা যায়।
ফাইল আপলোডের ওয়েবসাইট সমূহ
১. Up-Load – File Sharing Made Easy
- প্রতি ডাউনলোড এ সর্বনিম্ন 3$ এবং সর্বোচ্চ 11$ আয় করতে পারবেন।
- পেমেন্ট মেথড: Paypal ও Bitcoin
- মিনিমাম পে-আউট: $5
২. Daily Uplaod Search
- প্রতি ডাউনলোড এ সর্বনিম্ন 5$ এবং সর্বোচ্চ 16$ আয় করতে পারবেন।
- পেমেন্ট মেথড: PayPal, Skrill, Webmoney, Payza, etc.
- মিনিমাম পে-আউট: $25
- পেমেন্ট টাইমঃ পেমেন্ট রিকোয়েস্ট দেয়ার ৭ দিনের মধ্যে
৩. Upload Buzz
- প্রতি ডাউনলোড এ সর্বনিম্ন 5$ এবং সর্বোচ্চ 25$ আয় করতে পারবেন।
- পেমেন্ট মেথড: PayPal, Payoneer and Web Money, etc.
- মিনিমাম পে-আউট: $1 (পেপালের ক্ষেত্রে), $10 (পেওনিয়ারের ক্ষেত্রে), $15 (ওয়েব মানির ক্ষেত্রে)
- পেমেন্ট টাইমঃ রিকোয়েস্ট করার পরবর্তী ৭ দিনের ভেতর
শেষ কথা
ফাইল আপলোড করে আয় করা যায় এ-রকম ৩টি শেয়ার করলাম। আশা করি, উক্ত ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি ফাইল আপলোড করে টাকা আয় করতে পারবেন। তাহলে, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আপনার পছন্দের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে নিন এবং ফাইল আপলোড করা শুরু করুন।
azim says
What files and where I can get files, I m not clear. Would you please clear?
টি আই অন্তর says
You can upload many types of files like music files, pdf files, ebooks, audio books, video files, etc. Though you can get files everywhere online, you can’t upload those as there are copyright issues. What you can do is to create your own music, write your own books, etc. There is also an option to have files without creating and that is finding copyright free files, no matter it is music, ebooks, or other files.
Sajeeb says
ভাই, প্রথম ওয়েবসাইটি নাই তো, থাকলে লিংক দেন, প্লিজ….
টি আই অন্তর says
কমেন্ট করার জন্যে ধন্যবাদ, Sajeeb ভাই। কিন্তু আপনার বক্তব্যটি বোঝা গেল না। প্রথম ওয়েবসাইট নেই বলতে কি বোঝাচ্ছেন? ওই ওয়েবসাইট লাইভ নেই? ওয়েবসাইটটিতে ঢুকা যাচ্ছে না?
উজ্জ্বল says
কিভাবে সাইট গুলোতে কাজ করবো, ভিডিও দেওয়া যাবে?
Mohammad Ali says
সাইটগুলোর নাম লিখে ইউটিউবে সার্চ করুন, বিস্তারিত বিবরণসহ অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, ইনশাআল্লাহ।
h. m. k khan says
দারুণ একটা টপিক, ফাইল আপলোডিং থেকে আয় করার উপর গুরুত্বপূর্ণ উপায়গুলো শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ। কিন্তু ভাই আমার একটা অনুরোধ আছে, কিভাবে সাইটগুলোতে কাজ করবো, ভিডিও দেওয়া যাবে? please,,
আলপিন says
যদিও ফাইল আপলোডিং থেকে আয় করার সুযোগ আছে, কিন্তু বাংলাদেশ থেকে বিষয়টা অনেকটাই অসম্ভব। কারণ, বাংলাদেশের মানুষের পক্ষে মৌলিক ফাইল তৈরি করাও সম্ভব নয় আর আপলোড করে আয় করাও সম্ভব নয়।
h m k says
ভাই, আমি আপনার রেফারেল দিয়ে শুরু করতে চাই। দয়া করে আমাদেরকে ফাইল আপলোড করা এবং সেখান থেকে আয় করে উইথড্র করার উপর একটি ভিডিও টিউটোরিয়াল দিন যাতে আমরা শুরু করতে পারি।
সুচন্দা says
আমাদের দেশ থেকে ফাইল আপলোডিং কি সম্ভব? কি ধরণের ফাইল আপলোড করবো আর কোন হিসেবে টাকা পাবো? প্রতি আপলোড থেকে, না প্রতি ডাউনলোড থেকে?
টি আই অন্তর says
ফাইল আপলোডিং সম্পর্কে প্রশ্ন করার জন্যে ধন্যবাদ, সুচন্দা। পৃথিবীর যে কোনও দেশ থেকেই ফাইল আপলোডিং সম্ভব। ই-বুক, গল্প-কবিতার কিংবা যে কোনও বিষয়ের বই, মিউজিক ফাইল – অডিও কিংবা ভিডিও, পিডিএফ ফাইল, ইত্যাদি আপলোড করতে পারেন। আপলোড থেকে টাকা পাবেন, আপলোড করা ফাইল যদি কেউ ডাউনলোড করে তবে টাকা পাবেন।