ফাইল আপলোডিং থেকে আয় করাটা অত্যন্ত সহজ, আবার অত্যন্ত কঠিন একটি কাজ। আপনার কাছে যদি প্রচুর পরিমাণে ফাইল রেডি থাকে, তবে অনেকটাই সহজ। আর যদি রেডি না থাকে, তবে কি ফাইল আপলোড করবেন, কোথা থেকে ফাইল পাবেন, কোথায় আপলোড করবেন, ইত্যাদি নানা চিন্তা আপনাকে পেয়ে বসবে যা আয় করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
কোথায় ফাইল আপলোড করবেন?
ফাইল আপলোড করবেন নানা রকম আপলোডিং ওয়েবসাইটে। এ রকম ওয়েবসাইট আছে শত শত। তবে, সব ওয়েবসাইট কিন্তু বিশ্বাসযোগ্য নয়। অর্থাৎ, সব ওয়েবসাইট থেকেই যে আপনি টাকা পাবেন এর কোন গ্যারান্টি নেই। কাজেই, ফাইল আপলোড করার বিশ্বস্ত ৩টি ওয়েবসাইট থেকে যে কোনটিতে কিংবা সবটিতেই আপলোড করতে পারেন।
কি ফাইল আপলোড করবেন?
- মিউজিক ফাইল – অডিও গান, ভিডিও গান বা মিউজিক ভিডিও, ইনস্ট্রুমেন্টাল, ইত্যাদি আপলোড করতে পারেন।
- নাটক – আপলোড করতে পারেন যে কোন সিঙ্গেল নাটক, ধারাবাহিক নাটক। কিংবা নাটকের অংশ, হতে পারে নাটকের ফানি ক্লিপ, রোমান্টিক ক্লিপ, ইত্যাদি।
- মুভি – বাংলা, ইংরেজী, হিন্দি মুভি আপলোড করতে পারেন। কিংবা মুভির অ্যাকশন ক্লিপ, রোমান্টিক ক্লিপ, সাসপেন্সিভ ক্লিপ, অ্যাডাল্ট ক্লিপ বা ফানি ক্লিপ কেটে নিয়ে আপলোড করে দিতে পারেন।
- ডকুমেন্ট – বিভিন্ন ধরণের দরকারি ডকুমেন্ট পিডিএফ করে আপলোড করতে পারেন।
- ই-বুক – যে কোন বই, যেমন- উপন্যাস, গল্প, কবিতা, ইত্যাদির ই-বুক করে আপলোড করতে পারেন। বিভিন্ন রকমের ইসলামী বইকে পিডিএফ করে ই-বুক আকারে আপলোড করতে পারেন। আপলোড করা যেতে পারে যে কোন ধরণের শিক্ষণীয় বই, যেমন- প্রোগ্রামিং শেখার উপায়, অ্যাডভান্সড্ ফটোশপ, ইত্যাদি টাইপের বই।
ফাইল পাবেন কোথায়?
সবচেয়ে ভাল যদি নিজে ফাইল তৈরি করে নেন। যেমন, নিজে গান তৈরি করা, নিজে বই লেখা, নিজে নাটক বানানো, ইত্যাদি। কিন্তু এটা অনেক কঠিন ব্যাপার। সবার পক্ষে নিজে মিউজিক করা সম্ভব না। নিজে নাটক বা মুভি করাও সম্ভব না। সম্ভব না ডকুমেন্ট তৈরি কিংবা গল্প-কবিতা কিংবা উপন্যাস লেখা।
তাহল, উপায়?
উপায় হচ্ছে অন্যদের লেখা গল্প, কবিতা বা উপন্যাসকে পিডিএফ করে আপলোড করা। অন্যদের তৈরিকৃত গান, অডিও বা ভিডিও সং ডাউনলোড করে নিয়ে আপলোড করা। অন্যদের নাটক বা মুভি ডাউনলোড করে নেয়া এবং পরবর্তীতে এ-সব সাইটে আপলোড করা। কোথা থেকে ডাউনলোড করবেন? বেশিরভাগ গান, নাটক এবং সিনেমা এখন ইউটিউবে পাওয়া যায়।
ইউটিউব ছাড়াও আজকাল ফেসবুকে প্রচুর ভিডিও পাওয়া যায়। কাজেই, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোডের উপায় জেনে নিন। আর আপনার পছন্দ মতো ভিডিও ডাউনলোড করে উপরে বর্ণিত ওয়েবসাইটগুলোতে আপলোড করে দিন।
কিন্তু কপিরাইট?
হুম, অন্যের তৈরিকৃত ফাইল ডাউনলোড করে কোথাও আপলোড করলে কপিরাইট মামলা খেতে পারেন। অনলাইনে ফাইল ডাউনলোড ও আপলোড করার ক্ষেত্রে কপিরাইট খুবই সেনসিটিভ ইস্যু। কাজেই, আপনাকে কপিরাইট সংক্রান্ত বিষয়গুলো এড়িয়ে গেলে চলবে না। বরং, এটির প্রতি অত্যাধিক গুরুত্ব দিতে হবে। কারণ, ফাইল আপলোডিং থেকে আয় করার জন্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কি করবেন, তাহলে?
প্রথমত কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করুন। দ্বিতীয়ত, ইউটিউব কিংবা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে সেগুলোকে কোথাও সরাসরি আপলোড দেবেন না। বরং, এডিট করে আপলোড করুন।
যেমন, ইউটিউব থেকে বিভিন্ন নাটকের ক্লিপ জোড়া দিয়ে আপলোড করতে পারেন। নাম দিতে পারেন, মোশারফ করিমের ১০টি ফানি সিন। জাস্ট ফর এক্সামপল। একইভাবে বিভিন্ন সিনেমার ক্লিক একত্র করে ভিডিও বানিয়ে আপলোড দিতে পারেন।
ফাইল আপলোডিং থেকে আয় করার জন্যে সবচেয়ে ভাল উপায় হচ্ছে ই-বুক আপলোড দেয়া। এক্ষেত্রে, আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে বাজার থেকে দরকারি বই ক্রয় করে, সেগুলোর পিডিএফ তৈরি করে নিন এবং আপলোড দিন। তবে, এখানেও আপনাকে কপিরাইটের বিষয়টি দেখতে হবে। সাধারণত, বইয়ের ক্ষেত্রে কপিরাইট ইস্যু খুব একটা বড় নয়।
তারপরও, সাবধানের মাইর নেই বলে একটা কথা আছে। কাজেই, আপনি এমন বই বেছে নিতে পারেন, যেগুলোর কপিরাইট উন্মুক্ত। যেমন, রবীন্দ্রনাথের সব বই, শরৎচন্দ্রের সব বই। একইভাবে পুরনো যত লেখক আছে, যারা মারা গেছেন আর তাদের মৃত্যুর ৬০ বছর পার হয়ে গিয়েছে, তাদের সকলের বই-ই কপিরাইট ফ্রি। সুতরাং, বুদ্ধিমানের কাজ হবে, এদের বইগুলোকে ই-বুক বানিয়ে আপলোড দেয়া।
উজ্জ্বল says
এখান থেকে দিনে কমপক্ষে কত টাকা পাওয়া যায় এবং পেমেন্ট মাসিক না দৈনিক?
জেসিকা জেসমিন says
প্রশ্ন করার জন্যে ধন্যবাদ, উজ্জ্বল। দিনে কত টাকা পাওয়া যাবে, এটা নির্ভর করছে আপনার ফাইল কতবার ডাউনলোড হচ্ছে তার উপর। আর পেমেন্ট মূলত প্রত্যেক সাইটের জন্যেই রাউন্ড ফিগার নির্ধারণ করা আছে। সুতরাং, রাউন্ড ফিগার হলেই আপনি তুলতে পারবেন, সেটা দিনে হোক আর সপ্তাহে হোক কিংবা মাসে।
মোঃনুরুল আমীন বাচ্চু says
আমার নিজের লেখা একটা বই পিডিএফ করতে চাই।এবং এ থেকে কিছু আয় করতে চাই।আমার প্রশ্ন আমি কিভাবে আয় করতে পারি।জানালে উপকৃত হব।ধন্যবাদ।