আউট সোর্সিং এর সেরা ওয়েবসাইটগুলোর মধ্যে সহজ ও দ্রুত কাজ পাওয়ার দিক থেকে ফাইভার অন্যতম। ফাইভারে অ্যাকাউন্ট খোলা যেমন সহজ, তেমনি এখানে অল্প সময়ের মধ্যে কাজ পাওয়ার সম্ভাবণা অন্যান্য মার্কেট প্লেসগুলো থেকের বেশি। ফাইভারে এমন অনেক কাজ রয়েছে যা আপনি অনায়াসেই ঘরে বসে করতে পারেন! আপনার সুবিধার জন্য আমি এখানে ফাইভারে ফ্রি-ল্যান্সিং কাজ এর একটি তালিকা তৈরি করেছি।
বিভিন্ন ধরণের কাজ রয়েছে ফাইভারে যেগুলো থেকে আপনি একটি বা দুটি কিংবা দুইয়ের অধিক কাজের জন্য নিজেকে তৈরি করতে পারেন। এমন হতে পারে যে এখানকার অনেক কাজই আপনি জানেন যেগুলোর জন্য নিজেকে তৈরি করার কিছু নেই। আপনার চাই শুধু কাজ পাওয়া। সে যাই হোক, তালিকাটি আগে দেখে নিন। তারপর, ঠিক করুন আপনি এ তালিকার কোন কোন কাজের জন্য উপযুক্ত।
ফাইভারে ফ্রি-ল্যান্সিং কাজ
এ তালিকায় প্রথমে রেখেছি মূল কাজগুলো, তারপর রেখেছি মূল কাজের ভেতর যে সব কাজ রয়েছে সেগুলো। আপনি আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে কাজটি আপনার জন্য সহজ সেটিই করতে পারেন ফাইভারে।
১. গ্রাফিক্স ডিজাইন
- লোগো ডিজাইন
- কার্টুন ও ক্যারিকেচার ডিজাইন
- স্টেশনারি ডিজাইন
- ব্যানার, অ্যাড, প্রেজেন্টেশন ডিজাইন
- বিজনেস কার্ড ডিজাউন
- ফ্লায়ার এন্ড ব্রুসিয়ার ডিজাইন
- বুক এন্ড অ্যালবাম কাভার ডিজাইন
- থ্রিডি ও টুডি মডেলস্
- প্রেজেন্টেশন ডিজাইন
- টি-শার্ট ও মার্চেন্ডাইস
- ইনফোগ্রাফিকস্
২. ডিজিটাল মার্কেটিং
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
- ই-মেল মার্কেটিং
- সোশাল মিডিয়া মার্কেটিং
- কন্টেন্ট মার্কেটিং
- সার্চ ও ডিসপ্লে মার্কেটিং
- ভিডিও মার্কেটিং
- ওয়েব অ্যানালিটিকস্
- ই-কমার্স মার্কেটিং
- লোকাল লিস্টিংস্
- ডোমেইন রিসার্চ
- মার্কেটিং স্ট্র্যাটেজি
- ইনফ্লুয়েন্সার মার্কেটিং
- ওয়েব ট্রাফিক
- মোবাইল অ্যাডভারটাইজিং
- মিউজিক প্রমোশন
৩. রাইটিং ও ট্রান্সলেশন
- আর্টিকেল ও ব্লগ পোস্ট রাইটিং
- রিসার্চ ও সামারি রাইটিং
- বিজনেস কাভার লেটার রাইটিং
- জব রিজিউম ও কাভার লেটার
- ক্রিয়েটিভ রাইটিং
- ট্রান্সলেশন
- ট্রান্সক্রিপশন
- প্রুপ রিডিং ও এডিটিং
- প্রেস রিলিজ রাইটিং
- লিগ্যাল রাইটিং
৪. ভিডিও ও অ্যানিমেশন
- ইন্ট্রোস ও অ্যানিমেটেড লোগো
- এডিটিং ও পোস্ট প্রোডাকশন
- হোয়াইট বোর্ড ও অ্যানিমেটেড এক্সপ্লেইনার্স
- প্রমোশনাল ভিডিও
- শর্ট ভিডিও অ্যাডস্
- লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার
- লিরিক ও মিউজিক ভিডিও
- স্পোক পারসন ভিডিও
- অ্যানিমেটেড ক্যারেক্টার্স এন্ড মডেলিং
৫. মিউজিক ও অডিও
- ভয়েস ওভার
- সাউন্ড ইফেক্ট
- সিঙ্গার-সং রাইটার
- প্রডিউসার ও কম্পোজার
- সেশন মিউজিশিয়ান ও সিঙ্গার
- মিক্সিং ও মাস্টারিং
- জিঙ্গেল ও ড্রপস্
৬. প্রোগ্রামিং ও টেকনোলোজি
- ওয়েব প্রোগ্রামিং
- ওয়ার্ডপ্রেস
- ওয়েবসাইট বিল্ডার ও সিওমএস
- মোবাইল অ্যাপস্ ও ওয়েব
- ডাটা অ্যানালাইসিস ও রিপোর্ট
- ই-কমার্স
- ডেস্কটপ অ্যাপ্লিকেশন
- সাপোর্ট ও আইটি
- কনভার্ট ফাইলস্
- চ্যাটবটস্
৭. বিজনেস
- বিজনেস প্ল্যান
- মার্কেট রিসার্চ
- ব্র্যান্ডিং সার্ভিস
- ভার্সুয়াল অ্যাসিন্ট্যান্ট
- লিগ্যাল কনসাল্টিং
- বিজনেস টিপস্
- ফ্লায়ার ডিস্ট্রিবিউশন
- ফিন্যানশিয়াল কনসাল্টিং
- ক্যারিয়ার অ্যাডভাইস
- প্রেজেন্টেশন
৮. ফান ও লাইফস্টাইল
- রিলেশনশিপ অ্যাডভাইস
- অনলাইন লেসনস্
- অ্যাসট্রোলোজি ও রিডিং
- আর্টস্ ও ক্র্যাপ্টস্
- কালেক্টিবলস্
- হেলথ্, নিউট্রিশন ও ফিটনেস
- গ্রিটিং কার্ড ও ভিডিও
- ভাইরাল ভিডিও
- গ্লোবাল কালচার
- স্পিরিচুয়াল ও হিলিং
- গেমিং
- ফ্যামিলি ও জিনিওলোজি
- প্র্যাংকস্ ও স্ট্যান্স
- সেলিব্রেটি ইম্পার্সোনেটর
ফাইভারে আপনার জন্য যে-সব কাজের সুযোগ রয়েছে, আশা করি সেগুলো সম্পর্কে বিস্তর ধারণা পেয়েছেন। আর নিশ্চয়ই তালিকাটি দেখে আপনি অবাক হয়েছেন এই ভেবে যে এখানকার অনেক কাজই আপনি করতে পারবেন। সুতরাং, ফাইভারে ফ্রি-ল্যান্সিং কাজ করার জন্য আজই মানসিক প্রস্তুতি নিয়ে নিন এবং ফাইভারে একটি অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করুন।
Abduk Alim says
আসসালামু আলাইকুম ভাই ,আমিতো ডাটা এন্ট্রির কিছু দেখলাম না ত্রির,
কারন আমি ডাটা এন্ট্রির কাজ করতে চাই
টি আই অন্তর says
ভাই, আপনি ফাইভারে অ্যাকাউন্ট খুলুন, প্রোপাইলে ডাটা জব করার আগ্রহের কথা উল্লেখ করুন। যাদের দরকার, তারাই আপনার সঙ্গে যোগাযোগ করবে। এই লিংকে গিয়ে দেখুন কিভাবে ডাটা এন্ট্রির জবের জন্য পোস্ট দিতে হয়, এটা উদাহরণ।
Bijaya Debnath das says
I’m a Copy paste worker, captcha typing job that I can work from home, interested in doing.
জেসিকা জেসমিন says
Hello Bijaya Debnath, thanks for your interest in copy paste job like captcha typing. You can do it by creating accounts in all online market place like Upwork, Freelancer, etc.