আমরা যারা ফটোশপে নিয়মিত বিভিন্ন ডিজাইনের কাজ করি তারা সহজেই বুঝবেন একটা ডিজাইনে ফন্টের গুরুত্ব কতখানি। তাই ফটোশপে নতুন ফন্ট যোগ করার উপায় জানাটা দরকার। ফটোশপে বাই ডিফল্ট যে ফন্টগুলো আমরা পাই, ক্রিয়েটিভ একটা ডিজাইনের জন্য সেগুলো আসলে কখনোই যথেষ্ট না।
তাই, আমাদের চাই নতুন নতুন স্টাইলিশ সব ফন্ট। ধরুন, পেয়েও গেলেন কিন্তু তা ফটোশপে যোগ করবেন কিভাবে? ফটোশপে নতুন নতুন ফন্ট যোগ করবার উপায় নিয়েই আজ বলতে এসেছি। কম্পিউটারে যদি ফটোশপ না থাকে, তবে ফটোশপের কাজ করুন অনলাইনে, খুব সহজে। এরপর জেনে নতুন ফন্ট পাবেন কোথায়।
কোথায় পাবেন নতুন ফন্ট
ইন্টারনেটের এই বিশাল দুনিয়ায় পাওয়া যায় না, এমন কিছুই নেই। আবার এই বিশাল ভান্ডার থেকে খুঁজে নেয়াটাও কিছুটা মুশকিল। খুঁজে পেলেই অর্ধেক কাজ শেষ। ইংরেজি ফন্টের জন্য বেশকিছু নির্ভরযোগ্য সাইট আছে। আছে বাংলার জন্যও। চলুন দেখে নেয়া যাক…
ইংরেজি ফন্টের জন্য-
বাংলা ফন্টের জন্য-
ফটোশপে নতুন ফন্ট যোগ করার উপায়
ফন্ট তো খুঁজে পেলেন। এবার আসি মূল প্রসঙ্গে, যোগ করবেন কিভাবে। খুব সহজ। মাত্র ৪ টি সহজ ধাপে ফটোশপে নতুন নতুন ফন্ট যোগ করতে পারবেন।
- ফন্ট ডাউনলোড করুন
- ডাউনলোড করা ফন্ট ফাইল খুঁজে বের করুন
- ফন্টফাইল ইন্সটল করুন
- ফটোশপে গিয়ে ফন্টে ক্লিক করুন
ব্যস। কাজ শেষ। ফটোশপে যে কোন নতুন ফন্ট যোগ করা এখন আপনার জন্য এক তুড়ির ব্যাপার।
লিপিপত্র says
লিপিপত্রেও (lipipotro) অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে যেগুলো ফটোশপে কাজ করার সময় ব্যবহার করলে ডিজাইন আরো সুন্দর হবে।