আপনার চাহিদা পূরণের জন্য প্লে স্টোরে অসংখ্য ফ্রি অ্যাপ রয়েছে। তবে ফ্রি অ্যাপ দিয়ে আপনার চাহিদা পূরণ হলেও অধিকাংশ অ্যাপে অ্যাড তথা বিজ্ঞাপন প্রদর্শন করে। এসব বিজ্ঞাপন মোবাইলের ডাটার খরচ বৃদ্ধি করে এবং বিরক্তি সৃষ্টি করে। আবার অনেক সময় ফ্রি অ্যাপগুলোতে কাঙ্ক্ষিত সুবিধাও পাওয়া যায় না।
পেইড অ্যাপগুলোতে অবশ্য এ ধরণের ঝামেলা থাকে না। অনেকের পেইড অ্যাপ ব্যবহারের ইচ্ছা থাকা সত্ত্বেও নগদ অর্থ খরচ করে পেইড অ্যাপ ক্রয়ের সামর্থ্য রাখেন না। তাদের ইচ্ছাকে কিছুটা পূরণের জন্য এই আর্টিকেল। যদিও আপনি শত ভাগ ইচ্ছা পূরণ করতে পারবেন না, তবে ভাগ্য ভালো হলে শতভাগ হয়ে যেতে পারে।
এর আগে কম্পিউটারের জন্যে পেইড সফটওয়্যার ডাউনলোডের ৫টি ওয়েবসাইট সম্পর্কে আমরা জেনেছিলাম। এবার আসুন, জানা যাক প্লে স্টোরের পেইড অ্যাপগুলো কিভাবে সরাসরি প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়।
প্লে স্টোরের পেইড অ্যাপ ফ্রিতে ডাউনলোড
১. AppSales
প্লে স্টোরে খুব জনপ্রিয় একটি অ্যাপ অ্যাপসেলস্। অ্যাপটির ইউজার ইন্টারফেস বেশ আকর্ষণীয়। এই অ্যাপটি আপনাকে প্রতিদিন ফ্রি অ্যাপ ডাউনলোডের সুবিধা দিবে। অর্থাৎ প্লে স্টোরে যে-সব পেইড অ্যাপ ফ্রি ডাউনলোডের অফার দিচ্ছে তার খবর জানাবে। এছাড়া ভাউচার প্রদান এবং ডিসকাউন্টের অ্যাপও দেখাবে।
অ্যাপটিতে আপনি গেম বা অ্যাপ সার্চ দিতে পারবেন। সার্চ ফিল্টার করার সুবিধাও আছে এটাতে। নতুন অ্যাপের নোটিফিকেশন এবং উইশ লিস্টের সুবিধা রয়েছে অ্যাপটিতে।
২. PlayStoreSales
এটা একটি ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইট থেকে অফার দেখে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট হওয়াতে অযথা আপনার ফোনের স্টোরেজ নষ্ট হবে না। আর ওয়েবসাইটি ব্যবহার করাও বেশ সহজ।
৩. AppsFree
প্লে স্টোরে সীমিত সময়ের জন্য ফ্রি অ্যাপস, গেম খুঁজে বের করা এবং ডাউনলোড করার জন্য একটি সহজ উপায় হল AppsFree।
শুধুমাত্র সীমিত সময়ের জন্য দেয়া ফ্রি অ্যাপগুলো তালিকাভুক্ত করে AppsFree আর ফ্রি অ্যাপগুলোর তালিকা নিয়মিত আপডেট করা হয়। আপডেট অ্যাপের নোটিফিকেশন চাইলে চালু রাখতে পারবেন।
উন্নত মানের ফিল্টার অপশন এবং কি ওয়ার্ড ফিল্টার সুবিধা রয়েছে। এছাড়া আপনার চোখ ভাল রাখতে আছে নাইট মুড সুবিধা।
৪. Paid Apps Gone Free
এই অ্যাপটিও আপনাকে ফ্রি অ্যাপ বা গেমের খবর জানাবে। এর ডিজাইন খুব সাধারণ, তাই আপনাকে অ্যাপটি ব্যবহারে খুব বেশী ঝামেলা পোহাতে হবে না।
যেহেতু এটা বেটা ভার্সনে আছে তাই এটাতে আপনি খুব বেশী সুবিধা পাবেন না।
যদিও উপরে উল্লেখিত পদ্ধতিতে আপনি আপনার পছন্দের পেইড অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে পারবেন না। তবে বৈধভাবে আপনি যা পাচ্ছেন, সেটাও খুব একটা মন্দ নয়।
dipu says
ভালো লাগলো। hoicoibangla কে অনেক ধন্যবাদ যে, ভালো ভালো পোষ্ট আপনারা শেয়ার করে থাকেন।
ওমর ফারুক says
আপনাকেও ধন্যবাদ ভাই। আশা করি হৈচৈ বাংলার সাথে থাকবেন।