একটি কম্পিউটারের প্রধান অংশ হল প্রসেসর। প্রসেসরের উপর একটি কম্পিউটারের পারফমেন্স নির্ভর করে। তাই, প্রসেসর বাছাই করা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি প্রসেসর সম্পর্কে ভাল ধারণা না থাকে, তাহলে এই আটিকেলটি প্রসেসরের দাম ও পরিচিতি জানতে আপনাকে অনেক সাহায্য করবে।
প্রসেসর কেনার আগে আপনাকে প্রথমেই আপনার বাজেট ঠিক করতে হবে। একটি নির্দিষ্ট বাজেট ঠিক করলে, আপনি নিজেই বুঝতে পারবেন কোন প্রসেসরটি আপনার জন্য ভাল হবে। আর, আপনার নির্দিষ্ট বাজেটে সবথেকে ভাল প্রসেসরটি বাছাই করতে আমাদের আজকের প্রসেসরের দাম ও পরিচিতি দেখুন। আপনি যদি মনে করেন প্রসেসরের সাথে ভাল একটি গ্রাফিক্স কার্ড কিনবেন, তাহলে আমাদের গ্রাফিক্স কার্ড বায়িং গাইড দেখে আসতে পারেন।
আজ আমরা প্রসেসরগুলোকে বাংলাদেশের দাম অনুযায়ী বিভিন্ন বাজেট রেঞ্জে ভাগ করেছি। তবে, সময় অনুযায়ী প্রসেসরের দাম পরিবর্তণ হতে পারে। আপনি আপনার বাজেট অনুযায়ী প্রসেসরটি বাছাই করে নিন। আর, ভেবে দেখুন কোন প্রসেসরটি আপনার কাজের জন্য পারফেক্ট।
প্রসেসরের দাম ও পরিচিতি
বাজেট রেঞ্জ: ১ থেকে ৫ হাজার টাকা
Intel Pentium Gold G5400:
- কোরস: 2
- থ্রেডস: 4
- বেজ ফ্রিকুয়েন্সি: 3.70 GHz
- ক্যাশ মেমোরি: 4MB
- টিডিপি: 58 W
- জিপিইউ: Intel® UHD Graphics 610
- দাম: 5,500 – 5,800 BDT
এই বাজেট রেঞ্জে এটিই হল সব থেকে ভাল এবং পাওয়ারফুল প্রসেসর। এতে ইনবিল্ড Intel® UHD Graphics 610 গ্রাফিক্স থাকছে। তাই, এনট্রি লেভেলের ইউজারদের জন্য এটিই বেস্ট। এই প্রসেসরে আপনি ছোট কোন গ্রাফিক্সের কাজ করা থেকে শুরু করে লো গ্রাফিক্সের গেমও খেলতে পারবেন।
বাজেট রেঞ্জ: ৫ থেকে ১০ হাজার টাকা
ইনবিল্ড গ্রাফিক্স কার্ডসহ:
AMD Ryzen 3 3200G:
- কোরস: 4
- থ্রেডস: 4
- বেজ ফ্রিকুয়েন্সি: 3.6GHz up to 4.0GHz
- ক্যাশ মেমোরি: 2MB, 4MB
- টিডিপি: 65W
- জিপিইউ: Radeon RX Vega 8 Graphics
- দাম: 8,500 – 8,900 BDT
আপনি যদি মনে করেন আলাদা করে কিনে গ্রাফিক্স কার্ড লাগাবেন না, তাহলে এই রেঞ্জে AMD Ryzen 3 3200G সেরা।
ইনবিল্ড গ্রাফিক্স কার্ড ছাড়া:
Intel 9th Gen Core i3 9100F:
- কোরস: 4
- থ্রেডস: 4
- বেজ ফ্রিকুয়েন্সি: 3.6 GHz up to 4.2GHz
- ক্যাশ মেমোরি: 6MB
- টিডিপি: 65 W
- দাম: 8,000 – 8,500 BDT
এই রেঞ্জে যদি আপনি এক্সর্টানাল গ্রাফিক্স কার্ড লাগাতে চান তাহলে, কোন কিছু না ভেবে Core i3 9100F নিয়ে নিন।
বাজেট রেঞ্জ: ১০ থেকে ১৫ হাজার টাকা
ইনবিল্ড গ্রাফিক্স কার্ডসহ:
AMD Ryzen 5 3400G:
- কোরস: 4
- থ্রেডস: 8
- বেজ ফ্রিকুয়েন্সি: 3.7GHz up to 4.2GHz
- ক্যাশ মেমোরি: 2MB, 4MB
- টিডিপি: 65W
- জিপিইউ: Radeon RX Vega 11 Graphics
- দাম: 13,000 – 13,500 BDT
আপনি যদি মনে করেন প্রসেসর + গ্রাফিক্স কার্ড মিলে আপনার বাজেট ১৩-১৫ হাজার টাকা, তাহলে Ryzen 5 3400G এর উপরে কোন প্রসেসর বা গ্রাফিক্স কার্ড যেতে পারবেন না। এতে ব্যবহার করা RX Vega 11 গ্রাফিক্স কার্ডটি অন্য যে কোন সাধারণ গ্রাফিক্স কার্ড থেকে অনেক বেশি শক্তিশালী।
ইনবিল্ড গ্রাফিক্স কার্ড ছাড়া:
Intel 9th Gen Core i5 9400F:
- কোরস: 6
- থ্রেডস: 6
- বেজ ফ্রিকুয়েন্সি: 2.9 GHz up to 4.1GHz
- ক্যাশ মেমোরি: 9MB
- টিডিপি: 65 W
- দাম: 13,000 – 13,500 BDT
এখানেও একই কথা বলব, এক্সর্টানাল গ্রাফিক্স কার্ড লাগালে এই প্রসেসরটি নিন। যদি একটি ভাল গ্রাফিক্স কার্ড এই প্রসেসরে লাগান, তাহলে এটি একটি মিডরেঞ্জ বিস্ট কম্পিউটার হবে। তাই, অন্য কিছু না ভেবে এই প্রসেসরটি নিয়ে নিন।
বাজেট রেঞ্জ: ১৫ থেকে ২০ হাজার টাকা
ইনবিল্ড গ্রাফিক্স কার্ডসহ:
Intel 9th Gen Core i5-9400:
- কোরস: 6
- থ্রেডস: 6
- বেজ ফ্রিকুয়েন্সি: 2.9GHz up to 4.1GHz
- ক্যাশ মেমোরি: 9 MB SmartCache
- টিডিপি: 65W
- জিপিইউ: Intel UHD Graphics 630
- দাম: 16,000 – 16,500 BDT
এই বাজেটে গ্রাফিক্স কার্ডসহ সবচেয়ে ভাল প্রসেসর হল Core i5-9400। তবে, আপনার বাজেট যদি আরও ৪ হাজার টাকা বাড়াতে পারেন, তাহলে Core i5-9600K নিতে পারেন।
ইনবিল্ড গ্রাফিক্স কার্ড ছাড়া:
AMD Ryzen 5 3600:
- কোরস: 6
- থ্রেডস: 12
- বেজ ফ্রিকুয়েন্সি: 3.6 GHz up to 4.2GHz
- ক্যাশ মেমোরি: 6MB, 32MB
- টিডিপি: 65 W
- দাম: 16,500 – 17,000 BDT
যারা এত দাম দিয়ে প্রসেসর কিনবেন, তারা অবশ্যই আলাদা করে গ্রাফিক্স কার্ড কিনবেন। তাই, এই বাজেটে বেস্ট প্রসেসর হল Ryzen 5 3600। এটি ইন্টেলের Core i5-9400 প্রসেসর থেকে অনেক অনেক পাওয়ারফুল। তবে, যদি আরও ৩ হাজার ৯৯৯ টাকা বেশি খরচ করেন, তাহলে Ryzen 5 3600X প্রসেসরটি নিতে পারেন। Ryzen 5 3600 থেকে এটি অনেক পাওয়ারফুল।
বাজেট রেঞ্জ: ২০ থেকে ৩০ হাজার টাকা
1.Intel 9th Gen Core i7-9700F:
- কোরস: 8
- থ্রেডস: 8
- বেজ ফ্রিকুয়েন্সি: 3.0 GHz up to 4.7GHz
- ক্যাশ মেমোরি: 12 MB SmartCache
- টিডিপি: 65 W
- দাম: 28,000 – 28,500 BDT
2.AMD Ryzen 7 3700X:
- কোরস: 8
- থ্রেডস: 16
- বেজ ফ্রিকুয়েন্সি: 3.6GHz up to 4.4GHz
- ক্যাশ মেমোরি: 4MB, 32MB
- টিডিপি: 65W
- দাম: 28,500 – 29,000 BDT
এই রেঞ্জে আমার পছন্দ হল, Ryzen 7 3700X। কারণ, এই প্রসেসরটি সবদিক থেকে সেরা। ইন্টেল গেমিং এর দিক থেকে সবার আগে থাকবে। এক্ষেত্রেও বেতিক্রম নই। আপনি যদি শুধু গেমিং এর জন্য কম্পিউটার বানান, তাহলে ইন্টেল নিতে পারেন। কিন্তু, প্রোডাক্টিভ কাজ যেমন, ভিডিও ইডিটিং, 3D এর কাজ- এগুলোর জন্য Ryzen 7 3700X বেস্ট। তবে, আপনি যদি ৫ হাজার বাজেট আপ করতে পারেন, তাহলে আমার সাজেশন থাকবে Ryzen 7 3800X অথবা Core i7-9700KF।
বাজেট রেঞ্জ: ৩০ থেকে ৫০ হাজার টাকা
1.Intel 9th Gen Core i9-9900K:
- কোরস: 8
- থ্রেডস: 16
- বেজ ফ্রিকুয়েন্সি: 3.6 GHz up to 5.0GHz
- ক্যাশ মেমোরি: 16 MB SmartCache
- টিডিপি: 95 W
- দাম: 44,000 – 44,500 BDT
2.AMD Ryzen 9 3900X:
- কোরস: 12
- থ্রেডস: 24
- বেজ ফ্রিকুয়েন্সি: 3.8GHz up to 4.6GHz
- ক্যাশ মেমোরি: 6MB, 64MB
- টিডিপি: 105W
- দাম: 44,000 – 45,000 BDT
এই রেঞ্জে আমি কোন মতামত দিব না। আপনি যেটা ভাল মনে করেন সেটিই নিতে পারেন। কারণ দুটি প্রসেসরই প্রায় সমান পারফমেন্স করে। দুইটি প্রসেসরে বেঞ্জমার্ক দেখলে দেখা যাবে, ইন্টেল আবারও গেমিং এর দিক থেকে এগিয়ে আছে। কিন্তু, প্রফেশনাল প্রোডাক্টিভ কাজের দিক থেকে এএমডির ryzen 9 3900X ইন্টেলের core i9 9900K থেকে অনেক পিছিয়ে আছে।
তাই, এখন আপনাকে আপনার কাজ অনুযায়ী প্রসেসরটি বাছাই করতে হবে। আপনার মুখ্য কাজ যদি গেমিং হয়, তাহলে core i9 9900K নিন। আর যদি মনে করেন, আমি টুকটাক গেম খেলবো, কিন্তু আমার প্রধান কাজ হলো প্রোডাক্টিভ কাজ করা, তাহলে ryzen 9 3900X আপনার জন্যই।
বাজেট রেঞ্জ: ৫০ হাজার টাকা+
1.Intel Core i9-9900X X-series:
- কোরস: 10
- থ্রেডস: 20
- বেজ ফ্রিকুয়েন্সি: 3.5 GHz up to 4.4GHz
- ক্যাশ মেমোরি: 19.25 MB SmartCache
- টিডিপি: 165 W
- দাম: 80,000 – 83,000 BDT
2.AMD Ryzen Threadripper 2970WX:
- কোরস: 24
- থ্রেডস: 48
- বেজ ফ্রিকুয়েন্সি: 3.0GHz up to 4.2GHz
- ক্যাশ মেমোরি: 78.25MB
- টিডিপি: 250W
- দাম: 111,000 BDT
এছাড়া ৫০ হাজার+ বাজেটের আরও অনেক হাই-ডিমান্ডেবল প্রসেসর আছে। কিন্তু সেগুলো বর্তমান বাংলাদেশের বাজারে নেই। তাই সেগুলো আমাদের প্রসেসর বায়িং গাইডে যোগ করা হয় নি। এমন আর কিছু প্রসেসর হল-
- Ryzen 9 3950X (কোরস: 16 & থ্রেডস: 32)
- Ryzen Threadripper 2990WX (কোরস: 32 & থ্রেডস: 64)
- Intel Core i9-9980XE Extreme Edition (কোরস: 18 & থ্রেডস: 36)
- Intel Core i9-10980XE Extreme Edition (কোরস: 18 & থ্রেডস: 36)
এত বাজেটের প্রসেসর যারা কিনবে তাদের অবশ্যই এই প্রসেসরকে নিয়ে কোন অভিযোগ থাকার কথা না। যারা ১ লাখের উপরে প্রসেসর কিনবে, তাদের প্রধান চাহিদা থাকবে সব থেকে বেশি পারফমেন্সের প্রসেসর কেনা। সেক্ষেত্রে আপনি Ryzen Threadripper 2990WX বা Intel Core i9-10980XE Extreme Edition বাইরে থেকে কিনে আনতে পারেন।
সবশেষে বলা যায়, আপনি কি ধরণের কাজ করবেন আর আপনার বাজেট কত, সেটার উপর আপনার প্রসেসর নির্ভর করে। আশা করি, আপনি আপনার জন্য কোন প্রসেসরটি খুঁজছিলেন সেটি পেয়ে গেছেন। তাহলে আজ প্রসেসরের দাম ও পরিচিতি সম্পর্কে আর্টিকেলটি এই পর্যন্তই। অন্য কোন এক আর্টিকেলে অন্যকোন এক বায়িং গাইড নিয়ে আসবো আপনাদের জন্য। ততক্ষণ আমাদের হৈচৈ বাংলার সাথেই থাকুন।
Leave a Reply