প্রশ্ন করে আয় কথাটি হয়তো অনেকের কাছে নতুন। ছোটবেলা থেকে আমাদের মনে নানা ধরনের প্রশ্ন ঘুরাফেরা করে। যদি এ-সব প্রশ্ন করে আয় করা যায়, তাহলে তো ভালই হয়। প্রশ্ন করে যেমন আপনি আয় করতে পারবেন, তেমনি আপনার জ্ঞানও বৃদ্ধি পাবে।
তবে, আজকে আপনাদের সাথে যে ওয়েবসাইট শেয়ার করতে চলেছি, সেখানে উত্তর দিয়েও আয় করতে পারবেন। বাংলা ভাষায় যে ১০টি প্রশ্ন-উত্তর ওয়েবসাইট রয়েছে, তার মাঝে এই সাইটটি নেই। কারণ, উল্লেখিত ওয়েবসাইটগুলো থেকে আয় করার উপায় নেই। কিন্তু যে সাইটটি নিয়ে এই লেখা, সেই সাইট থেকে আয় করার উপায় আছে।
এ ওয়েবসাইটে প্রায় সব ক্যাটাগরির প্রশ্ন থাকে। আপনি যদি কোন বিষয়ে দক্ষ হয়ে থাকেন, তাহলে অন্যের করা প্রশ্নের উত্তর দিয়ে তাদের সাহায্য করার পাশাপাশি আয়ও করতে পারবেন।
এ ওয়েবসাইট থেকে প্রশ্ন করে ও উত্তর দিয়ে আয়ের পাশাপাশি আপনার জ্ঞানের পরিধিও পাবে। ওয়েবসাইট থেকে আপনি খুব বেশি পরিমাণ আয় করতে পারবেন না। তবে, আয়ের পরিমাণ খুব কমও না। তাহলে, চলুন জেনে নিন কিভাবে আপনি প্রশ্ন করে ও উত্তর দিয়ে আয় করতে পারবেন।
কিভাবে প্রশ্ন করে আয় করবেন
- প্রথমে আপনাকে BDHELP24 ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- রেজিস্ট্রেশন হয়ে গেলে BDHELP24 ওয়েবসাইটে লগ-ইন করতে হবে।
- ওয়েবসাইটে লগ-ইন করলে প্রশ্ন করার অপশন দেখতে পাবেন। সেখান থেকে প্রশ্ন করে আয় হবে।
- ওয়েবসাইটের হোম পেজে অনেক প্রশ্ন দেখতে পাবেন, সেই প্রশ্নের উত্তর দিয়েও আয় করতে পারবেন।
ওয়েবসাইট থেকে যে সকল পদ্ধতির মাধ্যমে আয় করতে পারবেন
- প্রশ্ন করে।
- উত্তর দিয়ে।
- রেফার করে।
তাছাড়া, আপনি যদি প্রতিমাসে সর্বোচ্চ পয়েন্ট আয় করতে পারেন, তাহলে ওয়েবসাইট থেকে আপনাকে ১ হাজার টাকা পুরুস্কার দেওয়া হবে।
কি পরিমাণ অর্থ আয় করতে পারবেন?
- প্রতি প্রশ্নে ১ পয়েন্ট করে পাবেন (প্রতি ১০০ পয়েন্টে ১০ টাকা)।
- প্রশ্নের উত্তর দিলে ১০ পয়েন্ট।
- কাউকে রেফার করলে তার আয়ের ১০% পাবেন। অর্থাৎ, আপনি যাকে রেফার করেছেন সে যদি ১০০ টাকা আয় করে তাহলে আপনি ১০ টাকা পাবেন।
কিভাবে পয়েন্টকে টাকা করবেন
ওয়েবসাইটে আপনার প্রোফাইলে আপনি কনভার্ট অপশন দেখতে পাবেন। সেখানে যে পরিমাণ পয়েন্ট কনভার্ট করতে চান, তা উল্লেখ্য করে কনভার্ট চাপলেই আপনার পয়েন্ট টাকায় কনভার্ট হয়ে যাবে।
BDHELP24 কোথা থেকে আপনাকে টাকা দিবে?
ওয়েবসাইট গুগল অ্যাড-সেন্স থেকে যে টাকা পায়, সেখান থেকে আপনাকে টাকা দিবে।
কিভাবে টাকা তুলবেন?
আপনার অ্যাকাউন্টে ১০০ পয়েন্ট হলেই আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন। তবে, বিকাশে পেমেন্ট নিতে হলে আপনার অ্যাকাউন্টে ৫০ টাকা থাকতে হবে।
আজকের ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হলো এখানে আপনি আপনার প্রশ্নের উত্তরের পাশাপাশি আয় করতে পারছেন। তাছাড়া অন্যের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সহযোগিতা করতে পারছেন। এতে আপনার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে যা আপনি অর্থের বিনিময়ে কিনতে পারবেন না।
ওয়েবসাইটটি নতুন। তাই ওয়েবসাইটের ডেভলপার ওয়েবসাইটে অনেক কিছু যুক্ত করছে। ওয়েবসাইটের উন্নয়নের জন্য অনেক কিছু পরিবর্তণ করা হচ্ছে। তাই, যে সকল তথ্য শেয়ার করা হয়েছে তার কিছু পরিবর্তণ হতে পারে।
শেষ কথা
আশা করি, যে ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করলাম তা অনেক কাজে আসবে। আপনার অজানা প্রশ্নের উত্তর জানার পাশাপাশি অন্যের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সাহায্য করে আয় করতে পারবেন। কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন। প্রশ্ন করে আয় এই ট্রিকসটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
sabbir says
ভাই, আমি যখন লগ-ইন করবো, তখন ইউজার নেম এর জায়গায় কোন নামটা দেবো? আর পাসওয়ার্ড দেয়ার পর কোথায় ক্লিক করবো?
মোহাম্মদ রাশেদ আলী says
এই ওয়েবসাইটির পেমেন্ট এতদিন ধরে বন্ধ ছিল। এখন এটি চালু করা হয়েছে। আপনারা এখন এখান থেকে প্রশ্ন করে আয় করতে পারবেন।
জুবায়ের says
পয়েন্ট দেখবো কিভাবে?
Md Razu Ahmed says
প্রশ্ন করেও যে আয় করা যায় তা জেনে খুব ভাল লাগলো। যারা এতদিন বিভিন্ন প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে প্রশ্ন করছেন কিংবা উত্তর দিচ্ছেন এবং বিনিময়ে কিছুই পাচ্ছেন না, তাদের জন্যে এটি একটি দারুণ সুখবর।
asif says
ফালতু পোস্ট, ওই সাইটে প্রতি প্রশ্নের জন্য ০.১ পয়েন্ট ও উত্তরের জন্য ০.৩০ পয়েন্ট দেয়।