বর্তমানে ডাটা স্টোর কিংবা আদান প্রদানের জন্য পেন ড্রাইভ হল গুরুত্বপূর্ণ মাধ্যম। OTG অ্যাডাপ্টারের কারণে স্মার্টফোনেও পেন ড্রাইভ ব্যবহার করা যাচ্ছে। তাই স্টোরেজ বাঁচাতে এবং ফাইল আদান প্রদান করতে পেন ড্রাইভের ব্যবহার আগের থেকে অনেক বেশী বৃদ্ধি পেয়েছে।
পেন ড্রাইভ সাইজে ছোট হলেও এটা অনেক কাজে ব্যবহৃত হয়। অধিকাংশ মানুষ তার গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ ডাটা বা ফাইল পেন ড্রাইভে রাখে। এসব সেনসিটিভ ফাইল কোন খারাপ ব্যক্তির হাতে বা পেন ড্রাইভ হারিয়ে গেলে আপনার ফাইল বা ডাটার অপব্যবহার এবং আপনার বিশাল ক্ষতি হতে পারে।
তাই পেন ড্রাইভ লক করা তথা পাসওয়ার্ড সেট করা অনেক জরুরি।
অনলাইনে পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করার অনেক সফটওয়্যার রয়েছে। এছাড়া উইন্ডোজ ডিফল্টভাবে পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করার সুবিধা দিয়ে থাকে। আজকে আমি ২টি পদ্ধতিই দেখাব।পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট

সফটওয়্যার ছাড়া পাসওয়ার্ড সেট
উইন্ডোজ বিট লকের মাধ্যমে এই সুবিধা দিয়ে থাকে। এর জন্য আপনাকে থার্ড পার্টির কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না। পদ্ধতিও বেশ সহজ, আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না। আর আমি সম্পূর্ণ পদ্ধতি স্ক্রিনশটের মাধ্যমে দেখাব। পদ্ধতি: প্রথমত আপনার পেন ড্রাইভ পিসিতে কানেক্ট করুন। এবার Windows Explore (শর্টকাট: Windows Key + E) এ যান। আপনার পেন ড্রাইভের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করুন।

সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড সেট
অনলাইনে অনেক সফটওয়্যার রয়েছে পেন ড্রাইভে পাসওয়ার্ড দেয়ার জন্য। এর মধ্যে কিছু আছে পেইড কিছু ফ্রি সফটওয়্যার। আমি এখানে ফ্রি সফটওয়্যারগুলোর একটা তালিকা দিচ্ছি।- Rohos Disk Encryption
- USB Flash Security
- USB Safeguard
- DiskCryptor
- StorageCrypt
- Gili USB Stick Encryption
- SafeHouse Explorer


otg পেন ড্রাইভ লক করাব কিভাবে?
OTG পেনড্রাইভ কি, আপনি ফোন দিয়ে লক করতে চাচ্ছেন?
জি, আমি আমার পেনড্রাইভে কিভাবে মোবাইল দিয়ে পিন সেট করব। তার সব তথ্য বলেন।
জিজ্ঞাশার জন্যে ধন্যবাদ, আয়ন ভাই। আমারও আপনার কাছে একটি জিজ্ঞাশা আছে। আপনি কি মোবাইলে পেন ড্রাইভ প্রবেশ করাতে পারেন, যেভাবে কম্পিউটারে প্রবেশ করাতে পারেন?
পেনড্রাইভ লক করতে চাচ্ছি, এ পেনড্রাইব অন্য কম্পিটার বা যে কোন ডিভাইসে লাগানোের পর জেনো পাসওয়ার্ড চাই, এমন কোন সিষ্টেম থাকলে জানান, খুব দরকার আমার।
জ্বি ভাই। ফোন দিয়ে করার নিয়ম বললে উপকৃত হবো।
অন্য একটা সমস্যা নিয়েও আলাপ করতে চাই।
০১৮১৪৭১৭৫১৬