জানেন কি পৃথিবীর প্রথম ওয়েবসাইট কোনটি? দেখতে সেটি কেমন? চোখ ধাঁধানো সুন্দর?
হুম, ইন্টারনেটের প্রথম ওয়েবসাইটটি দেখে আপনার হয়তো হাসি পেয়ে যাবে। বিশ্বাস করতে কষ্ট হবে যে এটি একটি ওয়েবসাইট।
বর্তমানে ইন্টারনেটে ছড়িয়ে আছে ২০০ কোটি ওয়েবসাইট। তবে, সেগুলোর মাঝে অ্যাক্টিভ আছে ৪০ কোটির মতো।
কিন্তু আপনি যদি জাস্ট ২০ বছর আগে যান, দেখবেন যে এখনকার ২০% ওয়েবসাইটও ছিল না তখন। গত দুই দশকে সবচেয়ে বেশি ওয়েবসাইট তৈরি হয়েছে এবং প্রতিদিনই ওয়েবসাইটের সংখ্যা বাড়ছে। প্রতি মিনিটে ৩৮৩টি নতুন ওয়েবসাইট লাইভ হয় বলে জানা গিয়েছে বিভিন্ন জরিপের তথ্য থেকে।
কিন্তু ১৯৯১ সালের ৬ই আগষ্ট যখন পৃথিবীর প্রথম ওয়েবপেজটি লাইভ হয়, তখনো কেউ ধারণা করতে পারেনি যে, একদিন এই পরিমাণ ওয়েবসাইট তৈরি হবে। বর্তমানে ইন্টারনেটের বয়স কত হলো তা যদি জানেন, তবে অবাক হবেন এই ভেবে যে এত অল্প সময়ে এত বেশি পরিমাণ ওয়েবসাইট লাইভ হয়েছে।
বৃটিশ বিজ্ঞানী Tim Berners-Lee এর তৈরি প্রথম ওয়েবপেজটি ডেডিকেট করা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW প্রজেক্টকে। পরবর্তীতে এটি ইউরোপিয়ান অর্গানাইজেশন ফল নিউক্লিয়ার রিসার্চ, সিইআরএন-কে উৎসর্গ করা হয়।
যাইহোক, পৃথিবীর প্রথম ওয়েবসাইটটি ভিজিট করতে ছবির নিচের নীল বাটনে ক্লিক করুন।
ভিজিট করে কি দেখলেন? একটা এইচটিএমএল পেজ যাতে না আছে কোনও ডিজাইন আর না আছে কোনও ফাংশনালিটি। বিশ্বাস করতে না চাইলেও এটিই ইন্টারনেটের প্রথম ওয়েবসাইট যাতে মূলত ওয়েবপেজে তৈরির আউটলাইন ও ব্যাখ্যা দেয়া হয়েছে কিছু হাইপার টেক্সট্ এর মাধ্যমে।
sabbir says
It’s really interesting to know the new things. For the first time, I just saw the world’s very first website.
Thank you for sharing the info of the first website in the web.
আব্দুল্লাহ আল মাসুদ says
পৃথিবীর প্রথম ওয়েবসাইটটি দেখে সত্যিই খুব ভালো লাগলো।