ফেসবুকে পুরনো স্টেটাস আপডেট খুঁজে পাওয়া সাধারণভাবে সহজ ছিল না। স্ক্রলিং করে নিচে যেতে যেতে এক সময় পুরনো আপডেট দেখা যেতো। কিন্তু কতটা স্ক্রলিং করা যায়! এক বছর কিংবা দুই বছর আগের কোন পোস্ট খুঁজতে হলে কত শতবার স্ক্রলিং করা লাগবে!
না, এতটা ধৈর্য্য রাখা কারো পক্ষেই সম্ভব নয়। ফেসবুক সেটা জানে বলেই ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে নিয়ে আসে গ্রাফ সার্চ নামে নতুন ফিচার। ফলে, যে কোনও পুরনো স্টেটাস এখন নিমিষেই খুঁজে পাওয়া যায় কয়েক সেকেন্ডের মধ্যে।
কিন্তু সার্চ করার প্রক্রিয়াটা জানা না থাকলে তো সেই আগের অবস্থাই থেকে যাবে! অর্থাৎ, স্ক্রলিং করে করে খুঁজতে থাকতে হবে। তাই, পুরনো হলেও আজ নতুন করে আপনাদের জানাতে চাই কিভাবে আপনার পুরনো কোনও স্টেটাস সহজেই খুঁজে পাবেন।
পুরনো স্টেটাস আপডেট খুঁজে পাওয়ার উপায়
উপায়টি একেবারেই সহজ। এতটাই সাধারণ যে আপনার কাছে মনে হতে পারে এটার উপর আবার টিউটোরিয়ালের দরকার আছে নাকি! আছে, কারো কারো জন্যে দরকার আছে। কারণ, সবাই তো আর আপনার মতো পুরনো বা এক্সপার্ট ইউজার না। তাই, ফেসবুকের নতুন ইউজারদের জন্যে পুরনো পোস্ট আপডেট খুঁজে নেয়ার উপায় নিচে আলোচনা করা হল।
তার আগে এক্সপার্টরা চাইলে এই ২৫টি ফেসবুক টিপস্ জেনে নিতে পারেন যেগুলো আপনাদেরকে করে তুলবে বুদ্ধিমান ও নিরাপদ। তবে, ফেসবুকে দেয়া কোন পুরনো স্টেটাস খুঁজে নেয়ার জন্যে খুব বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। সাধারণভাবে সার্চ করেই গ্রাফ সার্চের সহযোগীতায় সহজেই এই কাজটি করতে পারবেন। আসুন, প্রক্রিয়াটি জানি।
মোবাইল বা কম্পিউটার, যে ডিভাইস থেকেই ফেসবুকে লগইন করুন না কেন, বামপাশের একদম উপরে দেখবেন একটি সার্চ বক্স রয়েছে। বক্সের ভেতর হালকা রঙে Search শব্দটিও রয়েছে, নিচের ছবির মতো।
এই বক্সে আপনার পুরনো পোস্টের কি-ওয়ার্ড লিখে সার্চ দিন। আপনি যা যা লিখে সার্চ দিতে পারেন, তার কয়েকটি সম্ভাব্য শব্দমালা-
- ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আড্ডা
- রেস্টুরেন্টে তার সাথে একদিন
- কক্সবাজার সি বিচে আমরা বন্ধুরা
- আমার তৈরি করা প্রথম বার্থ ডে কেক
- কৌশিকের বার্থ ডেতে আমরা বন্ধুরা, ইত্যাদি
অর্থাৎ, আপনি যে পুরনো স্টেটাসটি খুঁজছেন, সেটির সম্ভাব্য ক্যাপশন লিখে সার্চ দিলেই স্টেটাসটি পেয়ে যাবেন। কারণ, ফেসবুকের গ্রাফ সার্চ এতই স্ট্রং একটি ফিচার যে আপনি যদি আপনার পুরনো স্টেটাসের আগের, পরের কিংবা মাঝখানের কোনও কথা লিখেও সার্চ দেন, তাতেও এই ইন্টেলিজেন্ট ফিচারটি আপনার কাংখিত ফলাফল খুঁজে বের করে দেবে।
এছাড়াও আপনি আরো যেসব লিখে সার্চ করতে পারেন-
- Posts I commented on – এটা লিখে সার্চ দিলে এ যাবৎ আপনি যেসব পোস্ট বা স্টেটাসে কমেন্ট করেছেন তার সবগুলো সার্চ করে এনে আপনার সামনে হাজির করা হবে।
- Posts by my friends from last month – এটি লিখে সার্চ দিলে গত মাসে আপনার টাইমলাইনে আপনার বন্ধুদের দেয়া পোস্টগুলো খুঁজে এনে একত্রে দেখিয়ে দেবে।
- My posts from last month কিংবা My posts from last year লিখে সার্চ দিতে পারেন। নির্দিষ্ট মাস কিংবা বছরের স্টেটাসগুলো খুঁজে পাবেন।
- Posts written at Cox’s Bazar Sea Beach – এটা লিখে সার্চ দিলে কক্সবাজারে থাকাকালীণ আপনি যতগুলো স্টেটাস আপডেট দিয়েছেন, তার সবগুলোই দেখতে পাবেন। একইভাবে Posts written at —- স্থানের নাম লিখে সার্চ দিলে ওই স্থানে থাকাকালীন দেয়া স্টেটাসগুলো দেখা যাবে।
আপনার ফেসবুক টাইমলাইনে দেয়া পুরনো স্টেটাস আপডেট খুঁজে পাওয়ার এ উপায়টি আপনি হয়তো আগে থেকেই জানতেন। তবে, কি লিখে সার্চ দেবেন বা কিভাবে কোন নির্দিষ্ট স্টেটাস খুঁজে পাবেন, এটা হয়তো আপনি জানতেন না। তাই, আশা করি এ লেখাটি আপনার ফেসবুক ব্যবহারে একটু হলেও উপকারে এসেছে, হ্যাপি ফেসবুকিং।
Firoj sk says
আমার অনেক পুরনো একটা স্টেটাস খুব দরকার ছিলো, অনেক খোঁজাখুজি করেও পাইনি; এই লেখাটি পড়ে খুব সহজেই খুঁজে পেলাম।