পিয়ানো বাজানো শিখতে চান? হতে চান একজন দূর্দান্ত কিবোর্ডিস্ট? তাহলে, পিয়ানো প্র্যাকটিসের বিকল্প নেই। আর সেই প্র্যাকটিসের জন্যে প্রয়োজন পিয়ানো শেখার অ্যাপস্ যেগুলো আপনাকে যখন তখন যেখানে সেখানে পিয়ানো শিখতে সাহায্য করবে।
ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন কিংবা যাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। অথবা, যে কোনও জরুরী কাজে রওনা দিতে হচ্ছে দেশের যে কোনও প্রান্তে। কিন্তু আপনার পিয়ানো প্র্যাকটিসের কি হবে! চাইলেও আপনি গাড়িতে পিয়ানো প্র্যাকটিস করতে পারবেন না।
গাড়িতে এত বড় পিয়ানো কোথায় সেট করবেন! কোথা থেকে বৈদ্যুতিক লাইন দেবেন! জার্নির সময় পিয়ানো বাজানো বা প্র্যাকটিস করা প্রায় অসম্ভব একটা কাজ। তাই বলে নিয়মিত প্র্যাকটিসটা বন্ধ করে দেবেন, পিছিয়ে পড়বেন!
কিছুতেই না।
কারণ, ফিজিক্যাল পিয়ানো ছাড়াও আপনি প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন, যেহেতু আপনার জন্যে ভার্সুয়াল পিয়ানো রয়েছে। আসুন, এ-রকম কিছু ভার্সুয়াল পিয়ানো বা কিবোর্ড শেখার অ্যাপের সঙ্গে পরিচিত হওয়া যাক।
পিয়ানো শেখার অ্যাপস্
আগের পোস্টে গিটার শেখার সেরা কিছু অ্যাপস্ যারা দেখেছেন, তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে মিউজিক শেখার জন্যে অ্যাপস্ কতোটা কার্যকরী। কিন্তু সবাই তো আর গিটার শেখায় আগ্রহী নন, অনেকেই আছেন যারা কিবোর্ড বা পিয়ানো শিখতে চান, তাদের জন্যেই কিবোর্ড শেখার অ্যাপস্ নিয়ে আমাদের আজকের পোস্ট।
১. Perfect Piano
পিয়ানো শেখার জন্যে যারা কোনও ইন্টেলিজেন্ট অ্যাপ খুঁজছেন, তাদের জন্যে Perfect Piano হতে সেরা পছন্দ। অসাধারণ এই মিউজিক্যাল অ্যাপটি শুধু মাত্র আপনাকে পিয়ানো শেখাবে এমন নয়, বরং একই সঙ্গে আপনার মিউজিকের মজা দেবে।
এক নজরে Perfect Piano এর ফিচারসমূহ-
- ৮৮ কী পিয়ানো কীবোর্ড।
- সিঙ্গেল, ডাবল, ডুয়েল প্লেয়ার এবং কর্ড মুড।
- MIDI এবং ACC অডিও রেকডিং সুবিধা।
- গ্র্যান্ড পিয়ানো, ব্রাইট পিয়ানো এবং মিউজিক বক্সসহ বিল্ট-ইন সাউন্ড ইফেক্ট।
- হাজারের অধিক জনপ্রিয় মিউজিক স্কোর।
- অটো প্লে, সেমি অটো প্লে এবং নোট পজ মুড।
- স্পিড ও ডিফিকাল্টি অ্যাডজাস্টমেন্ট।
২. Simply Piano by JoyTunes
পিয়ানো শেখার জন্যে সেরা অ্যাপ হিসেবে Simply Piano by JoyTunes বহু আগেই মিউজিক লাভারদের মনন কেড়েছে। রিয়েল লাইফ পিয়ানো বাজানোর মজা পেতে হলে আপনাকে এই অ্যাপটি ব্যবহার করতেই হবে যা নিয়মিত আপগ্রেড হচ্ছে।
এক নজরে Simply Piano by JoyTunes এর ফিচারসমূহ-
- অসংখ্য জনপ্রিয় গানের মিউজিক লাইব্রেরী।
- স্কিল লেভেল অনুযায়ী বিভিন্ন ধরণের পিয়ানো কোর্স।
- বেসিক থেকে অ্যাডভান্সড্ সহ অনেক কোর্স।
- দুই হাতে বাজানোর জন্যে প্লেয়িং শিট।
- দ্রুত শেখা ও স্কিল ডেভেলপমেন্টের জন্যে ইনস্ট্যান্ট ফিডব্যাক।
৩. Piano Free – Keyboard with Magic
প্রকৃত নাম আরো অনেক বড়। এটি মূলত একটি ইলেকট্রিক কিবোর্ড সিমুলেটর যা আপনার ভার্সুয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করবে। Piano Free – Keyboard with Magic অ্যাপ দিয়ে আপনি কর্ডস্ ও মিউজিক নোট শিখতে পারবেন।
এক নজরে Piano Free – Keyboard with Magic এর ফিচারসমূহ-
- সোশ্যাল মিডিয়ায় নিজের মিউজিক শেয়ার করার সুবিধা।
- ম্যাজিক টাইলস্ ও কী মিনি গেমস্।
- ৯টি ভিন্ন ভিন্ন পিয়ানো কিবোর্ড ও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট।
- জনপ্রিয় এবং ক্লাসিক পিয়ানো সং এর কালেকশন।
- এইচডি পিয়ানো।
৪. Piano Academy – Learn Piano
যারা একেবারেই নতুন করে পিয়ানো শিখতে চাইছেন, কিংবা যারা মোটামুটি পিয়ানো বাজাতে পারেন, উভয়ের জন্যেই Piano Academy একটি অসাধারণ অ্যাপ। যারা নিয়মিত পিয়ানো প্র্যাকটিস করতে চান, তাদের জন্যে Piano Academy হতে পারে সব সময়ের সঙ্গী।
এক নজরে Piano Academy – Learn Piano এর ফিচারসমূহ-
- Midi কানেকশন সাপোর্ট করে।
- অ্যাকোস্টিক পিয়ানো বাজানোর সময় নোট ডিটেক্ট করতে পারে।
- প্রচুর টিউটোরিয়াল ভিডিও যেগুলো পারসোনাল টিচারের মতো কাজ করে।
- রিয়েল শিট মিউজিক শেখার জন্যে অসংখ্য প্র্যাকটিস টোনস্।
- মিউজিক বোঝা, হ্যান্ড কো-অর্ডিনেশন করা এবং রিদম সেন্স ক্লিয়ার করার জন্যে গেম খেলার সুবিধা।
৫. Piano Scales & Chords Free
পিয়ানো প্লেয়ারদের জন্যে একটি পারফেক্ট অ্যাপ Piano Scales & Chords Free যা মিউজিক ট্র্যাক, রেকর্ড ও সেভ করার অপশন দিয়ে থাকে। যে কোনও সময় আবার সেভ করা পিয়ানো মিউজিক ভিউ করা যায়, সেই সঙ্গে রয়েছে এডিট করার সুবিধাও।
এক নজরে Piano Scales & Chords Free এর ফিচারসমূহ-
- স্কেল ও কর্ড লার্নিং।
- ফিঙ্গার পজিশনিং ও কর্ড প্রগ্রেশন।
- পিয়ানো কনফিগারিং।
- অন্যান্য পিয়ানো প্লেয়ারদের সাথে মিউজিক আদান-প্রদান।
- স্কেল ও কর্ড গেমস্।
আশা করি, উপরোক্ত ৫টি পিয়ানো শেখার অ্যাপস্ সম্পর্কে জেনে আপনার খুব ভাল লেগেছে। আপনি নিশ্চয়ই এক এক করে সবগুলো পিয়ানো অ্যাপই ব্যবহার করে দেখবেন এবং ফাইনাল্লি সবচেয়ে ভাল অ্যাপটা রেখে দেবেন। আমাদের পাঠকদের জানাতে ভুলবেন না যে কোন পিয়ানো অ্যাপটি আপনার সবচেয়ে ভাল লেগেছে এবং কেন।
Leave a Reply