মোবাইলে গেম খেলার মজা আছে ঠিকই, তবে পিসিতে খেলার চেয়ে বেশি নয়। যাদের পিসি আছে, তাদের বড় স্ক্রিণে গেম খেলার বাসনাটাও আছে। কিন্তু আপনি কি জানেন অপারেটিং সিস্টেম সঙ্গতিপূর্ণ না হলে আপনার গেম খেলার মজাটা উবে যেতে পারে নিমেষেই! পিসি গেমের অপারেটিং সিস্টেম সম্পর্কে সম্যক ধারণা আপনার গেম খেলার বাসনাটেকে বাড়িয়ে দেবে বহুগুণে।
অপারেটিং সিস্টেম শুধু কম্পিউটারের সাধারণ বিষয়ের চালিকা শক্তিই নয়। বরং আপনার গেম খেলার অভিজ্ঞতাতে নতুন মাত্রা যোগ করার একটা মাধ্যমও বটে। কথা না বাড়িয়ে চলুন জেনে নেই পিসি গেমের জন্য কোন অপারেটিং সিস্টেম বাছাই করা বুদ্ধিমানের কাজ হবে।
পিসি গেমের অপারেটিং সিস্টেম
আমি আলোচনাটা এমনভাবে সাজিয়েছি যেন ধারাবাহিকভাবে আপনি গেমের জন্য ভাল থেকে কম ভাল অপারেটিং সিস্টেম সম্পর্কে একটা সাম্যক ধারণা লাভ করতে পারেন।
উইন্ডোজ ১০
আমরা সবাই জানি উইন্ডোজ ১০ হল মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম। তারা গেমের ক্ষেত্রেও খুব একটা হতাশ করে নাই। উপরন্তু গেমের উপযোগী উন্নতি সাধনে তারা বেশ পরিশ্রম করে যাচ্ছে। এখন আপনি চাইলেই এক্স বক্স ওয়ান কনসোল ও আপনার পিসি গেমের অভিজ্ঞতার মাঝে সমন্বয় সাধন করতে পারেন। এমনকি ওয়ান কনসোল থেকে আপনার পিসিতে গেম স্ট্রিমও করতে পারেন।
নতুন ফিচারগুলোর দিক থেকে উইন্ডোজ ১০ অনেক বেশি নিখুঁত ও কার্যকর। তারমানে দাঁড়ায় আপনি যে গেমটা খেলতে চান তা তাদের বাকী অপারেটিং সিস্টেমের চাইতেও এখানে ভালভাবে খেলতে পারবেন। সাথে, সর্বশেষ সংযজন ডিরেক্ট এক্স ১২ তো আছেই ভারী গেমগুলো খেলার জন্য। এত সব নতুন ফিচারের সাথে সাথে মাইক্রোসফট নিয়মিত আপডেট দেয়ার চেষ্টা করে যাচ্ছে । তাই আপনার জন্য এটা নিশ্চয় চমৎকার অভিজ্ঞতাই বয়ে আনবে বলে আমার বিশ্বাস।
উইন্ডোজ ৭
উইন্ডোজ এক্স পি ছাড়া মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম এটি। সর্বশেষ ডিরেক্ট এক্স থাকায় এটাও গেমারদের উপযোগী ভার্সন। এমনকি অনেক বছর হল এটা গেমারদের আস্থা ধরে রেখেছে। যদিও বর্তমানে উইন্ডোজ ১০ এর জায়গা দখলের চেষ্টা করছে তবুও আজ অবধি এটা ভীষণ জনপ্রিয়।
গেমারদের কাছে কেন এটা এত জনপ্রিয়? এর অনেক কারণ আছে। যেমন, মাইক্রোসফট এটাতে লেটেস্ট ডিরেক্ট এক্স সংযোজন করেছে। এছাড়া গেমাররা চাইলে ইচ্ছা মত এটাকে কাস্টমাইজ করতে পারেন। এটা গেমারদের কথা ভেবে এমন করে তৈরী, তারা ইচ্ছা অনুযায়ী গেমের হার্ডওয়্যার সংযোজন করতে পারেন। তবে হতাশার কথা এই যে মাইক্রোসফট ২০২০ সালের মাঝে এর সেবা বন্ধ করে দেবে। তাই বুদ্ধিমানের কাজ উইন্ডোজ ১০ এর দিকে ঝুঁকে পড়া।
উইন্ডোজ ৮
এটা আসলে কি খুব মানুষ ব্যবহার করেছে বা করে? উইন্ডোজ ৭ আর উইন্ডোজ ১০ এর মাঝে এটা একটা নাম মাত্র। আমার অভিজ্ঞতা যা বলে আসলে উইন্ডোজ ৮ তার পূর্বসুরী থেকে নতুন কিছু না। তবে যেহেতু এর অনেকদিন কোম্পানি সাপোর্ট থাকবে, তাই হয়তো গেম তৈরী করেন যারা তারা একে হিসাবে রাখবেন। সেহেতু এটা আপনি ব্যবহার করতেই পারেন।
ম্যাক ও এস
সারা পৃথিবী জুড়ে ম্যাক ব্যবহারকারীর সংখ্যা কম না। তাছাড়া বর্তমানে অ্যাপল বেশ বদ্ধ পরিকর তাদের গ্রাহকদের গেম বান্ধব সেবা দিতে। অধিকাংশ ল্যপটপে তারা ভালমানের গ্রাফিক্স ও প্রচুর মেমরির সংযোজন করেছে। ম্যাক একটা কার্যকর ও উন্নত অপারেটিং সিস্টেম হলেও অধিকাংশ গেম আবার এই প্লাটফর্মকে সাপোর্ট করে না। তাছাড়া সর্বসাকুল্যে পৃথিবী জুড়ে ম্যাক ব্যবহারকারীর সংখ্যা কম। এ কারণে তারা গেমিং মার্কেটেও সংখ্যালঘু। তাই গেম প্রস্তুতকারকগণ অ্যাপলের প্লাটফর্মের গেমে অর্থলগ্নি করতে ইচ্ছুক হন না।
সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনেক গেম যা পিসি ও ম্যাকের জন্য একসাথেই উন্মুক্ত হচ্ছে। কিছুক্ষেত্রে আগে ম্যাকে উন্মুক্ত হয়ে তারপর পিসির জন্য উন্মুক্ত হচ্ছে। এটা অবশ্যই ম্যাক প্লাটফর্মের জন্য আশার সংবাদ। কিন্তু আপন যদি সত্যকার অর্থে অধিক জনপ্রিয় গেমগুলো খেলতে ইচ্ছুক হন তো উইন্ডোজ ছাড়া এখনো আপনি ভাল সহযোগিতা আশা করতে পারেন না।
লিনাক্স
লিনাক্স, এই অপারেটিং সিস্টেম যতদূর সম্ভব পরিহার করুন, যদি গেম খেলতে চান। ভুল বুঝবেন না। আমি লিনাক্সের ভক্ত ও গুণমুগ্ধ। কিন্তু ঝামেলাটা হল গেমিং ডেভেলপারগণ এই প্লাটফর্মকে একদমই পছন্দ করেন না। অবাক হবেন এই জেনে যে অনেক অনেক জনপ্রিয় গেম যা এই প্লাটফর্মের জন্য তৈরিই হয়নি।
সত্যি কথা বলতে পৃথিবী জুড়ে লিনাক্সের ব্যবহার খুবই কম। তাই সাধারণত গেম তৈরীকারকগণ কোন প্রকার ঝুঁকি নিতে চান না। তবে কিছু গেম আছে যা লিনাক্সের প্লাটফর্মের না হলেও তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহার করে খেলতে পারবেন। অভিজ্ঞতা সেক্ষেত্রে এক যে হবে না সেটা বলাই যায়। যদি লিনাক্স ব্যবহার করে থাকেন এবং এর স্বাধীনতা ও নিরপত্তা আপনাকে মুগ্ধ করে থাকে, তবে অবশ্যই এটা আপনার জন্য একটা ভাল বিকল্প হতে পারে।
উইন্ডোজ এক্স পি
আমি মনে করি এটা আপনার পছন্দের তালিকায় একদম শেষে থাকাই ভাল। বর্তমানে আমি আপনাদের এটা ব্যবহার করতে অনুৎসাহিতই করব। অনেক নতুন গেম আছে যা এই অপারেটিং সিস্টেমে চালুই হবে না। উইন্ডোজ এক্স পি এযাবত কালের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
এটার সময়ে এটি একটি যুগের সূচনা করেছিল। এর জনপ্রিয়তার জন্য গেমারদের কাছেও এটি ছিল সমাদৃত। সে সময় যত গেম বের হত উইন্ডোজ এক্স পিকে মাথায় রেখেই বের হত। আর একারণেই আমার এই লেখাতেও এটি তালিকাভুক্ত করে আপনাদের স্মরণ করে দিলাম।
আশা করছি আমার এই লিস্ট আপনার পিসিতে গেম খেলার জন্য পিসি গেমের অপারেটিং সিস্টেম বেছে নিতে একটু হলেও সাহায্য করবে। ভাল থাকুন আর উপভোগ করুন।