অনলাইনে ভিডিও কনভার্টারের কোন কমতি নেই। গুগলে ভিডিও কনভার্টার লিখে সার্চ করলে আপনারা শতাধিক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তবে, এসব অ্যাপ্লিকেশনের বেশিরভাগের মধ্যে নানা ধরনের সমস্যা রয়েছে। কোন কোন অ্যাপ্লিকেশন ভালো মানের কোন ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া চলে না। কোন অ্যাপ্লিকেশনে কনভার্ট করার সময় Watermark চলে আসে। সেই সাথে আবার কিছু কিছু অ্যাপ্লিকেশনে সিকিউরিটির সমস্যাও রয়েছে।
আমাদের মধ্যে সবার হয়তো ভিডিও কনভার্ট করার প্রয়োজন হয় না। কিন্তু মাঝে মধ্যে কাউকে ইমেইলে বা অন্য কোন মাধ্যমে ভিডিও পাঠাতে হলে সমস্যার সৃষ্টি হয়। একইভাবে, ফেসবুক কিংবা কোনও সোশ্যাল সাইটে আপলোড দেয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে দেখা যায়।
অন্যদিকে , ভিডিওর সাইজ অনেক বেশি হলেও আপলোডে সমস্যা দেখা দেয়। আবার, কোন কোন ওয়েবসাইট সব ধরনের ভিডিও ফরমেট সাপোর্ট করে না। তাই, আমাদের ভিডিওটি কনভার্ট করে এর সাইজ কমিয়ে নিতে হয় কিংবা ভিডিওর ফরমেট পরিবর্তণ করে নিতে হয়।
যারা ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট মেক করেন, তাদের প্রায় প্রতিদিনই ভিডিও কনভার্ট করার প্রয়োজন পড়ে। DSLR বা মোবাইল দিয়ে রেকর্ড করা ভিডিও ফাইলের সাইজ অনেক বেশি হয়। ফলে, এডিট করার সময় ভিডিও রেনডার করতেও অনেক সমস্যা হয়। তাই, আজ আপনাদের সাথে পিসির জন্য সেরা ৫টি ভিডিও কনভার্টার শেয়ার করতে চলেছি।
উল্লেখ্য, এগুলোর সবই অফলাইনে ব্যবহারের জন্যে। আপনি যদি অফলাইন কনভার্টার না চান, অর্থাৎ ডাউনলোড ও ইনস্টলের ঝামেলা এড়াতে চান, তবে সেরা ৫টি অনলাইন ভিডিও এডিটর থেকে যে কোনটি ব্যবহার করতে পারেন। এগুলোর যে কোনটি দিয়ে আপনি ভিডিট এডিট করার পাশাপাশি কনভার্টও করতে পারবেন।
পিসির জন্য সেরা ৫টি ভিডিও কনভার্টার
এই ভিডিও কনভার্টারগুলো ব্যবহার করে ভিডিও কনভার্ট করার পাশাপাশি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন রেকর্ড, ইউটিউব ও অন্য ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড ও ভিডিও এডিটও করতে পারবেন।
১। HandBrake
এটি মূলত একটি ভিডিও কমপ্রেসর। অনেক সিম্পল ডিজাইনের একটি ভিডিও কমপ্রেসর অ্যাপ। সাদামাটা ইন্টারফেসের কারণে অ্যাপ ব্যবহার করতে কোন সমস্যায় পড়বেন না। পপুলার সব ভিডিও ফরমেট এই অ্যাপটি সাপোর্ট করে।
যে-কোনো লো এন্ড কম্পিউটারে অ্যাপ্লিকেশনটি খুব সহজে চলবে। তবে, ভিডিও ফাইলগুলো রেনডার করতে একটু বেশি সময় নেয়। এই কনভার্টার দিয়ে ২০০ মেগাবাইটের একটি ফাইল কোন কোয়ালিটি ড্রপ ছাড়া ৫০-৫৫ মেগাবাইটে কমপ্রেস করতে পারবেন।
Low End পিসির জন্য যারা সিম্পল একটি ভিডিও কনভার্টার খুঁজছেন, HandBrake তাদের জন্য সেরা ভিডিও কনভার্টার।
২। Freemake Video Converter
Freemake সম্পূর্ণ ফ্রি একটি ভিডিও কনভার্টার। জনপ্রিয় এই কনভার্টারটি MP4, AVI, MKV, WMV, MP3, DVD, 3GP, SWF, FLV, HD, MOV, RM, QT, TS, MTS এর পাশাপাশি ৫০০ এর বেশি ভিডিও ফরমেট সাপোর্ট করে।
Freemake ব্যবহার করে আপনি আপনার ছবি ও অডিও ফাইল দিয়ে ভিডিও মেক করতে পারবেন। তাছাড়া, Vimeo, Vevo, Dailymotion ও Youtube ছাড়াও আরো বেশ কিছু ওয়েবসাইট থেকে আপনি Freemake মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারবেন। ভিডিও কনভার্ট করার জন্য এই ফ্রি টুলটি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন।
৩। Any Video Converter
Any Video Converter একটি পেইড ভিডিও কনভার্টিং টুল। এই ফ্রি লিস্টে এই পেইড অ্যাপ্লিকেশনটি অ্যাড করার কারণ হচ্ছে অন্য কোন পেইড কনভার্টার এই দামে এতো ফিচার অফার করে না। এই ভিডিও কনভার্টারটি যে-সব ফিচার অফার করে তার মধ্যে কিছু হলো-
- হাই কোয়ালিটি স্ক্রিন রেকর্ডিং।
- Youtube এর পাশাপাশি ১০০ এর বেশি ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড।
- DVD ও CD কে ২০০+ ফরমেটে কনভার্ট করতে পারবেন।
- ব্ল্যাংক ডিভিডি তে ফাইল বার্ন করতে পারবেন।
- ভিডিও ফাইল এডিট করতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইটে এই অ্যাপ্লিকেশনটির দাম দেওয়া আছে 70$। আগে অ্যাপ্লিকেশনের ট্রাইল ভার্সন ব্যবহার করুন ফ্রিতে। আর পরবর্তীতে ভালো লাগলে নিশ্চিন্তে ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন।
৪। FFmpeg
FFmpeg খুব ভালো একটি ভিডিও কনভার্টার। ইউজার ইন্টারফেসটা একটু জটিল মনে হতে পারে। তবে, প্রথমে বুঝতে একটু অসুবিধা হলেও ব্যবহার করতে করতে সম্পূর্ণই বুঝে যাবেন। এই অ্যাপ্লিকেশনের ভিডিও আউটপুট অনেক ভালো। ভিডিও কনভার্ট করার পাশাপাশি অডিও ও ইমেজ কনভার্টও করতে পারবেন এটি দিয়ে।
৫। Online-Converter
Online Converter কোন অ্যাপ্লিকেশন না। এটি একটি ফাইল কনভার্টিং ওয়েবসাইট। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা এ ধরনের অনলাইন টুল পছন্দ করেন। অনলাইন টুল ব্যবহার করার সুবিধা হচ্ছে এতে আপনাকে কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড বা ইন্সটল করতে হবে না।
আপনি আপনার ভিডিও ফাইল আপলোড করলেই হবে। তাছাড়া, আপনি ভিডিও ইউআরএল ব্যবহার করেও ফাইল কনভার্ট করতে পারবেন। Online Converter এর মাধ্যমে শুধু ভিডিও না ইমেজ, পিডিএফ, ওয়ার্ড ফাইল, অডিও ও ই-বুকও কনভার্ট করতে পারবেন।
এসব কনভার্টার আপনি শুধু আপনার কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইলে এসব কনভার্টার দিয়ে ভিডিও কনভার্ট করতে পারবেন না। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও কনভার্ট করতে চান, তাহলে অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫টি ভিডিও কনভার্টার অ্যাপ দেখে নিতে পারেন।
শেষ কথা
আজকে আপনাদের সাথে সেরা ৫টি ভিডিও কনভার্টার শেয়ার করলাম। যারা পেইড অ্যাপ্লিকেশন নেওয়ার কথা ভাবছেন তারা একটু ভালো করে চিন্তা করে নিবেন। এ-সব ফ্রি টুল ব্যবহার করেও আপনি আপনার কাজ করতে পারবেন। তাই অযথা টাকা নষ্ট করার কোন মানে নেই। আশা করি, ভিডিও কনভার্ট করার ফ্রি টুল নিয়ে এই পোস্টটি আপনাদের অনেক কাজে আসবে।
Leave a Reply