পিটিসি সাইটগুলো নিঃসন্দেহে অনলাইনে টাকা উপার্জনের সবচেয়ে সহজ উপায়। পিটিসি সাইটগুলোতে সাধারণত বিজ্ঞাপন দেখা এবং অন্যান্য কিছু ছোট ছোট কাজের বিনিময়ে পারিশ্রমিক দেয়া হয়। কিন্তু একটি বাস্তব সত্য হলো যে আপনি পিটিসি সাইটগুলো থেকে কত টাকা আয় করবেন তা নির্ভর করে ২টি বিষয়ের উপর। প্রথমত, আপনাকে এমন একটি পিটিসি সাইটকে কাজের জন্য বেছে নিতে হবে যেটি তাদের মেম্বারদের নিয়মিতভাবে পেমেন্ট দিয়ে আসছে এবং দ্বিতীয়ত, আপনার খুব ভালো রেফারেল থাকতে হবে। পিটিসি সাইটে রেফারেল বৃদ্ধি করার ৭টি উপায় নিয়ে আজকের পোষ্টটিতে আমরা আলোচনা করব।
পিটিসি সাইটে রেফারেল বৃদ্ধি
প্রথম বিষয়টি নিয়ে আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই, কারণ এর আগের পোষ্টগুলিতে আমরা কিভাবে পেইডভার্টসে প্রতিদিন ১০ ডলার ও নিওবাক্সে প্রতিদিন ২০ ডলার আয় করা যায় তা নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে সহজেই এই ওয়েবসাইটগুলিতে কাজ করে আয় করতে পারেন।
আর দ্বিতীয় বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের এমন ৭টি কৌশলের কথা বলব যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পিটিসি অ্যাকাউন্টের জন্য রেফারেল সংগ্রহ করতে পারবেন।
পিটিসি সাইটের জন্য রেফারেল বৃদ্ধির অনেক উপায় আছে। এই পোষ্টে যেসব পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে তা যদি আপনি অনুসরণ করেন তাহলে দ্রুত সময়েই আপনার রেফারেলের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে।
নিকটের সবাইকে জানান:
আমাদের প্রত্যেকের মোবাইলের ফোনবুকেই কমপক্ষে ৫০০টি করে কনট্যাক্ট সেভ করা থাকে। তাই তাদেরকে আপনার অনলাইন উপার্জন সম্পর্কে যেভাবে সম্ভব জানান এবং রেফারেল লিংক পাঠান। আপনার রেফারেল লিংকটি ছড়িয়ে দেওয়ার প্রথম পদক্ষেপ এটিই যে আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের ইমেইল, এসএমএস, ফেসবুক, হোয়াটঅ্যাপ, টুইটার ইত্যাদির মাধ্যমে আপনার রেফারেল লিংকে কিক করে অ্যাকাউন্ট করে কাজ করতে উৎসাহিত করুন। তাছাড়া বন্ধু-বান্ধবের সাথে বা বিভিন্ন পারিবারিক আড্ডাতেও তাদেরকে আপনার কাজটি সম্পর্কে অবগিত করুন।
সোস্যাল মিডিয়াকে ব্যবহার করুন:
এটি ব্যাক্তিগতভাবে আমার সবচেয়ে পছন্দের পদ্ধতি। ফেসবুক, টুইটারে আমার রেফারেল লিংক দিয়ে সবাইকে আমার আয়ের মাধ্যম সম্পর্কে জানানোর ফলে আমি সোস্যাল মিডিয়া থেকেই প্রায় ২০০ জন রেফারেল পেয়েছিলাম।
তাই দেরি না করে আপনার ফেসবুক প্রোফাইল এবং বন্ধুদের ওয়ালে আপনার রেফারেল লিংক পোষ্ট করুন এবং তাদেরকেও যোগ দিতে উৎসাহিত করুন। তাছাড়া পিটিসি সম্পর্কিত বিভিন্ন গ্রুপ এবং পেজে যোগ দিয়ে সেখানেও আপনার লিংকি ছড়িয়ে দিন। ফেসবুক, টুইটার ছাড়াও আপনি গুগল প্লাস, ইন্টাগ্রাম ইত্যাদি সোস্যাল মিডিয়াতেও কাজ করতে পারেন।
ব্লগ এবং ইউটিউব ভিডিওতে কমেন্ট করুন:
এই পদ্ধতিটিও খুবই কার্যকর। যদি আপনার ব্লগে মানসম্মত কমেন্ট করার মত যোগ্যতা থাকে তাহলে ইন্টারনেটে আপনি কয়েক লক্ষ এমন ব্লগ পাবেন যারা পিটিসি নিয়ে কথা বলতে আগ্রহী। আপনি আপনার বিষয় সম্পৃক্ত পোষ্টগুলি বেছে নিয়ে সেখানে গঠনমূলক কমেন্ট করুন এবং সবশেষে নিজের রেফারেল লিংক দিয়ে অন্যদের জয়েন করতে উৎসাহিত করুন।
এছাড়া সবচেয়ে বেশি ভিউ হয় এমন ইউটিউব ভিডিওগুলোর নিচেও আপনি একইভাবে কমেন্ট ও রেফারেল লিংক শেয়ার করার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ রেফারেল পেতে পারেন।
লিফলেট বিতরণ করুন:
অনেকেই আছেন যারা ইন্টারনেটে ঠিকমত পিটিসিতে কাজ করতে না পেরে পরবর্তীতে বিভিন্ন ধরনের গুজব ছড়ান। আপনি যদি আপনার কথাগুলি একটি কাগজে সুন্দরভাবে লিখে সেটিকে ফটোকপি বা ছাপিয়ে সবাইকে কাজ করতে উৎসাহিত করেন তাহলে আপনি এটি থেকে বেশ কিছু রেফারেল পেয়ে যাবেন।
বিজ্ঞাপন দিন:
অনেক পিটিসি সাইটগুলো তাদের ওয়েবসাইট থেকে উপার্জিত অর্থের বিনিময়ে বিজ্ঞাপন দেয়াকে সমর্থন করে। এর জন্য আপনাকে কোন ব্যক্তিগত বিনিয়োগও করতে হবে না। আপনি বিজ্ঞাপন দেখার পরিবর্তে যে অর্থ আয় করছেন সেই একই অর্থ দিয়ে পিসিটি সাইটগুলোতে বিজ্ঞাপন দিন। এছাড়া আপনি বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট এবং ব্লগে অ্যাড স্পেস ভাড়া নিয়ে সেখানেও আপনার বিজ্ঞাপন দিতে পারেন। দেখবেন অল্প সময়ের মধ্যে রেফারেল বৃদ্ধি পাওয়া শুরু করবে।
ব্লগ তৈরী করুন:
এটি রেফারেল বৃদ্ধি করার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিগুলোর মধ্যে একটি। আপনি অনলাইনে পিটিসি সাইটগুলো থেকে কিভাবে আয় করা যায়, আয় করার সময় যে সমস্যা গুলো সামনে আসে তার সমাধান বা বিভিন্ন কৌশল আপনার ব্লগের মাধ্যমে শেয়ার করুন। পোষ্টে যখন পিসিটি সাইটগুলোর লিংক শেয়ার করবেন সেখানে অবশ্যই আপনার রেফারেল লিংক ব্যবহার করুন। পিটিসি নিয়ে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করুন। দেখবেন রেফারেলের পাশাপাশি আপনার ব্লগের নিয়মিত ভিজিটরের সংখ্যাও বৃদ্ধি পেতে শুরু করেছে।
গেষ্ট পোষ্টিং করুন:
বিভিন্ন ওয়েবসাইট আছে যারা তাদের ওয়েবসাইটে আপনাকে লেখার সুযোগ দিয়ে থাকে। যদিও এর পরিবর্তে আপনি কোন অর্থ পাবেন না কিন্তু আপনি যদি উক্ত পোষ্টের মাধ্যমে আপনার কাজ করার পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করে সবাইকে আপনার রেফারেলের মাধ্যমে পিটিসি সাইটে যোগ দিতে বলেন তাহলে সেখান থেকে আপনি আপনার কাংখিত রেফারেল লাভ করবেন।
সবশেষে বলা যায় যে, পিটিসি সাইটে রেফারেল বৃদ্ধি করাটাই হলো পিটিসি সাইট থেকে প্রতিদিন ভালো একটি ইনকাম দাঁড় করানোর সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকরী উপায়। রেফারেল ছাড়া আপনি যতই কাজ করেন না কেন একটি ভালো ইনকাম কখনোই আশা করতে পারবেন না। নিওবাক্সের মত কিছু কিছু পিটিসি সাইটগুলোতে রেফারেল ভাড়া করার সুবিধা থাকলেও অধিকাংশ সাইটে আপানাকে নিজের রেফারেলের ব্যবস্থা নিজেরই করতে হবে। আমি বিশ্বাস করি, উপরে যে কৌশলগুলি নিয়ে আলোচনা করা হয়েছে তার অনুসরণ করে আপনি বিভিন্ন পিটিসি সাইটে সফলতা লাভ করতে সক্ষম হবেন।
Syed Abdul Quddus says
আমি টাকা উপার্জন করতে চাই ইন্টারনেটে, কিভাবে করব আমাকে বলে দিন৷ আমার facebook id syed abdul quddus।
টি আই অন্তর says
অনলাইনে টাকা উপার্জণ করার অনেক উপায় রয়েছে। সে সব উপায় নিয়ে আমাদের ওয়েবসাইটে প্রচুর লেখা রয়েছে। বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার নিয়ম, কাজ পাওয়ার উপায়, এমনকি টাকা উত্তোলন করার পদ্ধতিসহ প্রায় সবগুলো বিষয় নিয়েই রয়েছে বিস্তর আলোচনা। আপনি এই লেখাগুলো পাবেন আমাদের ওয়েবসাইটের অনলাইনে আয় ক্যাটেগরিতে। কাজেই, এই ক্যাটেগরিতে দেখুন আউট সোর্সিং নামে একটি সাব-ক্যাটেগরি রয়েছে আর এই সাব-ক্যাটেগরিতে থাকা লেখাগুলো পড়তে থাকুন। আপনি নিজেই উপায় খুঁজে পাবেন।
Nomun says
How many referrals can I generate for a good income or is it possible to really earn from ptc site?
Md Mahin Khan says
যারা এক থেকে দুই দিনের ভিতরে 300 থেকে 500 ডলার আয় করতে চান, তারা এই ওয়েবসাইট এ ক্লিক করুন। যদি আপনারা পেমেন্ট না পান, তাহলে আপনাদের পেমেন্ট আমি দিব। প্রমিজ এখানে দুদিন কাজ করলে ইজি 300 ডলার হয়ে যাবে, ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
Rakib hossain says
ভাল কথা, দুই দিনে আবার ইনকাম!!!
Robiul Islam Raby says
পিটিসি সাইটে রেফারেল বৃদ্ধির উপায় নিয়ে খুব ভালো লিখছেন।
সাইমুল says
Steam Work BD থেকে আপনি ভালো পরিমান আর্ন করতে পারবেন এবং ৩$ হলেই আপনার ইনকাম আপনার বিকাশ, রকেট, নগদ একাউন্টে নিয়ে নিতে পারবেন।
Kamrul Hasan says
কাজ করবো। কে দেবেন, কোথায় পাবো?