আমাদের সবার প্রিয় অনলাইন গেম হল পাবজি। অনলাইনে গেম খেলেছেন, অথচ পাবজি খেলেন নি, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই চিকেন ডিনার পাচ্ছে না। তাই, আপনার দরকার পাবজি ম্যাপ টিপস যা আপনাকে ধীরে ধীরে এক্সপার্ট করে তুলবে। জেনে রাখুন, ম্যাপ সম্পর্কে ভাল ধারণা না থাকলে আপনি ভাল লুট পাবেন না এবং এনিমিকে ঠিকমত আক্রমণ করতে পারবেন না।
পাবজি হল টেকনিকের গেম। তাই, পাবজি গেম শুধু খেললেই হবে না। সঠিক টেকনিক কাজে লাগিয়ে এনিমিকে পরাস্ত করতে হবে। আপনি যদি পাবজি তে নতুন হন, তাহলে হৈচৈ-বাংলাতে থাকছে নতুনদের জন্য ৫টি পাবজি টিপস। পাবজিতে সম্পর্কে রয়েছে অনেক অজানা কাহিনী, অনেক অজানা তথ্য। যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। আপনি পাবজির অজানা তথ্যগুলো যদি না জেনে থাকেন, তাহলে জেনে নিন পাবজি সম্পর্কে ১০টি অজানা তথ্য।
পাবজি ম্যাপ টিপস : ইরাঞ্জেল ম্যাপ
পাবজিতে রয়েছে মোট ৪টি ম্যাপ-
- ইরাঞ্জেল
- মিরামার
- স্যানহক
- ভিকেন্ডি
আজ আমরা ইরাঞ্জেল ম্যাপ সম্পর্কে আলোচনা করবো। পাবজি প্রকাশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ম্যাপ হল ইরাঞ্জেল। বর্তমানে ইরাঞ্জেল ম্যাপে সব থেকে বেশি অ্যাক্টিভ প্লেয়ার থাকে। এর কারণ হল, অন্য ম্যাপ থেকে ইরাঞ্জেল ম্যাপ বেশি প্লেয়ার-ফ্রেন্ডলি। এখন আপনাদের জন্য থাকছে ইরাঞ্জেল ম্যাপ টিপস। এই টিপসগুলো জানলে, আশা করা যায় আপনি ইরাঞ্জেল সম্পর্কে ভাল ধারণা পাবেন।
পাবজি ইরাঞ্জেল ম্যাপে মোট ২৭টি লুট করার জায়গা আছে। তার মধ্যে কোন জায়গাতে বেশি ও ভাল লুট পাওয়া যাবে সেটি নিচের লিস্টে দেয়া হল-
পাবজি লুট লিস্ট
লিস্ট থেকে দেখতে পারছেন যে, ৪টি জায়গাতে সবচেয়ে বেশি লুট পাওয়া যায়। সেই ৪টি জায়গা হল- Georgopol, Novorepnoye, Pochinki, Sosnovka Military Base.
আপনি যদি বেশি এবং পাবজির মধ্যে সবচেয়ে ভাল লুট চান, তাহলে এই ৪টি জায়গাতে নামতে পারেন। তবে, এই জায়গাগুলোতে বিপদও বেশি থাকে। কারণ, প্রো-প্লেয়াররা সবচেয়ে বেশি এই জায়গাগুলোতে নামে। তাই, আপনাকে নিজের পজিশন বুঝে ল্যান্ডিং প্লেস বাছাই করতে হবে। নাহলে আপনি লুট করার সময় পাবেনই না, বরং নামার সাথে সাথেই মারা যাবেন। তাই পাবজি ম্যাপ সম্পর্কে আপনার ভাল ধারণা থাকা চাই।
আমরা এখন পাবজি ইরাঞ্জেল ম্যাপের সবচেয়ে আলোচিত জায়গাগুলো সম্পর্কে জানব। আশা করি, আপনি আপনার পাবজি স্কিল অনুযায়ী ঠিক জায়গা বাছাই করতে পারবেন।
Sosnovka Military Base:
পাবজি খেলেছেন অথচ মিলিটারি বেজে নামেননি, এমন কেউ আছেন? পাবজিতে সব থেকে সেরা লুটগুলো থাকে মিলিটারি বেজে। এখান থেকে আপনি অন্তত ২টি স্নাইপার অবশ্যই পাবেন। লেভেল-৩ এর হেলমেট, ভেস্ট, ব্যাগ- কি নেই এখানে! সবচেয়ে বড় কথা মিলিটারি বেজে একটি ফ্লেয়ার গান থাকবেই।
এত লুটের কথা শুনে আপনার অবশ্যই মিলিটারি বেজে নামতে ইচ্ছা করছে। কিন্তু আপনাকে আপনার পজিশন বুঝে নামতে হবে। কারণ, এই জায়গাতে এক্সপার্ট প্লেয়াররা বেশি নেমে থাকে। তাই, আপনাকে নামতে হলে বুঝে শুনে, জীবনের ঝুঁকি নিয়ে নামতে হবে।
Novorepnoye:
সবার প্রিয় অন্য একটি জায়গা হল Novorepnoye বা নভো। এই জায়গাতেও পাবজির মধ্যে সেরা লুট পাওয়া যায়। তাই, এখানেও রয়েছে জীবনের ঝুঁকি। নভো হল একটি খোলা জায়গা। তাই প্রো-প্লেয়াররাও এই জায়গাতে খেলতে যেয়ে বিপাকে পড়ে যায়। আপনার যদি জীবনের ভয় না থাকে, তাহলে কোন কিছু না ভেবে নভোতে নেমে যান। আর যদি বেঁচে যান, তাহলে বীরের মত লড়তে থাকুন।
Georgopol:
নভোর মত অন্য একটি খোলা জায়গা হল জরজোপুল। তবে, ভাল বিষয়টি হল, জরজোপুলের পাশে একটি শহর আছে। ফলে, বেশি এনিমি নামলে আপনি পাশের শহরে চলে যেয়ে আরামে লুট করতে পারবেন। এইদিক থেকে জরজোপুল মিলিটারি ও নভো থেকে একটু কম ঝুঁকিপূর্ণ।
Pochinki:
এক সময়ের পাবজি লাভারদের কাছে সবচেয়ে আলোচিত জায়গাটি ছিল এই পোচিঙ্কি। আগের থেকে এখন লুট কমিয়ে দেয়াতে এখন পোচিঙ্কির চাহিদা কমে গেছে। তবে, পাবজির সেরা লুটপ্লেসগুলোর মধ্যে পোচিঙ্কি অন্যতম। পোচিঙ্কি হল অ্যাসল্ট রাইফেলের ঘাটি। যত রকম অ্যাসল্ট রাইফেল আছে সব পোচিঙ্কিতে পাওয়া যায়।
ইরাঞ্জেল ম্যাপ
Yasnaya Polyana, Georgopol City, Primorsk:
এই তিনটি জায়গা হল পাবজি ইরাঞ্জেল ম্যাপের সবচেয়ে বড় শহর। এই শহরগুলোতে অনেক বড় বড় বিল্ডিং থাকে এবং অনেক লুটও থাকে। কিন্তু সমস্যা হল, লুটগুলো অনেক দূরে দূরে থাকে, তাই সেগুলো লুট করতে বেশি সময় লাগে। এই কারণে বেশি প্লেয়ার এই জায়গাগুলোতে নামে না। তাই, নতুন প্লেয়ারদের জন্য লুট করার সব থেকে ভাল জায়গা হতে পারে Yasnaya Polyana, Primorsk ও Georgopol city।
School, Mylta Power, Severny, Rozhok:
সব ধরণের প্লেয়ারদের জন্য যদি কোন একটি কমন ও সুইটেবল জায়গা থাকে সেগুলো হল এই জায়গাগুলো। এই জায়গাগুলোতে মোটামুটি ভাল লুট থাকে। তবে, সেই সাথে আপনার জানা দরকার যে এই জায়গাগুলো কম ঝুঁকিপূর্ণ। তাই, সব ধরণের প্লেয়াররা এই জায়গাগুলোতে নামতে পারেন।
Zharki, Gatka, Stalber, Kameshki, Mylta, Quarry:
এখানে লুট খুবই কম থাকে এবং কোন এনিমি নামে না বললেই চলে। তাই, আপনি যদি একদম নতুন প্লেয়ার হয়ে থাকেন, তাহলে এই জায়গাগুলোতে নামতে পারেন। আর, বট এই জায়গাগুলোতে বেশি থাকে। ফলে, আপনার পাবজি প্রাকটিস হয়ে যাবে।
সবশেষে বলা যায়, আপনি কি ধরণের প্লেয়ার সেটা বিবেচনা করে লুট করার জায়গা ঠিক করা উচিৎ। আশা করি, আমাদের আজকের পাবজি ম্যাপ টিপস আপনার একটু হলেও উপকারে আসবে। এই পাবজি ম্যাপ টিপসগুলো ঠিকমত মানলে আপনি আগের থেকে ভাল লুট পাবেন। ফলে আপনার উইনার উইনার চিকেন ডিনার পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। আর এমন আরও পাবজি টিপস ও তথ্য পেতে আমাদের হৈচৈ বাংলার সাথেই থাকুন।
Leave a Reply