পাবজি খেলতে কি আর ভাল লাগছে না? মাঝে মাঝে কি এই গেমটি খেলতে গিয়ে বোর ফিল হচ্ছে? তাই কি পাবজির বিকল্প গেম খুঁজছেন? চিন্তা নেই, বেটল ফিল্ড নিয়ে আরো বেটার গেম আছে।
আপনি হয়তো নিয়মিতই খেলছেন প্লেয়ার আননোন বেটল গ্রাউন্ডস্ যা সবার কাছে সংক্ষেপে পাবজি নামে পরিচিত। এটা একটা বেটল রয়েল এবং একই সাথে ফাস্ট পার্সন শ্যুটার গেম। এ ধরণের আরো অনেক গেম আছে যেগুলো ফ্রিতে ডাউনলোড করে খেলা যায়।
সুতরাং, একই ক্যাটেগরির অন্যান্য গেম খেলার আনন্দ থেকে বঞ্চিত হতে না চাইলে নিচের বিকল্প গেমগুলো খেলে দেখতে পারেন। তাছাড়া পাবজি খেলার ৭টি ক্ষতিকর দিক রয়েছে যা থেকে বাঁচতে হলে আপনাকে এর বিকল্প চিন্তা করতে হবে।
পাবজির বিকল্প গেম
পাবজির বিকল্প হিসেবে যে ৫টি গেম সম্পর্কে জানতে চলেছেন সেগুলোর প্রত্যেকটির গ্রাফিক্সই প্রায় পাবজির মতো। অর্থাৎ, লুকিং এর দিক থেকে কোনটাই কম নয়। এগুলোর সবটিই মোবাইলের জন্যে অপটিমাইজ করা, আবার কিছু কিছু গেম কম্পিউটারেও চলবে। আসুন, প্লেয়ার আননোন বেটল গ্রাউন্ডসের এই বিকল্প গেমগুলো সম্পর্কে জানা যাক-
১. Rules of Survival
পুরনো দিনের কম্পিউটার গেম হিসেবে Rules of Survival তুমুল জনপ্রিয়। আর মোবাইল ভার্সণ রিলিজের শুরু থেকেই গেমারদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে এটি। যার ফলে, শুধু প্লে স্টোর থেকেই এর ডাউনলোড সংখ্যা ১ কোটি ১৭ লক্ষ আর ডেভেলপারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো নিয়মিত ডাউনলোড হচ্ছেই।
Rules of Survival গেমটি পাবজির মতো হলেও এটি নানা দিক থেকেই পাবজির চেয়ে ভাল। গেমের মূলে প্রবেশের আগেই আপনি নিজের ক্যারেক্টারটিকে কাস্টোমাইজ করে নিতে পারবেন একদম নিজের পছন্দ মতো। একই সাথে রয়েছে ভিন্ন ভিন্ন বহু ম্যাপ আর প্রতিটি ম্যাপে প্লেয়ার সংখ্যা ১২০।
২. Battlelands Royale
ক্যাজুয়্যাল গান গেম হিসেবে Battlelands Royale বহু পাবজি প্লেয়ারদের কাছেই জনপ্রিয়। মাল্টি প্লেয়ার থার্ড পার্সন বেটল রয়্যালে শ্যুটার গেমটি পাবজির চেয়ে অনেক ছোট পরিসরে ডেভেলপ করা হয়েছে। বেশির ভাগ ম্যাচই ৩ থেকে ৫ মিনিটের যাতে সর্বোচ্চ ৩২ জন প্লেয়ার অংশ নিতে পারে।
Battlelands Royale গেমে আপনাকে প্রয়োজনীয় অস্ত্র-শস্ত্র খুঁজে নিতে হবে আর সেগুলো দিয়ে শক্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। এমনকি, আপনাকে শেষ প্লেয়ার হিসেবে দাঁড় করিয়ে রাখতে হবে অর্থাৎ সবাইকে মেরে নিজেকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে হবে।
৩. Fortnite: Battle Royale
আপনি যদি পাবজির সঙ্গে পরিচিত হন কিংবা পাবজির মতো অন্যান্য গেম খেলে থাকেন, তবে ইতিমধ্যেই আপনি হয়তো Fortnite: Battle Royale গেমটি খেলেছেন। এটি প্রথমে পিভিই গেম হিসেবে তৈরি হয় যা জম্বিদের সঙ্গে লড়াই করে সারভাইভ করার মেকানিজম নিয়ে সাজানো হয়।
পাবজির মতোই মাল্টি প্লেয়ার গেম এটি যেখানে আপনি একটি সীমাহীন ইউনিভার্সে প্রবেশ করে বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুদের সঙ্গে খেলতে পারবেন। এমনকি, পছন্দের বন্ধুদের নিয়ে টিম বিল্ড আপ করতে পারবেন যা আপনাকে জম্বির হাত থেকে নিজের ও পৃথিবীর সুরক্ষা প্রদানে সাহায্য করবে।
৪. Creative Destruction
Fortnite এর সঙ্গে প্রায় পুরোপুরি মিলে যাওয়া পাবজির বিকল্প গেম হচ্ছে Creative Destruction। এটিকে Fortnite ক্লোন কপিও বলা যেতে পারে যেখানে আপনাকে সৃজণশীলতার সাথে শক্রুর মোকাবেলা করতে হবে।
Creative Destruction এ বিশাল একটি ম্যাপ যুক্ত করা হয়েছে যেখানে রয়েছে দ্যান্ডস্কেপের ভেরিয়েশন এবং ১০০ জন প্লেয়ারের ম্যাচ। গেমটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি এখানে থার্ড পার্সন কিংবা ফাস্ট পার্সন হিসেবে খেলতে পারবেন।
৫. DayZ: Battle Royale
DayZ Mod for Arma 2 হোল বেটল রয়াল গেম হিসেবেই আত্মপ্রকাশ করে। পাবজি গেমের কনসেপ্ট যার মাথা থেকে আসে এবং যিনি পাবজির প্রধান নির্মাতা, তিনিও DayZ: Battle Royale গেমের নির্মাতাদের মধ্যে একজন।
গেমটির প্লট এমন একটি প্রত্যন্ত দ্বীপ যেখানে কিছু জম্বি রয়েছে যারা মানুষের ব্রেন বা মস্তিস্ক খেয়ে বেঁচে থাকে। এই দ্বীপের জম্বিদের সঙ্গে যুদ্ধ করে আপনাকে টিকে থাকতে হবে। যুদ্ধ আপনি একা কিংবা অন্যদের সঙ্গে নিয়ে করতে পারেন।
পাবজির বিকল্প গেম হিসেবে আশা করি এগুলো খেলতে আপনার ভাল লাগবে। এর মাঝে কোন গেমটিকে আপনার কাছে হুবহু পাবজির মতো লেগেছে, কোনটিকে পাবজির কাছাকাছি আর কোনটিকে পাবজির মতো নয় বলে মনে হয়েছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
এই গেমগুলো Low End ডিভাইসে খেলতে পারবো কি??