পাকিস্তান-নিইজিল্যান্ড প্রথম টেস্টে ২ রানের শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছিল পাকিস্তান। দ্বিতীয় টি-টুয়েন্টিতে জিতে সিরিজে সমতা ফেরাতে চায় নিউজিল্যান্ড।
উভয় টিম একে অপরের বিপক্ষে ১৯ টি টি-টুয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছে যেখানে পাকিস্তান এগিয়ে আছে ১১-৮ ব্যবধানে।
দুবাইয়ে অনুষ্ঠিত দুই দলের শেষ চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে স্বাগতিকরা। আর শেষ সাত টি-টুয়েন্টির সবকটিতেই জিতেছে পাকিস্থান। তাই আজ নিউজিল্যান্ডের ফিরে আসাটা অনেক কঠিন হবে।
পাকিস্তান
ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ততম সংস্করণে অবিশ্বাস্য সামর্থ্য দেখাচ্ছে পাকিস্তান। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ৩১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে তারা যার মধ্যে হেরেছে মাত্র ৪ টি ম্যাচ।
অধিকাংশ ম্যাচেই পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ দেড়শ বা এর কাছাকাছি রান করে আর সেই ম্যাচ জিতিয়ে ফেরে বোলাররা। তাই পাকিস্তানের বিপক্ষে ১৫০ রান অনেক চ্যালেঞ্জিং একটি লক্ষ্য।
বাবর আজম অস্ট্রেলিয়া সিরিজে ২ টি হাফ-সেঞ্চুরি করেছিলেন। মোহাম্মদ হাফিজ আর অধিনায়ক সরফরাজ ও দায়িত্বশীল ইনিংস খেলছেন।
পাকিস্তানি পেসার হাসান আলী প্রায় প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচে রাখছেন। শাদাব খান, ইমাদ ওয়াসিমরাও অধিনায়কের আস্থার প্রতিদান দিচ্ছেন।
আজকে জিততে হলে এই দুই বিভাগকেই নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ
সরফরাজ আহমেদ(অধিনায়ক), ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, শাদব খান, হাসান আলী, শাহিন আফ্রিদি, বাবর আজম, ফখর জামান, আসিফ আলী, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক।
নিউজিল্যান্ড
সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের।
কলিন মানরোর ৫৮ রান আর রস টেলরের ৪২ রানে গত ম্যাচের শেষ বল পর্যন্ত টিকে ছিল নিউজিল্যান্ড। আজ অধিনায়ক কেইন উইলিয়ামসকেও নিজের ফর্ম পাল্টানোর লক্ষ্যে নামতে হবে মাঠে।
কিউইদের সেরা বোলার টিম সাউদির উপর দায়িত্ব থাকবে পাকিস্তান টপ অর্ডারকে ধসিয়ে দেয়ার।
ইশ সোধি আত্র অ্যাডাম মিলনেও ব্যবধান গড়ে দিতে পারেন আজ।
নিউজল্যান্ডের সম্ভাব্য একাদশঃ
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন ডি গ্র্যান্ডহোম, রস টেলর, কোরি অ্যান্ডারসন, টিম সেফার্ট, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধী, আজজ প্যাটেল, গ্লেন ফিলিপস, কলিন মানরো।
সময়ঃ ২ নভেম্বর রাত ১০ টা।
পাকিস্তান-নিইজিল্যান্ড ২য় টি-টুয়েন্টি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।
Leave a Reply