আগস্টের ৩০ তারিখে পল্লী খামার লোগো ডিজাইন প্রতিযোগীতার ফলাফল ঘোষণা করার কথা ছিল। কিন্তু কোম্পানীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যস্ততা এবং আমাদের ওয়েবসাইট রিলেটেড বিশেষ কিছু ঝামেলার জন্যে আমরা ওই দিন ফলাফল ঘোষণা করতে পারিনি। এর জন্যে আমরা সমস্ত প্রতিযোগীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।
আজ আমরা প্রতিযোগীতার ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। এ প্রতিযোগীতায় অংশ নিয়েছেন অনেকেই। আমরা সবার প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এ যাবৎ অর্থাৎ নির্ধারিত সময়ের আগ পর্যন্ত যাদের কাছ থেকে আমরা লোগো পেয়েছি, তারা হলেন-
- Foysal Hossen
- Avrodip Roy
- Plabon Palmar
- Partho Biswas
- Sumon Barua
- Md Saber Hossain Chowdhur
- Ishmam karim
- Akil Mahmud
- Iftar Jahan
- Tahamin Nigar
- Selim Sharier
- Anurag Sarkar
- Rejwanul Hasan
- Jamal Islam
- Kamruzzaman
- Partho PB
- Hridoy Chowdhury
- Sajjadur Shehab
আপনাদের সবার পাঠানো লোগো নিয়ে আমরা প্রতিযোগীতার একটি আপডেট পোস্ট দিয়েছিলাম। যেখানে কমেন্টের মাধ্যমে পাঠকরা তাদের ভাললাগা লোগোর পক্ষে ভোট দিয়েছেন।
পল্লী খামার এগ্রো লিমিটেড এর সাথে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে ৫টি লোগো নির্বাচিত করেছি। যাদের লোগো নির্বাচিত হয়েছে, তারা হলেন-
- Saiful Islam Jamal
- Partho PB
- Md Saber Hossain Chowdhury
- Hridoy Chowdhury
- Avrodip Roy
এই ৫টা লোগো থেকে প্রথম লোগোটি, অর্থাৎ সাইফুল ইসলাম জামালের লোগোটিকে আমরা ফাইনাল হিসেবে নির্বাচিত করলাম। অভিনন্দন সাইফুল ইসলাম জামালকে। পুরস্কার হিসেবে আপনার জন্যে রয়েছে ৫ হাজার টাকা। আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনার বিকাশ নাম্বার দিন।
বাকী ৪ জনের ব্যাপারে আমাদের ঘোষণা ছিল যে আমরা তাদের প্রপেশনাল লাইফ নিয়ে আমাদের ওয়েবসাইটে একটি ফিচার পাবলিশ করবো। আর এখন আমরা ঘোষণা দিচ্ছি যে, বাড়তি পাওনা হিসেবে এ ৪ জনের প্রত্যেককে আমরা ৫০০ টাকা করে মোবাইল ব্যালেন্স রিসার্জ করে দেবো। এটা প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্যে পল্লী খামার এগ্রো লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের জন্যে সামান্য সন্মানী। সুতরাং, আপনাদের ৪ জনকে আমাদের ফেসবুক পেজ এর ইনবক্সে মোবাইল নাম্বার দেয়ার জন্যে অনুরোধ করা হলো।
মনে হয়, বাকি ৪ জনকে ৫০০ টাকা মোবাইল রিচার্জ না দিয়ে, বিকাশ এ ৫০০ টাকা সেন্ড করলে সবার জন্য ভাল হয়।
আমাদের ফেসবুক পেজে আপনার বিকাশ নাম্বার দিন।
হ্যা, বিকাশে টাকা পাঠালে ভাল হয়।
I am very pleased to join the logo competition of Palli Khamar Agro LTD. I have achieved the second position in this competition. Now, They have sent me the honorarium through Bkash. Thanks, HoiCoiBangla.
পল্লী খামার এগ্রো লিমিটেডের লোগো প্রতিযোগীতায় আমার লোগো নির্বাচিত হয়েছে। তাদের পক্ষ থেকে আমি সন্মানী স্বরূপ ৫০০ টাকা পেয়েছি। ধন্যবাদ পল্লী খামার এগ্রো এবং প্রতিযোগীতার আয়োজক হৈচৈ বাংলাকে।
সুন্দর একটি প্রতিযোগীতা আয়োজন করার জন্য হৈচৈ বাংলা ডট কম ও পল্লী খামার এগ্রো লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ। সেই সাথে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এই প্রতিযোগিতায় আমার ডিজাইন করা লোগোটি ফাইনাল হিসাবে নির্বাচিত হওয়ায় এবং দ্রুত, ঘোষিত প্রাইজ মানি পাওয়ায় “সুখের হাওয়া বইছে মনে, তিরিং বিড়িং নাচি বনে” এর মত অবস্থা আমার।
এই প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ।