আমাদের জীবনে প্রায় সবারই জীবনে কখনো না কখনো নোট করার অভিজ্ঞতাটি হয়েছে। আসলে আমাদের ব্রেইনটাই এমন যে, এটি সাধারণত একটা জিনিস একবার দেখা বা শোনা মাত্র তা হুবহু মনে রাখতে পারে না। মনে রাখার জন্য সেই জিনিসটিকে বারবার দেখতে হয়, পড়তে হয় বা চর্চা করতে হয়।
এ কারণেই আসলে নোট করা অর্থাৎ লিখে রাখার প্রচলন শুরু হয়। ক্লাসরুম থেকে অফিসের মিটিং কিংবা সাংবাদিক থেকে অভিযাত্রিক; সব ক্ষেত্রেই রয়েছে নোট নেওয়ার ব্যাপক প্রচলন। গুরুত্বপুর্ণ কথা বা কোন তথ্য তাৎক্ষণিকভাবে ধরে রাখার সবচেয়ে উপায় হচ্ছে সেটা নোট নেওয়া।
আগে ঘড়ি কিংবা জুতার মতো মানুষের নিত্যদিনের সাথী ছিল একটি নোটবুক এবং কলম। ব্যবসায়ীর বুকপকেটে কিংবা সাংবাদিকের হাতে এমন নোটবুক সব সময়ই দেখা যেত। এখনও এই নোট নেওয়ার জন্য এসব ছোট ছোট নোটবুক প্রচুর ব্যবহৃত হয়। তবে সবকিছুর মতো নোট নেওয়ার কাজটিও এখন ডিজিটালি করা হচ্ছে। আর এটি সম্ভব হয়েছে মূলত স্মার্টফোনের কারণে।
নোট টেকিং অ্যাপ কি?
নোট নেওয়া এবং নোটবুক সম্পর্কে তো আমরা জানলাম। এখন নোট টেকিং অ্যাপ কী সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
যদি সংজ্ঞা দিতে চাই, তাহলে বলতে হবে, স্মার্টফোনে নোট নেওয়ার কাজটি করার জন্য যে অ্যাপগুলো ব্যবহার করা হয়, তাদেরকে নোট টেকিং অ্যাপ বলে। একটি নোট টেকিং অ্যাপকে আপনি আপনার ডিজিটাল নোটবুকও বলতে পারেন।
স্মার্টফোনের ক্যামেরা বা রেকর্ডার অন করে বর্তমানে হুবহু তথ্য সংরক্ষণ করাটা এখন খুবই সহজ। তাই প্রশ্ন আসতে পারে, কেন তবে মানুষ নোট নেওয়ার ঝামেলা করবে? এর উত্তরটা খুবই সহজ, যে কোন কথা বা দৃশ্যের মাঝে সবটুকুই গুরুত্বপূর্ণ কিংবা আপনার কাজে লাগবে, এমনটা নয়। আপনার কাজে লাগবে এমন অংশটুকু যদি আপনি নোট করে নেন, তাহলে পরবর্তীতে প্রয়োজনীয় তথ্যটি যেমন সহজে খুঁজে পাবেন, তেমনি আত্মস্থ করতে পারবেনও অনেক সহজে।
নোট নেওয়ার প্রয়োজনীয়তাটিও আশা করি বুঝতে পারলেন। আমাদের হাতে থাকা এই স্মার্টফোনটি দিন দিন আরও বেশি কাজের হয়ে উঠছে। ছোট থেকে বড় সব কাজই এখন প্রায় এর মাধ্যমে করা যায়।
নোট নেওয়ার ক্ষেত্রে একটি নোট টেকিং অ্যাপ আপনাকে এমন সব সুবিধা দেবে যা কাগজ কলমের নোট বুকে পাওয়া সম্ভব নয়। মৌলিক কিছু অসুবিধা তো থাকবেই। ডিজিটাল নোট বা নোট টেকিং অ্যাপ এবং সাধারণ কাগজ কলমের সুবিধা অসুবিধা নিয়ে হৈচৈ বাংলায় বিস্তারিত একটি লেখা আসছে খুব তাড়াতাড়িই। ততক্ষণ নোট টেকিং অ্যাপ নিয়ে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে।
Leave a Reply