পিটিসি (পেইড টু ক্লিক) সাইট সম্পর্কে আমরা সবাই হয়তো কম বেশি জানি। আর এই ব্লগের আর্টিকেলগুলো নিয়মিত পড়ে থাকলে পিটিসি সাইট সম্পর্কে এখনও না জেনে থাকার কথাই নয়। গুগোলে সার্চ করলে মুহুর্তেই পেয়ে যাবেন পেইডভার্ট, নিওবাক্স-সহ সহস্রাধিক পিটিসি সাইট এর লিংক। কিন্তু কি করে বুঝবেন কোনটা আসলেই নির্ভরযোগ্য পিটিসি সাইট আর কোনটা নয়।
সত্যিই কি নির্ভরযোগ্য পিটিসি সাইট চেনার কোন উপায় আছে? নাকি অন্ধের মত লোকের কথায় বিশ্বাস করে যেকোন পিটিসি সাইট-এ রেজিস্ট্রেশন করে ফেলব আমরা? নাহ, অন্ধের মত বিশ্বাস করার কোন দরকার নেই। কিছু লক্ষণ দেখে আপনি নিজেই যাচাই করতে পারবেন কোনটি নির্ভরযোগ্য পিটিসি সাইট আর কোনটি নয়।
নির্ভরযোগ্য পিটিসি সাইট
আর তাই, আজ আপনাদের সাথে আলোচনা করব আসল আর ফ্রড পিটিসি সাইটের পার্থক্য নিয়ে। চারটি সহজ ধাপে আপনি নিজেই বুঝতে পারবেন, কারা আসলেই আপনাকে পেমেন্ট করতে প্রস্তুত আর কারা নয়। আর এর সঙ্গে আপনাদেরকে জানাব একটি নির্ভরযোগ্য পিটিসি সাইটে রেজিস্ট্রেশন করার আগে কি কি বিষয় মাথায় রাখবেন সে সব সম্পর্কে।
নির্ভরযোগ্য পিটিসি সাইটের চারটি বৈশিষ্ট্য
একটি নির্ভরযোগ্য পিটিসি সাইট এ যে চারটি বৈশিষ্ট্য থাকা বাধ্যতামূলক, সেই চারটি বৈশিষ্ট্য নিয়েই আলোচনা করব এখানে। কোন সাইটে এই চারটি বৈশিষ্ট্য থাকলেই যে চোখ বুঝে সাইটটিকে নির্ভরযোগ্য ধরে নিবেন, তা নয়। তবে, যদি কোন সাইটে এগুলোর একটিও অনুপস্থিত থাকে, তাহলে বুঝে নিবেন যে এরা সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়।
১. পেমেন্ট পার ক্লিক
আমাদেরকে বুঝতে হবে যে একটা পিটিসি সাইট যে আমাদেরকে টাকাটা দিবে, সেটা তো অবশ্যই নিজেদের ইনকাম থেকেই দিবে। এখন তারা যদি ১০ টাকা ইনকাম করে তাহলে যে আপনাকে ১৫ টাকা দিবে না, তা তো খুব সহজেই বুঝতে পারছেন। এখন চলুন দেখি একটা পিটিসি সাইট নিজেরা প্রতি ক্লিকে কত টাকা করে ইনকাম করে। সাধারণত, বিজ্ঞাপণদাতারা ১০০০০ ভিউয়ারের জন্য ১৫-২০ ডলারের বেশি কখনোই পেমেন্ট করেন না। বরং, বেশির ভাগ সময়েই দেখা যায় যে তারা ১০ ডলারের মত পে করে থাকেন। তাহলে একটা সহজ হিসাব দেখে নেই।
১০$ / ১০০০০ = ০.০০১$
আর যদি ১৫-২০$ পেয়েও থাকে, তবুও এর কিছু অংশ তারা রেখেই দেন নিজেদের লাভের জন্য। সুতরাং, ছোট্ট এই হিসাবটা থেকে দেখা যাচ্ছে, পার ক্লিকে ০.০০১$ এর বেশি দেয়া কোন পিটিসি সাইটের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। যদি কেউ এর বেশি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে, তবে একবাক্যে ধরে নিতে পারেন যে, সাইটটি মোটেও নির্ভরযোগ্য নয়। নিচের ছবিটায় একটা সত্যিকার পিটিসি সাইট এবং একটি ফ্রড পিটিসি সাইটের প্রতি ক্লিকে পেমেন্টের পার্থক্য দেখতে পারবেন।
২. ফোরাম
নরমালি বিশ্বস্ত পিটিসি সাইটগুলোর ইউজারদের ফোরাম থাকে। ইউজাররা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারেন সেখান থেকে। সাইটের ভাল-খারাপ সব দিক শেয়ারও করতে পারেন। আপনি এ ধরণের ফোরামগুলোতে অন্যান্য ইউজারদের সঙ্গে কন্টাক্ট করেও সাইটটির বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন।
৩. লেটেস্ট পেমেন্ট ইনফো প্রুফ
প্রতিটা সত্যিকার নির্ভরযোগ্য পিটিসি সাইট অবশ্যই তাদের লেটেস্ট পেমেন্ট ইনফো-এর প্রুফ রাখবে। আপনি একটু খুঁজলেই সেটা পেতে পারেন আর সহজেই যাচাই করে নিতে পারেন পিটিসি সাইটটির নির্ভরযোগ্যতা।
৪. পেমেন্ট অপশন
শেষ যেই ব্যাপারটা দেখে নিশ্চিত হতে পারবেন যে একটা পিটিসি সাইট ফ্রড কি না, তা হল তাদের পেমেন্ট অপশন। অল্প কিছুদিন হল, পেপাল পিটিসি সাইটগুলো থেকে পেমেন্ট করার ব্যাপারটা বন্ধ করে দিয়েছে। আর তার মূল কারণই হল সহস্রাধিক ফ্রড পিটিসি সাইট, যারা কাস্টমারদের সাথে প্রতারণা করছে। আর এই জন্যেই, প্রায় সবগুলো ভাল পিটিসি সাইটই পে-পালের পেমেন্ট অপশনটি ডিলিট করে দিয়েছে। তারা বেশির ভাগই এখন পে-মেন্ট করে পেইজা বা পার্ফেক্ট মানি বা এই ধরণের পেমেন্ট মিডিয়াগুলো ব্যবহার করে, যেগুলোর পেমেন্ট পদ্ধতি খুব সহজ।
সত্যি কথা বলতে কি, কোন সাইট যদি সত্যিকার অর্থেই কাস্টমারদের পেমেন্ট করতে চায়, তবে তারা অবশ্যই সুবিধাজনক কোন পেমেন্ট অপশন বেছে নিবে। যেমন টেক ট্রেইনি পে করে বিকাশের মাধ্যমে। তো, কারও ক্ষেত্রে যদি দেখেন যে তাদের পেমেন্ট অপশন পেপাল বা অন্য কোন জটিল পেমেন্ট পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে টাকা পাওয়ার জন্য, তাহলে ধরে নিতে পারেন যে সাইটটি যথেষ্ট নির্ভরযোগ্য নয়।
পিটিসি সাইটে রেজিস্ট্রেশনের ব্যাপারে যে-সব বিষয় মাথায় রাখতে হবে
উপরের পয়েন্টগুলো থেকে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন সাইটটি বিশ্বস্ত আর কারা প্রতারক। তবে, আপনি যদি টোটালি রিস্ক ফ্রি সাইটের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে নিচের তিনটি বিষয় মাথায় রাখাটা প্রয়োজন।
১. শুধুমাত্র ফেমাস এবং পুরনো সাইটেই জয়েন করুন
যে সকল সাইট যথেষ্ট পুরান এবং অনেক দিন ধরে সার্ভিস দিয়ে আসছে, যেমনঃ পেইডভার্ট, নিওবাক্স ইত্যাদি, সেই সাইটগুলোতেই কেবল জয়েন করুন। রিস্ক নিতে না চাইলে, বিনা কারণে নতুন সাইটগুলো ট্রাই করার কোন দরকার নেই।
২. একটিভ ফোরাম সম্পন্ন পিটিসি সাইটে জয়েন করুন
যেই পিটিসি সাইটগুলো নিজেদের ব্যাপারে গঠনমূলক বাজে রিভিউ ফিল্টার করে না এবং যাদের একটিভ ফোরাম আছে, এমন সাইটে জয়েন করুন। সাধারণত এদের ফ্রড হওয়ার সম্ভাবনা খুবই কম।
৩. সাইটের সাপোর্ট সিস্টেম চেক করুন
জয়েন করার পূর্বে অবশ্যই সাইটটির কাস্টমার সাপোর্ট সিস্টেম চেক করে নিন। যদি তাদের সাপোর্ট ভাল হয়, তবেই কেবল জয়েন করুন।
যাই হোক, অনলাইন থেকে খুব কম পরিশ্রমে, খুব কম স্কিল থাকা সত্তেও অর্থ উপার্জনের খুব ভাল একটি উপায় হল পিটিসি সাইট। কিন্তু নির্ভরযোগ্য পিটিসি সাইট বাদ দিয়ে ফ্রড কোন সাইটে জয়েন করলে বিনা কারণে আপনার প্রচুর শ্রম ও সময় অপচয় হবে। তাই, জয়েন করার পূর্বে উপরের ব্যাপারগুলো মাথায় রাখুন এবং অবশ্যই নিজ দ্বায়িত্বে নির্ভরযোগ্য পিটিসি সাইট যাচাই করে জয়েন করুন আর নিজের ইনকামে অতিরিক্ত অংক যোগ করুন। আর হ্যা, অবশ্যই আর্টিকেলটি শেয়ার করুন আপনার পরিচিত লোকদেরকে এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন করতে।
Hafiz says
খুবই প্রশংসাযোগ্য পোষ্ট। এই পোষ্টটি পড়ার আগে, আমার ওয়েবসাইটে পিটিসি সম্পর্কে কোন লেখা পোষ্ট করার সাহস পাচ্ছিলাম না। কিন্তু এখন বুঝলাম: সঠিকভাবে কাজ করলে পিটিসি সাইট থেকে ইনকাম করা সম্ভব।
ধন্যবাদ, এডমিনকে।।