ক্রিমিনাল জাস্টিস ডিগ্রি উন্নত বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিগ্রি। এই ডিগ্রিধারী লোকজনের জন্যে চাকরির সুযোগ রয়েছে প্রচুর। একজন ক্রিমিনাল জাস্টিস ডিগ্রিধারীর সাধারণ স্যালারি হয়ে থাকে ৩৮ হজার থেকে ৫৬ হাজার ডলার।
একটি ক্রিমিনাল জাস্টিস ডিগ্রি একজন ব্যক্তিকে অনেক উচ্চ বেতনের চাকরির নিশ্চয়তা দেয়। ডিটেকটিভ অফিসার থেকে শুরু করে সরকারের অনেক উচ্চ পজিশনে চাকরির সুযোগ রয়েছে এই ডিগ্রিধারীর জন্যে।
তবে, এই ডিগ্রির জন্যে পড়াশুনার ব্যয় অনেক বেশি হয়ে থাকে। তাছাড়া, আমাদের দেশের অনেকের পক্ষেই অ্যামেরিকা, কানাডা কিংবা অস্ট্রেলিয়ার মত দেশে গিয়ে এই ডিগ্রি অর্জণ করার ব্যয়ভার বহন করা সম্ভব নয়।
তাই, বলে কি এমন লোভনীয় একটি ডিগ্রি পাওয়ার স্বপ্নটাকে ভেস্তে দিতে হবে! না, চাইলে আপনি অনলাইনেই নিতে পারেন ক্রিমিনাল জাস্টিস ডিগ্রি।
ক্রিমিনাল জাস্টিস ডিগ্রির ধরণ সমূহ
- ক্রিমিনাল জাস্টিস ভোকেশনাল সার্টিফিকেট
- ক্রিমিনাল জাস্টিস পোস্ট-মাস্টার্স সার্টিফিকেট
- ক্রিমিনাল জাস্টিস অ্যাসোসিয়েট ডিগ্রি
- ক্রিমিনাল জাস্টিস ব্যাচেলর ডিগ্রি
- ক্রিমিনাল জাস্টিস মাস্টার্স ডিগ্রি
- পিএচডি ইন ক্রিমিনাল জাস্টিস
ক্রিমিনাল জাস্টিস অ্যাসোসিয়েট ডিগ্রি: যারা ব্যাচেলর কিংবা মাস্টার্স ডিগ্রি শেষ করার সামর্থ্য রাখেন না কিংবা এত লম্বা সময় অপেক্ষা না করে দ্রুত চাকরিতে ঢুকতে চান, তাদের জন্যে ক্রিমিনাল জাস্টিস অ্যাসোসিয়েট ডিগ্রি সবচেয়ে বেশি উপযোগী। এই ডিগ্রিটি থাকলে আপনি যে কোন দেশে পেট্রোল অফিসার, পুলিশ অফিসার, কারেকশন অফিসার হিসেবে চাকরি পাবেন।
ক্রিমিনাল জাস্টিস ব্যাচেলর ডিগ্রি: একজন প্রোভেশন অফিসার, সিনিয়র পুলিশ অফিসার কিংবা সিনিয়র ডিটেকটিভ হিসেবে চাকরির জন্যে ক্রিমিনাল জাস্টিস ব্যাচেলর ডিগ্রি আপনাকে অনেকখানি এগিয়ে রাখবে।
ক্রিমিনাল জাস্টিস মাস্টার্স ডিগ্রি: যে কোন উন্নত দেশের ডিটেকটিভ সেকশনে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়। আর এ সেকশনে একজন অ্যাডভাইজর হিসেবে নিয়োগ পেতে হলে কিংবা একজন প্রপেসর হতে চাইলে আপনার অবশ্যই ক্রিমিনাল জাস্টিস মাস্টার্স ডিগ্রিটি লাগবে।
ক্রিমিনাল জাস্টিস ডিগ্রির জন্যে উপযুক্ত যারা
বিচার কার্য্যের প্রতি যাদের অগাধ আগ্রহ, যারা মানুষের সেবার প্রতি ডেডিকেটেড এবং যারা শারিরীকভাবে সম্পূর্ণ ফিট, কেবল তারাই উন্নত বিশ্বে ক্রিমিনাল জাস্টিস ডিগ্রির জন্যে উপযুক্ত বলে বিবেচিত। তবে, যারা বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে এই চাকরি করবেন, স্থানভেদে তাদের ইংরেজীর পাশাপাশি আরেকটি ভাষা জানতে হবে। যেমন, সাউদার্ন ক্যালিফোর্নিয়া কিংবা মিয়ামিতে চাকরি করতে হলে, ইংরেজীর পাশাপাশি স্প্যানিশ জানতে হবে।
যারা অস্ট্রেলিয়া, অ্যামেরিকা, কানাডা কিংবা যে কোন ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে চান, তারা যদি ক্রিমিনাল জাস্টিস ডিগ্রি নিতে পারেন, তবে অনেক উন্নত ক্যারিয়ার গড়তে পারবেন। উপরের লিংকটিতে গিয়ে বিস্তারিত জেনে নিন। আমি যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট একটা ভাসা ভাসা ধারণা দিয়েছি।
Leave a Reply