বাংলা সাবটাইটেল দিয়েই যে কোন ভাষার মুভি দেখতে পারেন, নিজের ভাষায় উপভোগ করতে পারেন সম্পূর্ণ গল্প। সেক্ষেত্রে, বিভিন্ন ওয়েবসাইট থেকে বাংলা সাবটাইটেল ডাউনলোড করে মুভির সাথে অ্যাড করে নিতে হয়। তবে, অনেক সময় পছন্দের মুভির বাংলা সাবটাইটেল অনলাইনে পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি নিজেই বিদেশী মুভির বাংলা সাবটাইটেল তৈরি করতে পারেন, হয়ে যেতে পারেন সাবটাইটেল মেকার।
প্রক্রিয়া শুরু করার আগে সাবটাইটেল মেকারদের সম্পর্কে দু’একটা কথা বলে রাখি। বাংলাদেশের যারা বিভিন্ন মুভির বাংলা সাবটাইটেল তৈরি করেন, তাদের বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ পড়ুয়া শিক্ষার্থী। সাবটাইটেল তৈরির মাধ্যমে তারা কোনভাবেই আর্থিক দিক থেকে লাভবান হন না।
অনেকটা কৌতুহলতাবশত এবং সর্ব সাধারণের উদ্দেশ্যেই তারা এগুলো করে থাকেন। ফেসবুকে এই সব সাব-টাইটেল মেকারদের কমিউনিটি রয়েছে। নিচে কয়েকটি কমিউনিটির ফেসবকু পেজ ও গ্রুপ লিংক দেয়া হল-
চাইলে, আপনি এ-সব কমিউটিতে জয়েন করতে পারেন। আবার আপনি নিজেও সাবটাইটেল তৈরি করে এ-সব কমিউনিটির অংশ হতে পারেন। তাছাড়া আপনার তৈরিকৃত সাবটাইটেলটি বিভিন্ন ওয়েবসাইটে (যেমন, subscene, subsmax, yifysubtitles ইত্যাদি) আপলোড দিতে পারেন। যাতে অন্যরা আপনার সাবটাইটেলটি ডাউনলোড দিয়ে উপভোগ করতে পারেন।
বিদেশী মুভির বাংলা সাবটাইটেল
এখন আসি কীভাবে আপনি সাবটাইটেল তৈরি করবেন সে ব্যাপারে। ও হ্যা, এজন্য কিন্তু আপনার ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার দক্ষতা থাকতে হবে।
প্রক্রিয়া ১: প্রথমে যে মুভিটির বাংলা সাবটাইটেল তৈরি করতে চান সেই মুভিটির একটি ইংরেজি সাবটাইটেল ডাউনলোড করুন অনলাইন থেকে।
প্রক্রিয়া ২: এবার সাবটাইটেলটি ওপেন করে দেখুন কথা-ভাষার সামঞ্জস্য আছে কী না। সামঞ্জস্যতা থাকলে সাবটাইটেলটি নির্দিষ্ট ফোল্ডারে রাখুন।
প্রক্রিয়া ৩: এবার Subbr Free: Subtitle Editor অ্যাপটি ওপেন করে সাবটাইটেলটি ওপেন করুন। অ্যাপটি আপনি গুগল প্লে-স্টোরে পাবেন। লিংক দিলাম, ক্লিক করে প্লে-স্টোরে গিয়ে নামিয়ে নিন।
প্রক্রিয়া ৪: এবার সাবটাইটেলের প্রত্যেকটা ইংরেজি বাক্যের উপর চেপে সেগুলো মুছে দিয়ে সেই বাক্যের বাংলা অনুবাদ লিখুন। এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোন সময় সূচক সংখ্যা মুছে না যায় বা এডিট না হয়।
প্রক্রিয়া ৫: এভাবে প্রত্যেকটা বাক্যের অনুবাদ করে সাবটাইটেলটি সেভ দিন।
এরপর আপনার সাবটাইটেলটি কোন ওয়েবসাইটে (subscene, subsmax, yifysubtitles) আপলোড দিয়ে রাখুন। আপলোড দেওয়ার জন্য সেই সাইটে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এবার আপনার অ্যাকাউন্টে আপনার তৈরিকৃত সাবটাইটেলটি আপলোড দিন, যাতে অন্যরা আপনার আপলোডকৃত সাবটাইটেলটি ডাউনলোড দিয়ে উপভোগ করতে পারে।
অনেক সময় সাবটাইটেলটি আপনার মুভির কথার সাথে নাও মিলতে পারে। অর্থাৎ সাবটাইটেলের বাক্য মুভির কথার আগে-পরে হতে পারে। সেক্ষেত্রে সাবটাইটেলটি মেলাতে আপনার করণীয়-
এজন্য আপনার আবারো প্রয়োজন হবে Subbr Free: Subtitle Editor নামক অ্যাপটি।
প্রক্রিয়া ১: প্রথমে আপনার তৈরি সাবটাইটেলটি ওপেন করে দেখুন সাবটাইটেলের বাক্য কত সেকেন্ড আগে বা পরে আসছে। সময়টা মনে রাখুন।
প্রক্রিয়া ২: এবার Subbr Free অ্যাপটি ওপেন করুন এবং সঠিক ডিরেক্টরি থেকে আপনার তৈরি সাবটাইটেলটি ওপেন করুন।
প্রক্রিয়া ৩: এবার ডান পাশের সর্ব উপরে three dott এর উপর চেপে Adjust sync এর উপর ক্লিক করুন।
প্রক্রিয়া ৪: এবার প্রক্রিয়া ২ এ মনে রাখা সময় অনুযায়ী প্লাস/মাইনাস চেপে Apply করে সেভ করুন। এবার সেভকৃত সাবটাইটেলটি ওপেন করে আপনার কাঙ্খিত মুভিটি উপভোগ করুন।
বিদেশী মুভির বাংলা সাবটাইটেল তৈরি করা শিখলেন। আশা করি, ধীরে ধীরে আপনি একজন এক্সপার্ট সাবটাইটেল মেকার হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবেন। লেখাটি শেয়ার করে আপনার বন্ধুদেরও সাবটাইটেল মেকার হতে উৎসাহিত করুন। প্রয়োজনে ২/৩ বন্ধু একত্রিত হয়ে এক সঙ্গে তৈরি করুন যে কোন মুভির বাংলা সাবটাইটেল।
Leave a Reply