নিওবাক্স সম্পর্কে ইতিপূর্বে অনেকেই অনেক ধরনের নেতিবাচক মতবাদ প্রকাশ করেছেন। এক সময় আমিও যখন নিওবাক্সে কাজ করিনি তখন আমিও ভাবতাম যে নিওবাক্স থেকে আয় করা সম্ভব না। হঠাৎ একদিন একটি ব্লগে আমি একজন ফ্রিল্যান্সারের নিওবাক্স থেকে আয় করার অভিজ্ঞতা সম্পর্কিত একটি কমেন্ট দেখি যা নিওবাক্স সম্পর্কে আমাকে আবার ভাবতে বাধ্য করে। যদি তুলনা করি তাহলে বলতে হবে যে আর ১০টি পিটিসি সাইট থেকে নিওবাক্স সম্পূর্ণ আলাদা এবং যদি ঠিকভাবে কাজ করা হয় তাহলে নিওবাক্স থেকে আয় করা মোটেই কঠিন নয়, প্রতিদিন কমপক্ষে ২০ ডলার আয় করা খুবই সহজ ব্যাপার।
আপনি যদি একজন নতুন ইউজার হিসাবে নিওবাক্সে জয়েন করেন তাহলে আমি বিশ্বাস করি যে আজকে আমরা যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব তা অনুসরন করলে আগামী ৬ মাসের মধ্যে আপনিও নিওবাক্স থেকে প্রতিদিন ২০ ডলার বা তারও বেশি আয় করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটি যত বেশি পুরাতন হতে থাকবে আপনিও তত বেশি উপার্জন করার আশা করতে পারেন। যদি এখনও নিওবাক্সে সাইন আপ না করে থাকেন তাহলে এখনই সাইন আপ করুন।
আমি নিশ্চিত যে আপনারা যারা এই আর্টিকেলটি পড়ছেন তারা অবশ্যই এখন নিওবাক্স থেকে আয়ের পদ্ধতি নিয়ে জানতে আগ্রহী। আপনাদের মনে এই প্রশ্নটি অবশ্যই বাসা বেঁধেছে যে, কিভাবে একজন সাধারন ইউজার সাইন আপের ৬ মাস পর থেকেই মাত্র ১০মিনিট সময় ব্যায়ের মাধ্যমে প্রতিদিন ২০ ডলার আয় করতে পারে?
নিওবাক্স থেকে আয় করার পদ্ধতি
এতক্ষণে অনেকেই নিশ্চয়ই এটা ভাবতে শুরু করেছেন যে, যদি আমি আপনাকে নিওবাক্স থেকে প্রতিদিন ২০ ডলার আয়ের কৌশলটি বলে দিতে পারি তাহলে নিশ্চয় আমি নিজে নিওবাক্স থেকে মাসে ৬০০ ডলার ইনকাম করি? সেক্ষেত্রে আমি আপনাদের বলব যে, একটু ধৈর্য্য সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার পর, আপনি নিজেও বুঝে যাবেন যে কিভাবে নিওবাক্স থেকে প্রতিদিন ২০ ডলার আয় করা সম্ভব।
নিওবাক্সে কাজ শুরুর পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয়
আমি ধরে নিচ্ছি যে আপনি একদম নতুন একজন ইউজার, নিওবাক্সে কাজ করা নিয়ে আপনার পূর্ব কোনও অভিজ্ঞতা নেই বা থাকলেও কম অভিজ্ঞতা আছে। কিন্ত আমি এটি বিশ্বাস করি যে, আপনি এর আগেও বেশ কিছু পিটিসি সাইটে অবশ্যই বিজ্ঞাপনে ক্লিক করেছেন এবং সেখানে থেকে কিছু টাকাও উপার্জন করেছেন।
কিন্তু কিছু সত্যি কথা না বললেই নয়, কোন পিটিসি সাইট আপনাকে রাতারাতি বড়লোক বানিয়ে দিতে পারবে না। পিটিসি সাইটগুলোতে প্রথম ১ ডলার ইনকাম করতেও আপনার যথেষ্ট কষ্ট হবে এবং বেশি ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য্য ধরতে হবে। কিন্তু যদি সঠিক কৌশলটি ধরে রেখে এগিয়ে যান তাহলে একসময় অবশ্যই প্রতিদিন ২০ ডলার বা তারও বেশি ইনকাম করতে পারবেন। তাই যদি আপনি আপনার জীবনের ৬ মাস সময় ব্যায় করার বিনিময়ে ভালো একটি ইনকাম দাঁড় করাতে রাজী হয়ে থাকেন, তাহলে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে দেখুন।
যেভাবে ইনকাম শুরু করবেন
আমি ধরে নিচ্ছি আপনার কাছে কোন টাকা পয়সা নেই। আপনি প্রথমেই নিওবাক্সে নিজের একটি অ্যাকাউন্ট তৈরী করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বুঝে নিন। রেজিষ্ট্রেশনের মাধ্যমে আপনি নিওবাক্সের একজন সাধারণ ব্যবহারকারী হিসাবে নিবন্ধিত হবেন। রেজিষ্ট্রেশনের ব্যাপারে চিন্তা করার মত কিছু নেই নিওবাক্সের মেম্বারশীপ সম্পূর্ণ ফ্রি। একজন ফ্রি মেম্বার হিসাবে আপনার আয় যেভাবে শুরু হবে তা হলো:
- বিজ্ঞাপন দেখা এবং সেগুলিতে ক্লিক করা।
- অ্যাডপ্রাইজ এর ব্যবহার করা যা থেকে আপনি পুরষ্কার হিসেবে ৫০ ডলার সহ নিওবাক্সের গোল্ডেন মেম্বারশীপও বিনামূল্যে লাভ করতে পারেন।
- ছোট ছোট কিছু টাস্ক সম্পাদন করা।
- মানি পলিফিস সার্ভেটি সম্পূর্ণ করা। মানি পলিফিস সার্ভেটি আপনি আপনার প্রোফাইল সামারি বা ওভারভিউ পেজে খুঁজে পাবেন।
- কয়েনের অফারগুলিকে সঠিকভাবে সম্পন্ন করা যা পরবর্তীতে টাকায় পরির্বতনযোগ্য।
যদি আপনি খুব বেশি অফার না পান বা নিওবাক্স থেকে কোন ছোট টাস্ক না পান তাহলেও হতাশ হবার মত কিছুই হয়নি। কারণ এটিই সেই সময় যে সময় আমরা গোপন কৌশলগুলি ব্যবহার করব।
রেফারেল
আপনি কি জানেন রেফারেল কি? রেফারেল আসলে একজন ব্যক্তি ছাড়া কিছুই না, যারা আপনার আমার মত নিওবাক্স থেকে টাকা উপার্জন করতে আগ্রহী। যদি আপনার মাধ্যমে তারা নিওবাক্সে সাইনআপ করে তাহলে তারাই হবে আপনার রেফারেল যারা আপনার পক্ষ হয়ে কাজ করবে এবং বিজ্ঞাপন দেখবে এবং যখনই তারা নতুন কোন বিজ্ঞাপনে ক্লিক করবে তখন তাদের সাথে সাথে আপনিও ইনকাম করবেন। যত বেশি রেফারাল হবে তত বেশি অর্থ আপনি আয় করতে পারবেন।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি কিভাবে এত রেফারেল পাবেন? নিওবাক্স দুই ধরনের রেফারেল সমর্থন করে ডাইরেক্ট এবং রেন্টেড। ডাইরেক্ট রেফারেল হলো ওই সমস্ত ব্যক্তি যারা আপনার কথায় প্রভাবিত হয়ে নিওবাক্সে যোগদান করবে। আপনি যদি এখন ভাবতে থাকেন যে এত রেফারেল কোথায় পাবো তাহলে টেক ট্রেইনি নিয়মিত ভিজিট করুন। আমার পরবর্তী পোষ্টে আমি আপনাদের সাথে ডাইরেক্ট রেফারেল পাওয়ার ৭টি কৌশল নিয়ে আলোচনা করবো।
এছাড়া নিওবাক্স যে কোন সাধারণ মেম্বারকে শত শত এমনকি হাজারেরও বেশি রেফারেল ভাড়া করার সুযোগ দিয়ে থাকে যাকে বলা হয় রেন্টেড রেফারেল। রেন্টেড রেফারেলগুলি আপানাকে নিওবাক্সই সরবরাহ করবে। কিন্তু আপনি তাদের বিনামূল্যে পাবেন না। যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি নিওবাক্স থেকে প্রতিদিন ২০ ডলার বা তার বেশি আয় করবেন তাহলে আপনাকে রেফারেল কিনতেই হবে।
প্রতিটি রেন্টেড রেফারেল ৩০ দিনের জন্য আপনাকে কিনতে হবে ০.২০ ডলারের বিনিময়ে। ৩০ দিন পর আপনি আবার সেটি রিনিউ করতে পারবেন। এছাড়াও নিওবাক্স থেকে বিভিন্ন ধরনের রেফারেল প্যাক কেনা যায়। যাদের রেন্টেড রেফারেলের সংখ্যা ২৫০ এর কম তাদের জন্য এটি খুবই উপযোগী।
এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন যে আপনার প্যাক কেনার টাকা কোথায় পাবেন এবং আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনাদের কোন টাকা খরচ করতে হবে না তাই তো? চিন্তার কোন কারণ নেই, আপনাকে এখনও কোন টাকা খরচ করতে হবে না। এখন আমরা যে কৌশলটি শিখব তাতে আপনার উপার্জন প্রতিদিন ০ ডলার থেকে ৬ ডলারে নিয়ে যাবেন। আপনি যদি অ্যাড প্রাইজ, পলিফিস সার্ভের কাজগুলি সঠিক ভাবে করে থাকেন তাহলে ০.৬ ডলার আয় করতে আপনার খুব বেশি সময় লাগবে না।
যখন আপনি ০.৬ ডলারে পৌছাবেন তখন আপনি প্রথম ৩টি রেন্টেড রেফারেল কিনবেন এবং এর জন্য আপনার পকেট থেকে আপনার কোন টাকা খরচ করতে হবেনা। এখানে আমি আপনাদের বলতে চাই যে, ০.৬ ডলার পর্যন্ত পৌছাতে আপনার হয়তো প্রতিদিন কয়েক মিনিট সময় ব্যয় করতে হবে, তাই র্ধৈয্য ধরে কাজটি করুন। আপনার ভাড়া করা প্রতিটি রেফারেল প্রতিদিন ৪টি বিজ্ঞাপনের ক্লিক করবে যার প্রতিটি থেকে আপনার কমিশন ০.০০৫ ডলার। তাহলে চলুন সহজ হিসাবটি করে ফেলি।
১ম ধাপ:
- ৩টি রেন্টেড রেফারেল নেওয়ার পর টানা ১০ দিন কাজ করুন যাতে আপনার আয় হবে।
- ৩টি রেন্টেড রেফারেল x ৪টি বিজ্ঞাপন x ০.০০৫ (প্রতি ক্লিক ) x ১০দিন = ০.৬ ডলার।
২য় ধাপ:
- আরো ৩টি রেন্টেড রেফারেল কিনুন এবং টানা ৫ দিন কাজ করুন যাতে আপনার আয় হবে।
- ৬টি রেন্টেড রেফারেল x ৪টি বিজ্ঞাপন x ০.০০৫ (প্রতি ক্লিক ) x ৫ দিন = ০.৬ ডলার।
৩য় ধাপ:
- আরো ৩টি রেন্টেড রেফারেল কিনুন যাতে আপনার প্রতিদিন আয় হবে
- ৯টি রেন্টেড রেফারেল x ৪টি বিজ্ঞাপন x ০.০০৫ (প্রতি ক্লিক ) = ০.১৮ ডলার।
এভাবে ১৩ দিন একটানা কাজ করুন। তাহলে ১৩ দিন পরে আপনার মোট ইনকাম দাড়াবে-
- ৯টি রেন্টেড রেফারেল x ৪টি বিজ্ঞাপন x ০.০০৫ (প্রতি ক্লিক ) x ১৩ দিন = ২.৩৪ ডলার।
৪র্থ ধাপ:
- এবার ২ ডলার দিয়ে ১০টি রেফারেল কিনে ফেলুন, তাহলে আপনার মোট রেফারেল দাঁড়াবে ১৯ জন এবং ব্যালেন্স থাকবে ০.৩৪ ডলার।
এভাবে আরো ১০দিন কাজ করুন যাতে আপনার আয় হবে-
- ১৯টি রেন্টেড রেফারেল x ৪টি বিজ্ঞাপন x ০.০০৫ (প্রতি ক্লিক ) x ১০ দিন = ৩.৮ ডলার আর আপনার ব্যালেন্সে ছিল ০.৩৪ ডলার মোট = ৪.১৪ ডলার
৫ম ধাপ:
- এবার ৪ ডলার দিয়ে ২০টি রেফারেল কিনে ফেলুন, তাহলে আপনার মোট রেফারেল হবে ৩৯ জন এবং ব্যালেন্স থাকবে ০.১৪ ডলার।
এভাবে আরো ১০দিন কাজ করুন যাতে আপনার আয় গিয়ে দাঁড়াবে-
- ৩৯টি রেন্টেড রেফারেল x ৪টি বিজ্ঞাপন x ০.০০৫ (প্রতি ক্লিক ) x ১০ দিন = ৭.৮ ডলার আর আপনার ব্যালেন্সে ছিল ০.১৪ ডলার মোট = ৭.৯৪ ডলার
ষষ্ঠ ধাপ:
- এবার ৬ ডলার দিয়ে ২০টি রেফারেল কিনুন, তাহলে আপনার মোট রেফারেল ৬৯ জন হবে আর ব্যালেন্স থাকবে ১.৯৪ ডলার।
এভাবে আরো ১০দিন কাজ করুন, আর কাজের ফলে আপনার আয় হবে-
- ৬৯টি রেন্টেড রেফারেল x ৪টি বিজ্ঞাপন x ০.০০৫ (প্রতি ক্লিক ) x ১০ দিন = ১৩.৮ ডলার আর আপনার ব্যালেন্সে ছিল ১.৯৪ ডলার মোট = ১৫.৭৪ ডলার
৭ম ধাপ:
- এবার ১৪ ডলার দিয়ে ৭০টি রেফারেল কিনে ফেলুন, তাহলে আপনার মোট রেফারেল হবে গিয়ে ১৩৯ জন এবং ব্যালেন্স থাকবে ১.৭৪ ডলার।
এভাবে আরো ১০দিন কাজ করুন যাতে আপনার আয় দাঁড়াবে-
- ১৩৯টি রেন্টেড রেফারেল x ৪টি বিজ্ঞাপন x ০.০০৫ (প্রতি ক্লিক ) x ১০ দিন = ২৭.৮ ডলার আর আপনার ব্যালেন্সে ছিল ১.৭৪ ডলার মোট = ২৯.৫৪ ডলার
৮ম ধাপ:
- এবার ২৮ ডলার দিয়ে ১৪০টি রেফারেল কিনুন, তাহলে আপনার মোট রেফারেল হবে ২৭৯ জন এবং ব্যালেন্স থাকবে ১.৫৪ ডলার।
এভাবে আরো ১৬ দিন কাজ করুন যাতে আপনার আয় হবে-
- ২৭৯টি রেন্টেড রেফারেল x ৪টি বিজ্ঞাপন x ০.০০৫ (প্রতি ক্লিক ) x ১৬ দিন = ৮৯.২৮ ডলার আর আপনার ব্যালেন্সে ছিল ১.৫৪ ডলার মোট = ৯০.৮২ ডলার
এখন আপনার ২৭৯টি রেফারেল রয়েছে এবং আপনি তার থেকে প্রতিদিন ২৭৯টি রেন্টেড রেফারেল x ৪টি বিজ্ঞাপন x ০.০০৫ (প্রতি ক্লিক) = ৫.৫৮ ডলার আয় করছেন। আপনি চাইলে আরো ২১টি রেফারেল সহ মোট ৩০০টি রেফারেল কিনতে পারবেন।
তাহলে ৩০০টি রেফারেলের সাথে আপনার প্রতিদিন আয় হবে ৩০০টি রেন্টেড রেফারেল x ৪টি বিজ্ঞাপন x ০.০০৫ (প্রতি ক্লিক ) = ৬ ডলার
যেভাবে প্রতিদিন ২০ ডলার আয় করবেন
নিওবাক্সে একজন সাধারণ মেম্বার ৩০০টির বেশি রেফারেল রেন্ট করতে পারেন না যাদের প্রতি ক্লিকের মূল্য ০.০০৫ ডলার।
তাই প্রতিদিন ২০ ডলার আয় করার জন্য আপনাকে এবার নিওবাক্সের গোল্ডেন মেম্বারশীপ কিনতে হবে যার মাধ্যমে আপনি ২০০০টি রেফারেল রেন্ট করতে পারবেন এবং যাদের প্রতি ক্লিকের মূল্য হবে আগের চাইতে দ্বিগুন অর্থাৎ ০.০১ ডলার। যা থেকে প্রতিদিন ২০ ডলার বা তার বেশি আয় করা কোন ব্যাপারই না।
সবশেষে বলতে চাই, নিওবাক্স থেকে আয় বিশেষ করে প্রতিদিন ২০ ডলার আয় করতে হলে অবশ্যই আপনাকে রেফারেল কিনতে হবে এবং উপার্জিত টাকা ধরে রাখতে হবে। আপনি চাইলে ৫ অথবা ১০ ডলার ক্যাশআউট করতে পারেন যার মাধ্যমে আপনি পেমেন্ট প্রুফও পেয়ে যাবেন আবার আপনার উৎসাহ বেড়ে যাবে। কিন্তু প্রতিদিন ২০ ডলার আপনি তখনই আয় করতে পারবেন যখন আপনি গোল্ডেন মেম্বার হবেন। তাই আমার অনুরোধ আপনার ক্যাশআউট না করে ধৈর্য্য ধরে কাজ করুন। এরপর আপনি চাইলে আপনার পেইজা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন। কিভাবে বাংলাদেশ থেকে পেইজা অ্যাকাউন্ট খুলবেন, পেমেন্ট গ্রহণ করবেন বা উত্তোলন করবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন।
Ridwan says
ভাই আমার মুল একাউন্ট এ 0.74$ সেন্ট আছে কিন্তু আমিত রেফারেল ভাড়া নিতে পারতেছি না। যখনি add fund এ যাইয়া main balance add করি তখনি এই লেখাটা আসে you must have at least 0.10$ in your main balance. ভাই এখন আমি কি করবো যদি বলেন তাহলে অনেক উকৃত হব।
টি আই অন্তর says
আপনার সমস্যাটি জানিয়ে নিওবাক্স এর সাপোর্ট টিমকে [support@neobux.com] এ একটি ইমেইল পাঠান। ওরা ৭২ ঘন্টার ভিতরে সমস্যাটির সমাধান করে দেবে এবং আপনাকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেবে।
Ridwan says
ভাই এখন ত payza সাপোট করে না। এখন skrill and netelerr পেমেন্ট করে। এই গুলা কি ভাবে একাউন্ট করবো যদি বলতে ন।
টি আই অন্তর says
হ্যাঁ ভাই, অবৈধ মানি ট্রান্সফারিং মামলা খাওয়ার পর পেইজা হাজারো রকমের সমস্যায় পড়েছে। অনেকেই তাদের প্লাটফর্ম থেকে তাই পেইজাকে সরিয়ে ফেলে অন্য পেমেন্ট অপশন যুক্ত করেছে। যাইহোক, skrill and netelerr নিয়ে বিস্তারিত পোস্ট আসছে। একটু অপেক্ষা করুন আর চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
Ridwan says
ভাই neobux কি ১০০% payment করে …… .? payment ঠিক মত পরিশুধ করে ……….?
টি আই অন্তর says
Neobux এ কাজ করে কেউ পেমেন্ট পায়, এমনটি এখন পর্যন্ত শুনিনি। তবে শুনেছি Neobux এর পেমেন্ট মেথড পরিবর্তণ করা হয়েছে। এখন আর এটি পাইজা সাপোর্ট করে না। তাই, কাজ করার আগে পেমেন্ট মেথড যাছাই করে নিন। বর্তমান পেমেন্ট মেথড আপনার জন্য সুইটেবল কিনা দেখে নিন।
Saju says
লিখার শুরুতে ভুল আছে মনে হয়! পেমেন্ট পায় এমনটা শুনেননি??
Md Eamul says
কিভাবে RR কিনবো?
jannatunnaim says
লেখাটি সহজ ও সাবলীলভাবে বোঝার মতো সুন্দর করে গুছিয়ে লেখা হয়েছে, ধন্যবাদ লেখককে।
টি আই অন্তর says
ধন্যবাদ, জান্নাতুন নাঈম ভাই। আমাদের সাথেই থাকুন।
Rasel sabit says
লেখাটা অনেক ভালো লাগলো। আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ।
mosarrop says
ভাই আমরা পাছঁজন বন্ধু এক আইপি দিয়ে আলাদা ৫ অথবা ৭টা কম্পিউটারে কাজ করলে সমস্যা হবে????
আর আপনার লেখাটা দারুন ভাল লেগেছে,,,,,,,