সিপিএ মার্কেটিং অনলাইন মার্কেটারদের কাছে বর্তমান সময়ে একটি আলোচিত বিষয়। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমরা অনেকেই জানি যা অনেকটা সিপিএ মার্কেটিং এর কাছাকাছি একটা টার্ম। আপনি হয়তো নতুন ধরণের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা শুনে থাকবেন যেখানে কোনো রকম ডিল না করেই কাজ করে টাকা পাওয়া যায়, যাকে আমরা সিপিএ মার্কেটিং বলে থাকি।
এটি একটি নতুন ধরণের অনলাইন মার্কেটিং যেখানে কাজ করে আপনি টাকা আয় করতে পারবেন। এই আর্টিকেলে আমি আপনাদের জন্য সিপিএ মার্কেটিং সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করেছি যেখান থেকে আপনি জানতে পারবেন কিভাবে সিপিএ মার্কেটিং থেকে আয় করবেন।
জেনে নিন সিপিএ মার্কেটিং সম্পর্কে
সিপিএ মার্কেটিং কি?
প্রথমেই আমাদের জানা উচিত আসলে সিপিএ মার্কেটিং কি? সিপিএ মার্কেটিং এর ফুল ফরম হচ্ছে “কস্ট পার অ্যাকশন”। এটি একটি অনলাইন মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি ধরণ বলা যায়। একটি কোম্পানির গ্রোথ হয়ে থাকে মার্কেটার বা পাবলিশারের মাধ্যমে এবং প্রতিটি প্রোডাক্ট বা সার্ভিস পাবলিশ করার জন্য কোম্পানি থেকে মার্কেটার বা পাবলিশারকে পেমেন্ট করা হয়।
তবে সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে যে-দিক দিয়ে আলাদা তা হলো, অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করলে এবং সেটা সেল হলে আপনি পেমেন্ট পাবেন। কিন্তু সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে এমন কোনো শর্ত থাকে না। সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে কোনো প্রোডাক্ট সেল করার চেয়ে বেশি জোর দেয়া হয় প্রমোটিং এর ক্ষেত্রে। সিপিএ মার্কেটিং মূলত নিচের বিষয়গুলোর উপর নির্ভর করে-
- ভিজিটরদের ইমেইল প্রবেশ করা বা শুধু জিপ কোড প্রদান করা
- টুলবার, সফটওয়্যার বা গেইম ডাউনলোড করা
- সাইটে সাইন আপ করা
- অনলাইন কোনো গেইমের জন্য অ্যাকাউন্ট তৈরি করা
- নিউজলেটারের জন্য সাইন আপ করা, ইত্যাদি।
কেনো সিপিএ মার্কেটাররা কোনো কিছু সেল না করেই টাকা পেয়ে থাকেন?
আপনি যখন সিপিএ মার্কেটিং শিখতে যাবেন, তখন অবশ্যই আপনার মাথায় এই প্রশ্ন আসবে যে, কাস্টমার যদি কোনো কিছু না কিনে থাকে, তাহলে সিপিএ মার্কেটারদের কেনো পেইড করা হয়?
আসলে কোনো কিছু বিক্রি করার জন্য মূলত সিপিএ মার্কেটারদের পেইড করা হয় না। এখানে সিপিএ মার্কেটাররা তাদের অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নতুন নতুন কাস্টমারকে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে নিয়ে যায়। আর যে কোনো বিজনেসের ক্ষেত্রেই নতুন কাস্টমারদের প্রয়োজন হয়।
নতুন কাস্টমারদের কোনো ওয়েবসাইটে ভিজিট করানোর ফলে ভবিষ্যতে তারা এই ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কিনে থাকবেন। সিপিএ মার্কেটাররা ভবিষ্যতের জন্য সম্ভাব্য ক্রেতাদের কানেক্ট করে থাকেন। আর এইজন্যই সিপিএ মার্কেটারদের পেইড করা হয়।
সিপিএ মার্কেটিং এর নিশ সমূহ
আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করে ভালো ইনকাম করতে পারবেন না। তাই আপনাকে খুঁজে নিতে হবে সবচেয়ে ভালো ইনকাম করা যায় এমন সব নিশ। আমি আপনাদের জন্য এখানে টপ কয়েকটি নিশের নাম বলে দিচ্ছিঃ
- মোবাইল অ্যাপস
- ডেটিং
- ওয়েট লস
- ফিনান্স
- ইনস্যুরেন্স
- হাউজিং
- জবস
- সফটওয়্যার
- বিজনেস
- গেমিং
- গ্যাম্বলিং
সিপিএ মার্কেটিং থেকে আপনি কত আয় করতে পারবেন?
সিপিএ মার্কেটিং আপনাকে পেমেন্ট করে থাকবে আপনি কিভাবে পরিচালনা করছেন তার উপর। তবে সাধারণত প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তারা দিয়ে থাকে। অর্ডারের উপর ভিত্তি করে আপনি ১ ডলার থেকে ৬ ডলার পর্যন্ত আশা করতে পারেন।
প্রতিটি ইমেইল ক্যাপচার করার জন্য আপনি ৪ ডালার থেকে ২৫ ডলার পর্যন্ত পেতে পারেন। অন্যান্য মার্কেট যেমন, ইনস্যুরেন্স মার্কেটে আপনি প্রতি কাজের জন্য ২২ ডলার পেতে পারেন। তবে আপনার একটি অফারে যদি একের অধিক মানুষ রেসপন্স করে, তবে অই কাজের জন্য আপনাকে যে সিঙ্গেল একটা অ্যামাউন্ট দেয়া হতো তার সাথে ক্রেতার সংখ্যা গুণ করে আপনাকে পেইড করা হবে।
তাহলে বুঝতেই পারছেন আপনি ৫ ডলারের একটি কাজ শেয়ার করলে যদি ৪ জন রেসপন্স করে, তবে আপনি ২০ ডলার পেয়ে যাবেন।
বিগেনার হিসেবে সিপিএ মার্কেটিং শুরু করার জন্য কিছু টিপস
তাহলে আপনি এখন কিভাবে সিপিএ মার্কেটিং শুরু করবেন? শুরু করার জন্য অবশ্যই কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে।
উপযুক্ত স্থান বেছে নিন
সিপিএ মার্কেটিং শুরু করার আগে আপনাকে প্রথমেই একটি উপযুক্ত স্থান বেছে নিতে হবে। আপনার উচিৎ সিপিএ মার্কেটিং এর ভালো স্থানগুলো সম্পর্কে রিসার্চ করে তারপর যেটি আপনার কাছে সহজ মনে হবে সেটি ফলো করা। আপনাকে অবশ্যই এই বিষয়ে ধারণা নিতে হবে। আপনি চাইলে এই সাইটগুলোতে ভিজিট করতে পারেন, ‘Affplus.com; ‘Odigger.com; এবং ‘OfferVault.com’।
সিপিএ নেটওয়ার্কে সাইন আপ করা
সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রেও আপনাকে অ্যাফিলিয়েট বা পাবলিশারের মতোই অ্যাপ্লিকেশন ফরম ফিল আপ করতে হবে। আপনাকে কিছু বেস্ট সিপিএ নেটওয়ার্ক এবং মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা নিতে হবে। আপনি চাইলে ‘AffPaying.com’ এই সাইটে ভিজিট করতে পারেন। এটি একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক রিভিউ সাইট। এই সাইট আপনাকে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, পেমেন্ট ম্যাথড বা রেফারেল কমিশন সম্পর্কে অনেক ধারণা দিয়ে থাকবে। আপনি চাইলে শুধু সিপিএ নেটওয়ার্ক সম্পর্কেও সার্চ করতে পারেন।
আবার আপনি চাইলে ‘oDigger.com’ এই সাইটও ব্যবহার করতে পারেন, এখানেও অনেক রিভিও পাবেন সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে। আপনি যখন নেটওয়ার্ক রিভিও সম্পর্কে জানতে পারবেন, তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটিতে আপনার জয়েন করা উচিত।
আমি এখানে আপনাদের সিপিএ মার্কেটিং নিয়ে সব কিছু বলতে পারিনি। লেখাটি বড় হয়ে যাওয়ায় আমি দ্বিতীয় পর্বে বাকি অংশ লিখেছি। ২য় পর্বটি পড়তে এখানে ক্লিক করুন। তবে আপনার যে বন্ধুরা সিপিএ মার্কেটিং শিখতে চায় বা জানতে আগ্রহী তাদের সাথে লেখাটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
Kabir says
আমি সিপিএ মার্কেটিং করতে চাই এবং এ ব্যাপারে আপনাদের সাহায্য চাই। কিভাবে সিপিএ মার্কেটিং শুরু করবো আর কিভাবে এ কাজে সফলতা পাবো, সবকিছু জানালে আমি খুশি হবো।
টি আই অন্তর says
ধন্যবাদ, কবির ভাই। সিপিএ মার্কেটিং নিয়ে এ লেখাটি লিখেছেন আমাদের পুরনো লেখক, অভিজিৎ মোদক। ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি এখন আর আমাদের এখানে লিখছেন না। তবু, আমরা চেষ্টা করবো উনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে হেল্প করার কথা বলতে। এর মাঝে আপনি এই লেখাটার ২য় পর্ব, সিপিএ মার্কেটিং টিপস্-২ পড়ে নিতে পারেন। এখান থেকে হয়তো আপনি কিছু সাহায্য পাবেন এবং আপনার অনেক প্রশ্নের উত্তরও মিলে যেতে পারে।
Rabeya says
টিপস্ টা কোথায়?