আপনি যদি একজন নিয়মিত এবং প্রফেশনাল ডিজাইনার হয়ে থাকেন, তবে আপনি ইতোমধ্যে ডিজাইনের ক্ষেত্রে প্লাগইনের গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন। কেননা প্লাগইন আপনার কাজকে যেমন দ্রুত করবে, তেমনি কাজকে করবে নিখুঁত এবং আকর্ষণীয়।
ইন্টারনেটে ডিজাইনের জন্য অসংখ্য প্লাগইন ডাউনলোড করার মাধ্যম রয়েছে। অনেক প্লাগইন আছে প্রিমিয়াম, যা টাকা দিয়ে কিনতে হয় আর কিছু আছে ফ্রি। তবে এত সব প্লাগইনের মধ্যে থেকে কোনটির কাজ কি, তা সম্পর্কে আমারা অনেকেই অনভিজ্ঞ।
যাই হোক আপাতত আপনাকে চিন্তা করতে হবে না, কারণ আজকে আমি জনপ্রিয় এবং অধিক ব্যবহৃত কিছু প্লাগইন শেয়ার করবো। আর এর সব গুলো আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি।
দ্রুত ডিজাইন করতে ফ্রি প্লাগইন
১. Font Face Ninja
ডিজাইন করতে হলে, ফন্টের গুরুত্ব কত সেটা বোঝানোর প্রয়োজন নেই। গ্রাফিক্স কিংবা ওয়েব ডিজাইন উভয় ক্ষেত্রে ফন্ট অধিক গুরুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের জন্যে অনেক ফ্রি ফন্ট পাওয়া যায়।
অনলাইন বা ওয়েবসাইটে অনেক সময় আমরা অনেক ফন্ট দেখি কিন্তু নাম জানি না। Font Face Ninja আপনাকে এর নাম জানতে সাহায্য করবে।
এর আরও কিছু সুবিধা:
- ওয়েবসাইটে ফন্টের সাইজ জানতে পারবেন
- কোন ইমেজে বা ফটোতে ফন্ট থাকলে তার নাম জানতে পারবেন
- পছন্দের ফন্ট সরাসরি ডাউনলোডের সুবিধা
- প্রিমিয়াম ফন্টের ক্ষেত্রে মূল্য দেখা এবং ডাউনলোডের সুবিধা
২. Fontea
এটাও আপনাকে ফন্ট ডাউনলোডের সুবিধা দিবে। এটা বর্তমানে শুধু এডোবি ফটোশপে সাপোর্ট করে। তবে খুব দ্রুত স্কেচেও এই প্লাগইন ব্যবহার করা যাবে।
সুবিধা:
- সম্পূর্ণ ফ্রি প্লাগইন
- ৮০০ গুগল ফন্ট প্রিভিউ সহ, ফটোশপের মধ্যে সরাসরি ডাউনলোড করা যায়
৩. ColorZilla
ডিজাইন করবেন কিন্তু কালার ব্যবহার করবেন না, তা কি করে হয়। দ্রুত কালার বা গ্রেডিয়েন্ট ব্যবহারের জন্য ColorZilla জাদুর কাঠির মত কাজ করে।
এর কিছু সুবিধা:
- যেকোন ওয়েবপেজের কালার আইডপার দিয়ে কালার কোড নেয়া যায়
- ওয়েবপেজের কালার বিশ্লেষণ করা যায়
- সিএএস এর জন্য গ্রেডিয়েন্ট জেনারেটর করলে, অটো সিএএস কোড তৈরি হয়ে যায়
- প্রি-ইন্সটল কালার প্যালেট আছে
- অটো কপি এবং কি-বোর্ড শর্টকাট রয়েছে
৪. Layrs Control 2
এই প্লাগইনের মাধ্যমে আপনার ফটোশপের লেয়ার গুলোকে দ্রুত কাস্টোমাইজ করা যায়।
আরও কিছু সুবিধা:
- লেয়ারের নাম এডিট
- অব্যবহৃত লেয়ার ডিলিট
- সবগুলো লেয়ার ইফেক্ট একসাথে কাস্টোমাইজ
- স্মার্ট অবজেক্ট তৈরি বা রাস্টারাইজ করার সুবিধা
Adobe Photoshop: ডাউনলোড লিংক
৫. Pexels
ডিজাইনের জন্য ছবি অনেক গুরুত্বপূর্ণ। তবে ফটোশপে ডিজাইনের সময় অনেক ক্ষেত্রে নতুন ছবির প্রয়োজন হয় তখন কষ্ট করে ব্রাউজারে না খুঁজে এই সফটওয়্যারের মাধ্যমে ফটোশপের মধ্য থেকে ডাউনলোড করতে পারেন।
সুবিধা:
- ৩০ হাজারের বেশী ফ্রি ছবি
- প্রিভিউ এবং সরাসরি ডাউনলোডের সুবিধা
Leave a Reply