ইন্টারনেট থেকে আয়ের কথা শুনলেই মাথায় প্রথমেই আসে আপওয়ার্ক কিংবা অন্যান্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে ক্লায়েন্ট ভিত্তিক কাজের কথা। কেউ কেউ আবার কাজের দক্ষতার অভাবে বিজ্ঞাপন দেখে আয় করাকেই অনলাইন থেকে আয়ের একমাত্র উপায় ভেবে বসে। বাধা ধরা এসব নিয়মে আয় করতে ব্যর্থ হয়ে অনেকেই হতাশায় ভোগেন। কারণ আমরা জানি বাংলাদেশ থেকে বর্তমানে আপওয়ার্ক বা অন্যান্য মার্কেটপ্লেসগুলিতে অ্যাকাউন্ট করা কতটা কষ্টের। অন্যদিকে বিজ্ঞাপন দেখে আয় করা সম্ভব হলেও তাকে নিজের পেশা হিসেবে বেছে নেওয়ার মত কোন যুক্তি নেই। কিন্তু আমাদের সকলেরই এটি বুঝে নেওয়া উচিৎ যে ইন্টারনেট থেকে আয়ের কোন বাধা ধরা নিয়ম নেই। আপনি আপনার যে কোন কাজের বিনিময়েই টাকা আয় করতে পারেন। আজকের পোষ্টে বাংলাদেশে সম্প্রতি জনপ্রিয় হয়ে ওঠা দারাজ ডট কম থেকে আয় করার উপায় নিয়ে আমরা কথা বলব।
দারাজ ডট কম থেকে আয়
আমাদের দেশে ই-কমার্স ইন্ডাস্ট্রি খুব দ্রুত প্রসার লাভ করে চলেছে। মানুষ এখন তার চাহিদার সকল পণ্য অনলাইন থেকে কিনতে পছন্দ করে। সেই সুবাদে বাংলাদেশের সবাই এখন মোটামুটি দারাজ ডট কমের সাথে পরিচিত। বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে তারা তাদের সফলতার মাইলফলক স্থাপন করেছে। প্রতিদিন সমগ্র বাংলাদেশে তাদের হাজার হাজার পণ্য বিক্রি হচ্ছে। আপনি যদি চান তাহলে খুব সহজেই আপনি দারাজ ডট কম থেকে আয় করতে পারেন।
যেভাবে আয় হবে
দারাজ ডট কমের রয়েছে অ্যাফিলিয়েশন প্রোগ্রাম যার সদস্য হয়ে আপনি দারাজের বিক্রির পণ্যের উপর ৯% পর্যন্ত কমিশন পেতে পারেন। যাদের অ্যাফিলিয়েশন সম্পর্কে ধারনা নেই তাদের বলতে চাই অ্যাফিলিয়েশন হল এক ধরনের ডিজিটাল মার্কেটিং। আপনার মাধ্যমে কোন ক্রেতা যদি দারাজ ডট কম থেকে কোন পণ্য ক্রয় করে তাহলে আপনি যেহেতু তাকে দারাজে পাঠিয়েছেন সেহেতু দারাজ ডট কম আপনাকে বিক্রিত পণ্যটির মোট মূল্যের উপর একটি কমিশন প্রদান করবে।
আপনার যা করণীয়
এ কাজটি করার জন্য অবশ্যই আপনার একটি নিজস্ব ওয়েবসাই বা ব্লগ থাকতে হবে। এরপর আপনাকে দারাজ ডট কমের অ্যাফিলিয়েশন প্রোগ্রামের সদস্য হতে হবে। এখানে ক্লিক করে আপনি দারাজ ডট কম থেকে আয় করার জন্য অ্যাফিলিয়েশন প্রোগ্রামে যোগ দিতে পারেন । এরপর আপনার ওয়েবসাইট বা ব্লগটির বিষয়ের সাথে মিল রেখে আপনাকে দারাজ থেকে বিভিন্ন পণ্য নির্বাচন করতে হবে।
মনে করুন আপনার ওয়েবসাইটটি যদি রুপচর্চা বিষয়ক হয়ে থাকে তাহলে আপনি বিভিন্ন মেক আপ, কসমেটিকস ইত্যাদি পণ্য নির্বাচন করতে পারেন বা রান্না বান্না বিষয়ক হয়ে থাকলে রান্নার বিভিন্ন সামগ্রী বা কিচেনে ব্যবহৃত বিভিন্ন পণ্য নির্বাচন করতে পারেন। এরপর ওই পণ্যটি নিয়ে আপনার ব্লগে বা ওয়েবসাইটে সুন্দরভাবে কিছু আর্টিকেল করুন।
আপনি যদি একটি ইলেকট্রিক চুলা নির্বাচন করে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটে চুলাটির বিভিন্ন ভালো দিক, কেন সেটি দারাজ ডট কম থেকে ক্রয় করলে ক্রেতা লাভবান হবে ইত্যাদি বিষয় নিয়ে লিখুন এবং আপনার অ্যাফিলিয়েট লিংকটি দিয়ে দিন। যদি ক্রেতা পণ্যটি সম্পর্কে আগ্রহী হয়ে থাকে তাহলে সে অবশ্যই লিংকে ক্লিক করবে এবং দারাজ ডট কম থেকে ক্রয় করবে। আর পণ্যটি বিক্রি হয়ে গেলেই আপনি আপনার কমিশন পেয়ে যাবেন।
পেমেন্ট প্রক্রিয়া ও অন্যান্য সুবিধা
দারাজ ডট কম থেকে আয় করার জন্য অ্যাফিলিয়েশন প্রোগ্রামে যোগ দিলে যে সকল সুবিধা পাওয়া যায় তার মধ্যে অন্যতম গুলি হলো:
- বিক্রিত পণ্যের উপর শতকরা ৯% কমিশন পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি এমন একটি পণ্য নির্বাচন করেন যার মূল্য ১০০ টাকা এবং কমিশন ৯% তাহলে আপনার ওয়েবসাইট থেকে আসা ক্রেতা যদি সেটি ক্রয় করেন তাহলে প্রতিবার বিক্রির ক্ষেত্রে আপনি ৯ টাকা করে কমিশন লাভ করবেন।
- আপনার লিংক থেকে দারাজ ডট কমে যদি কোন ক্রেতা একবার যান তাহলে উক্ত ক্রেতা তার পরবর্তী ৩০ দিনের ভিতরেও যদি সরাসরি দারাজ ডট কমে যেয়ে পণ্যটি ক্রয় করেন তাহলেও আপনি আপনার কমিশন পাবেন।
- আপনি বাংলাদেশের যে কোন ব্যাংকের মাধ্যমে আপনার কমিশন গ্রহণ করতে পারবেন।
- আপনি অ্যাফিলিয়েশন প্রোগ্রামে যোগ দিলে আপনাকে সব সময় সহযোগীতা করার জন্য দারাজের রয়েছে একদল দক্ষ সাপোর্ট টিম।
- আপনার ওয়েবসাইট থেকে আগত ক্রেতাদের বিভিন্ন তথ্য দেখা ও যাচাই করার জন্য রয়েছে শক্তিশালি ড্যাশবোর্ড।
- এছাড়াও অ্যাফিলিয়েশনের সাথে সাথে আপনি পাবেন তাদের অ্যাড পার্টনারশীপ প্রোগ্রাম যার মাধ্যমে আপনি তাদের দেয়া বিভিন্ন বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে দেখিয়েও আয় করতে পারবেন।
অ্যাফিলিয়েশনের ধারণাটি অনলাইনে নতুন কিছু নয়। কিন্তু ইংরেজী ভাষায় একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাংক করাতে হলে তার জন্য অনেক পরিশ্রম এবং দক্ষতা প্রয়োজন। তাছাড়া এভাবে কাজের জন্য অনেক বেশি বিনিয়েগও করতে হয়। কারণ ইংরেজী ভাষায় দক্ষতা না থাকার কারণে আমাদের সাধারণত বাইরের কোন ফ্রিল্যান্সারকে দিয়ে কন্টেন্ট লেখাতে হয় যা অনেক বেশি ব্যয়বহুল। সেখানে অনেক কম টাকা খরচ করে একটি বাংলা ওয়েবসাইট দাড় করিয়ে নিজের আর্টিকেল নিজে লিখে পণ্য বিক্রির মাধ্যমে দারাজ ডট কম থেকে আয় করা সম্ভব।
আপনারা যদি চান যে কিভাবে বাংলাদেশ থেকে সম্পূর্ণ বাংলাভাষায় একটি ওয়েবসাইট দাড় করিয়ে তা থেকে কিভাবে দারাজ ডট কম থেকে আয় করতে হবে তার পূর্ণ টিউটোরিয়াল দেয়া হোক তবে অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা আগ্রহ প্রকাশ করলে আমরা এর উপর পূর্ণ একটি সিরিজ পোষ্ট করবো যার মাধ্যমে আপনাদের প্রতিটি কাজ ষ্টেপ বাই ষ্টেপ করে দেখানো হবে। তাই যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই কমেন্ট করুন।
জ্বি, আমি চাই। আশা করি, আরো অনেকেই মনে মনে চায়।
ইনশাল্লাহ্, আপনার চাওয়া পূর্ণ হবে, অচিরেই আমরা এ কাজটায় হাত দেবো।
খুবই ভাল উদ্যোগ, বাংলাদেশের ই-কমার্স সাইট থেকে ইনকাম করার সুযোগ থাকলে অনেক বেকার লোকজনের উপকার হবে। এই বিষয়ের উপরে আরো বিস্তারিত ইনফরমেশন আশা করছি।
আপনি ঠিকই বলেছেন, আসলেই এটা একটা ভাল উদ্যোগ আর এ বিষয়ে আমরা নিশ্চয়ই আরো তথ্যবহুল পোস্ট দেবো।
হ্যা ভাই আমি চাই…! ভাই দেখুন তো এটা আমার সাইট এটা দিয়ে কি আমি দারাজ ডট কম এ এফিলিয়েট মার্কেটিং করতে পরবো..?
http://freetunes24.com
আপনার সাইটটি দেখেছি, বেশ ভাল। আপনি অবশ্যই এই সাইট দিয়ে দারাজে এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তবে, সেলস্ এর জন্য দরকার হবে ভিজিটর, ওই দিকেও মনোযোগ দেবেন।
কিভাবে নিজের ওয়েব সাইট তৈরি করা যায় একটু জানালে উপকৃত হবো ।
ধন্যবাদ, ফয়সাল। নিজের ওয়েবসাইট তৈরি করা এখন আর কঠিন কোন কাজ নয়। এ কাজটি করার জন্যে “নিজে নিজে ওয়েবসাইট তৈরি করা শিখুন” শিরোনামের এই লেখাটি দেখতে পারেন। নিজে নিজে ওয়েবসাইট তৈরির জন্যে সবচেয়ে ভাল প্লাটফর্ম হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাই জেনে নিন কিভাবে মাত্র ৫ মিনিটে ওয়ার্ডপ্রেসে নিজের একটি ওয়েবসাইট তৈরি করবেন। আর ওয়েবসাইটের জন্যে একটা ভাল কোম্পানী থেকে ডোমেইন ও হোস্টিং কিনে নিন। যেহেতু আপনি ওয়েবসাইট দিয়ে কিছু একটা করতে চাইছেন, তাই প্রি ডোমেইন কিংবা হোস্টিং ইউজ করা ঠিক হবে না।
আমি আপনার সাথে সরাসরি দেখা করতে চাই ভাইয়া। কারন অনেক লেখাই পড়ি, তবে আপনার লেখাটা এই প্রথম মনে ধরলো।
খুব ভাল একটা সংবাদ। আমার ভাল লাগছে। আমি কাজ করার চেষ্টা করব ইনশাআল্লা।