বিশ্বের সবচেয়ে দামী কম্পিউটার মাউস কোনটি? একটি নয় একাধিক মাউস রয়েছে যেগুলোর দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। মাউস কম্পিউটারে ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। সাধারণত, মাউসের কথা আসলে ৫০০ টাকা থেকে বড় জোর ২০০০ টাকা পর্যন্তই আমাদের মাথায় আসে। কিন্তু এ তালিকায় এমন মাউস রয়েছে যার দাম ৩১ লক্ষ টাকা।
বিশ্বের প্রথম কম্পিউটার মাউস
বিশ্বের প্রথম মাউস তৈরি হয়েছিল ১৯৬৩ সালে যা তৈরি হয়ে ছিল কাঠ দিয়ে এবং এর মধ্যে ছিল একটি মাত্র বাটন। সময়ের সাথে পাল্লা দিয়ে কাঠের তৈরি মাউসের ব্যাপক পরিবর্তণ সাধিত হয়েছে। তারযুক্ত মাউস থেকে আমরা পেয়েছি তারবিহীন মাউস, সেই সাথে একটি বাটনের মাউস থেকে আমরা পেয়েছি অসংখ্য বাটন যুক্ত মাউস।
কম্পিউটার মাউসের আবিস্কারক
জেরক্স আল্টো কম্পিউটার সিস্টেমের জন্যে ডগলাস এঙ্গেলবার্ট পৃথিবীর প্রথম মাউস তৈরি করেন। আর এই মাউসটি তৈরির যাবতীয় ব্যয় স্পন্সর করেছিল স্টামফোর্ড ইউনিভার্সিটি। ডগলাস তখন ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে স্টামফোর্ডের রিসার্চ ইনস্টিটিউটে জব করতেন।
কম্পিউটার মাউসের প্রাথমিক নাম
শুরুর দিকে কম্পিউটার মাউসের নাম ছিল এক্স-ওয়াই পজিশন ইন্ডিকেটর ফর এ ডিসপ্লে সিস্টেম। আর এটি সর্বপ্রথম ১৯৭৩ সালে জিরক্স আল্টো কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হয়। এরপর প্রথম বড় আকারে মাউস ব্যবহার করা হয় অ্যাপল লিসা কম্পিউটারে।
দামী কম্পিউটার মাউস
যদিও কম্পিউটারে অন্যান্য যন্ত্রাংশের সাথে তুলনা করলে মাউসের দাম নিতান্তই অনেক কম। তবে, আজকে আমি বাজারে থাকা এমন সব মাউস নিয়ে আলোচনা করব যাদের দাম শুনলে বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। যার মধ্যে বেশিরভাগ মাউস তৈরিতে ব্যবহার করা হয়েছে স্বর্ণ কিংবা হীরা।
তাহলে চলুন দেরি না করে এখনি ১০টি বিলাসবহুল দামী মাউসের তালিকা দেখে নেই। আর কেউ যদি কম দামের সেরা ওয়্যারলেস মাউস কিনতে চান, তবে দেখে নিতে পারেন এই ১০টি মাউস।
১০. Crocodile Skin Gold Mouse Ferrari
- দাম ১৪ লক্ষ ৫৮ হাজার টাকা।
এই মাউসের নামটি তার বিলাসবহুল চিত্র পুরোপুরি চিত্রিত করেছে। কারণ এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উপাদান কুমিরের চামড়া দিয়ে তৈরি। এই মাউসের সম্পূর্ণ অংশই কুমিরের চামড়া দিয়ে তৈরি। অতিরিক্ত আরও যোগ করা হয়েছে ব্লু ডায়মন্ড এবং ১৪ ক্যারেট খাঁটি সোনা।
এটি ডিজাইন ও তৈরি করেছে এমজে আর্ট স্টুডিও যা এর নকশায় দেখা যায়। ডিজাইন গতানুগতিক হলেও ধনী ব্যক্তিদের জন্য এটি বেশ মানানসই ও বিলাসবহুল মাউস।
৯. MJ Python Leather Mouse
- ১৫ লক্ষ ৭ হাজার টাকা
এটা হল এমজে স্টুডিওর আর একটি মাস্টারপিস মাউস। এই মাউসটি তৈরি করা হয়েছে পাইথনের খাঁটি চামড়া দিয়ে। যা কুমিরের চামড়া থেকে বেশী মূল্যবান হিসাবে বিবেচিত হয়।
বিলাসবহুল এমজে পাইথন লেদার দ্বারা তৈরি এই মাউসটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য স্ক্রল বলটিকে ২টি খাঁটি সোনার প্লেটের দ্বারা লক করা হয়েছে। বিলাসবহুল এমজে পাইথন লেদার মাউসের দাম ধরা হয়েছে ১৫ লক্ষ ৭ হাজার টাকা।
৮. Gigabyte Bling-Bling GM-M7800S Wireless Mouse
- ১৫ লক্ষ ৭৩ হাজার টাকা
এটি মূলত একটি ওয়্যারলেস মাউস এবং এর উভয় পাশের বাটনগুলোতে মোট ১৮ ক্যারাট স্বর্ণ ব্যবহার করা হয়েছে। মূল্যবান স্বরোভস্কি ক্রিস্টাল ব্যবহারের কারণে এর ডিজাইন আরও বেশী আকর্ষণীয় হয়ে উঠেছে।
Gigabyte Bling-Bling GM-M7800S Wireless Mouse এর মধ্যে রয়েছে চামড়ার আচ্ছাদন যার প্রান্তগুলিতে সেলাই করা। এর মধ্যে লেজার ট্র্যাকিং সিস্টেম রয়েছে যার ফলে ব্যবহারের সময় এটি নিয়ন্ত্রণ করা বেশ সহজ এবং আরামদায়ক।
৭. Gold Metal Sun Mouse
- ১৬ লক্ষ ৯০ হাজার টাকা
গোল্ড মেটাল সান মাউস মূলত তাদের মাউস সংগ্রহের নবম সংস্করণ। মাউসটি দেখতে যেমন খুব সুন্দর, তেমনি এটি সম্পূর্ণরূপে কার্যক্ষম। এর আকার একটি বৃত্তাকার ডিস্কের মতো এবং পুরো বডি খাঁটি সোনা দিয়ে আবৃত।
যারা আকর্ষণীয় এবং উজ্জ্বল আর সেই সাথে দামী খুঁজে থাকেন, তাদের শখ পূরণের জন্য জ্বলজ্বল করা এই মাউসটি উপযোগী। এর আকারটি একেবারেই আলাদা যার জন্য এটি মাউসের মতো দেখতে লাগে না।
৬. Logitech Air 3D Laser Mouse
- ২০ লক্ষ ৪২ হাজার টাকা
এই এয়ার লজিটেক থ্রিডি মাউসটি তৈরি করেছে লজিটেক। এই মাউসের সাথে রয়েছে একটি স্বর্ণের কেস, মাইক্রো ফ্ল্যাশ ড্রাইভ এবং একটি ডায়মন্ডের রিং।
আপনার লাইফ স্টাইলকে বিলাসবহুল করার পাশাপাশি আপনার কাজের মানও বৃদ্ধি করবে। এই মাউসের উচ্চ মূল্য হওয়ার অন্যতম কারণ সর্বোত্তম পারফরম্যান্স এবং পাশাপাশি তার বিলাসবহুল রূপ।
৫. White Gold USB Mouse
- ২২ লক্ষ ৫৯ হাজার টাকা
সাদা স্বর্ণের এই ইউএসবি মাউসটি পুরো পৃথিবীতে এক সময়ে সবচেয়ে দুর্দান্ত এবং ব্যয়বহুল মাউস হিসাবে পরিচিত ছিল। এটি খাঁটি ১৮ ক্যারেট সাদা স্বর্ণ থেকে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে মূল্যবান ৫৯টি হীরার টুকরো দিয়ে ফুলের ডিজাইন করা।
হীরা ব্যবহার করে যে কেউ ইচ্ছামত নিজের কিংবা যে কোন নামও যোগ করা যাবে এই অসাধারণ ডিজাইনের বিলাসবহুল মাউসটিতে।
৪. MJ Blue Sapphire Mouse
- ২৩ লক্ষ ৬০ হাজার টাকা
আবার ফিরে এল এমজে স্টুডিওর ডিজাইন এবং তৈরি করা অতি সুন্দর একটি মাউস। এই মাউসটি পুরোপুরি নীলকান্তমণি দ্বারা আবৃত এবং স্বর্ণের ফ্রেমে আবদ্ধ।
অত্যন্ত বিলাসবহুল এই মাউসটি খুব সীমিত পরিমাণে তৈরি করা হয়েছিল। এটিকে আরও বেশী বিলাসবহুল চেহারা দেয়ার জন্য কালো স্বর্ণের বাক্সে প্যাক করা দেয়া হতো।
৩. Black Diamond Logitech Mouse
- ২৬ লক্ষ টাকা ১৫ হাজার টাকা
ব্ল্যাক ডায়মন্ড লজিটেকের তৈরি আরেকটি সৃজনশীল এবং ব্যয়বহুল মাউস। এটি ব্ল্যাক ডায়মন্ড দিয়ে আবৃত এবং যেহেতু এটা অনেক মূল্যবান বস্তু দিয়ে তৈরি তাই এটা খুব সীমিত পরিমাণে তৈরি করা হয়েছিল।
প্রযুক্তি প্রেমী এবং ডায়মন্ড প্রেমী ব্যক্তিদের জন্য সেরা বিকল্প। এটি ওয়্যারলেস মাউস ফলে টেবিলে রাখলে এর বিলাসবহুল চেহারা পুরো টেবিলের চেহারা বাড়ায়।
২. MJ Luxury VIP Mouse
- ২৯ লক্ষ ৪০ হাজার টাকা
আবারও চলে আসলো এম জে স্টুডিওর দ্বারা নির্মিত মাউস। যা সাদা অস্ট্রিয়ান স্ট্রাস থেকে তৈরি এবং পুরোপুরি হীরা দিয়ে আবৃত। এর পুরো শরীর হীরা দিয়ে আবৃত।
বিশ্বের বেশিরভাগ কোটিপতি তাদের টেবিল এই মাউসটি রাখতে পছন্দ করে। এটি প্রথমে মাত্র ১০০ কপি তৈরি করা হয়েছিল। কিন্তু খবরটি বাজারে আসার সঙ্গে সঙ্গেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবক’টি মাউসের অর্ডার হয়ে যায়। যারা অর্ডার করেছিল তাদের বেশিরভাগই ছিল কোটিপতি ব্যবসায়, অল্প সংখ্যক অর্ডারকারী ছিল ধন্যাঢ্য সৌখিন লোক।
১. The Gold Bullion Wireless Mouse
- ৩১ লক্ষ ১২ হাজার টাকা
এবার আসলাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কম্পিউটার মাউস নিয়ে। যা দেখতে স্বর্ণের ইটের মতো। এই মাউসের মোট দৈর্ঘ্য ১০৪। এটি একই সাথে ম্যাক এবং অন্যান্য পিসির সাথে কাজ করে।
সাধারণ মাউসের মতো এই দামী মাউসটিতে ডান ও বামের বাটন এবং একটি আপ-ডাউন স্ক্রলিং হুইল আছে। দামের কারণে এটি কেবল ধনাঢ্য ব্যক্তিরাই কিনতে পেরেছিল।
শেষ কথা
এই ছিল আজকে বিশ্বের সবচেয়ে দামী কম্পিউটার মাউসের তালিকা। জানি বেশিরভাগ মানুষের পক্ষে এসব মাউসের দাম বিশ্বাস হবে না কিন্তু এ যাবৎকালের সবচেয়ে দামি ১০টি ফোনের তালিকা দেখলেও আরও অবাক হয়ে যাবেন। যাই হোক আপনি যদি এই দশটি মাউসের কোন একটি ব্যবহার করে থাকেন, তবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
Leave a Reply