আপনি যেই পেশাতেই থাকুন না কেন, ডিজিটাল মার্কেটিং কোর্স আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর যদি অনলাইনে কাজ কিংবা ব্যবসা করে থাকেন, তাহলে এই কোর্স করা আপনার জন্য আবশ্যক। বর্তমানে প্রায় সব ধরণের কোর্সই অনলাইনেই করা যায়। আর সেগুলোর মাঝে ডিজিটাল মার্কেটিংও রয়েছে।
ডিজিটাল মার্কেটিং শেখার ৬টি লাভ সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত আছেন। ব্যবসা বাণিজ্যের একটা বিশাল অংশ এখন ডিজিটালি নিয়ন্ত্রণ করা হয়। তাই, এই সেক্টরে দক্ষদের দারুণ চাহিদা তৈরি হচ্ছে। আপনিও যদি ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ হয়ে নিজের দূর্দান্ত ক্যারিয়ার গড়তে চান, তবে আপনাকে অবশ্যই কিছু কোর্স করে নিতে হবে।
অনলাইনে ফ্রি এবং প্রিমিয়াম ২ ধরণের কোর্স করা যায়। আপনার যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকে, সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হল ফ্রি কোর্সগুলো করা। এর ফলে, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাব। এছাড়া, পরবর্তীতে কোন প্রিমিয়াম কোর্সে অংশগ্রহণ করলে সহজেই শিখে নিতে পারবেন।
উপরের বিষয়গুলো মাথায় রেখে, আজকে আমরা ফ্রিতে করা যায় এমন ৫টি ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে হাজির হলাম। এখানে দেয়া সবগুলো কোর্স আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। কোর্সগুলো আপনার ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল বহুগুণে বৃদ্ধি করবে। ডিজিটাল মার্কেটার হতে চাইলে কিছু বিশেষ দক্ষতা অর্জণ করা দরকার যা আপনি এই সব কোর্সগুলো থেকে জানতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং কোর্স
Google Digital Garage
গুগলের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে, গুগলের ডিজিটাল গ্যারেজের নাম হয়তো আজকে প্রথম শুনছেন। গুগল ডিজিটাল গ্যারেজের যাত্রা শুরু হয় ২০১৫ সালে। এটা একটি ফ্রি ট্রেনিং সেবা। তাদের নিকট থেকে এখন পর্যন্ত ৪ লক্ষ মানুষ ফ্রি ট্রেনিং নিয়েছে। তাহলে আপনি বাদ যাবেন কেন!
গুগলের ডিজিটাল গ্যারেজে ২৫টির মত কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে। আর এই ২৫টি কোর্স সম্পূর্ণ ফ্রি। তাদের ডিজিটাল মার্কেটিংয়ের উপর ফান্ডামেন্টাল কোর্সটি করলে, আপনি ফ্রি সার্টিফিকেট পাবেন। গুগলের এই কোর্সগুলো করলে আপনি যা যা জানবেন।
- ডিজিটাল মার্কেটিংয়ের মৌলিক জ্ঞান।
- অনলাইন বিজনেস করার উপায়।
- বেশি বেশি কাস্টমার পাওয়ার উপায়।
- অনলাইনে বিজ্ঞাপন দেয়ার সঠিক উপায়।
- অন্যান্য দেশে আপনার ব্যবসা কিভাবে সম্প্রসারণ করবেন।
- কাস্টমারদের চাহিদা এবং বিজনেস কন্টেন্ট তৈরির পদ্ধতি।
- মেশিন লার্নিং, কোডিং ইত্যাদি আরও অনেক কিছু।
Skillshare Digital Marketing
Skillshare হল অনলাইন কোর্সের জনপ্রিয় ওয়েবসাইট। শুধু মাত্র ডিজিটাল মার্কেটিংয়ের উপর এদের ওয়েবসাইটে ৩০টির মত কোর্স রয়েছে। সবগুলো কোর্স সম্পূর্ণ ফ্রিতে করা যাবে। প্রত্যেকটি কোর্স ভিডিও ভিত্তিক অনলাইন কোর্স। তাদের কোর্সে যা যা জানতে পারবেন।
- স্যোশাল মিডিয়া মার্কেটিং।
- মার্কেটিং টিপস এবং ট্রিকস।
- মার্কেটিং কন্টেন্ট তৈরি।
- গুগল অ্যাডস।
- ইমেল মার্কেটিং।
- লিড জেনারেশন।
- অনলাইনে মার্কেটিং কৌশল।
- ওয়েবসাইট এবং ব্লগিং প্রমোশন।
- ভিডিও মার্কেটিং।
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
Hubspot Digital Marketing
২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় Hubspot। এটা একটি সফটওয়্যার কোম্পানি। কিন্তু তারপরেও এরা অনলাইন কোর্স করার সুবিধা দিচ্ছে। অনলাইনের এই ডিজিটাল মার্কেটিং কোর্সটি নিচ্ছেন জাস্টিন চেম্পন। জাস্টিন চেম্পনের রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায় ৮ বছরের অভিজ্ঞতা।
সুতরাং, এই কোর্সটি যে আপনার জন্য কত বড় আশীর্বাদ তা বলার অপেক্ষা রাখে না। সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে করা যাবে। কোর্সটি ভিডিও ভিত্তিক কোর্স। এই কোর্সটি করে আপনি যা জানবেন।
- কন্টেন্ট মার্কেটিং।
- কন্টেন্ট তৈরির কৌশল।
- কন্টেন্ট আইডিয়া তৈরি।
- ব্লগ কন্টেন্ট তৈরির কৌশল।
- ভিডিও মার্কেটিং।
- কন্টেন্ট প্রমোট।
এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করে, ১টি ১ঘন্টার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা শেষে আপনি একটি সার্টিফিকেট পাবেন।
Hootsuite Digital Marketing
৬ ঘণ্টা ব্যাপী এই কোর্সটি, যারা ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় নতুন তাদের জন্য। কোর্সটি ৬টি ভাগে বিভক্ত। এই কোর্স করলে অবশ্য আপনি কোন সার্টিফিকেট পাবেন না। তবে, তাদের একটি অপশনাল কোর্স আছে, সেটা করলে তারা আপনাকে সার্টিফিকেট প্রদান করবে। কিন্তু এই অপশনাল কোর্সটির জন্য, আপনাকে অর্থ প্রদান করতে হবে।
যাই হোক ফ্রি কোর্স, আপনার ডিজিটাল মাকেটিংয়ের জ্ঞান পূর্ণ করার জন্য যথেষ্ট। এই কোর্স করলে আপনি যা যা জানবেন।
- স্যোশাল মিডিয়া মার্কেটিংয়ের পরিচিতি।
- স্যোশাল মিডিয়ার প্রোফাইল অপটিমাইজ।
- স্যোশাল মিডিয়ার বিভিন্ন কৌশল।
- কন্টেন্ট মার্কেটিংয়ের ভিত্তি।
- স্যোশাল বিজ্ঞাপন।
E Marketing Institute
E Marketing Institute এর ডিজিটাল মার্কেটিং কোর্সটি একটু ভিন্ন রকমের। এই কোর্সটি মূলত যারা ভিডিও টিউটোরিয়াল দেখতে অপছন্দ করেন, তাদের জন্য। এই কোর্সটিতে আপনাকে একটি ই-বুক দেয়া হবে। ই-বুকে পেজের সংখ্যা ১৫৫টি। ই-বুকটি পড়া শেষ হলে তাদের ওয়েবসাইটে একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় প্রশ্ন থাকবে মোট ৫০টি।
পরীক্ষায় ৫০% নাম্বার পেলে, আপনাকে উত্তীর্ণ ধরা হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে। পরীক্ষার প্রশ্ন খুব সহজ। তবে, পরীক্ষাটি অবশ্যই ধৈর্য সহকারে দিতে হবে।
শেষ কথা
এই ছিল সেরা ৫টি ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে আলোচনা। এখানের প্রতিটি কোর্স একটি থেকে আরেকটি আলাদা। যেহেতু প্রতিটি কোর্স ফ্রি, তাই বুদ্ধিমানের কাজ হল, সময় নিয়ে সবগুলো কোর্স করে ফেলা। এর ফলে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের জ্ঞান অনেকাংশে বৃদ্ধি পাবে।
Sahadat says
জয়েনড্ হলাম এবং একাউন্ট লিংকড্ হলাম। এখন কি করতে হবে আমায়, দয়া করে জানাবেন।
lima Ahmed says
কোর্সগুলো সম্পর্কে জেনে খুব ভাল লাগলো, আমিও এখান থেকে কোর্স করতে চাই।
Safik says
ডিজিটাল মার্কেটিং এর উপর ভাল কোন কোর্স করা থাকলে এই সেক্টরে উন্নত ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব।