কাজ করার সময় কম্পিউটার প্রোগ্রাম সব সময়ই হার্ড ড্রাইভে টেম্পোরারি ফাইল স্টোর করে রাখে। এই টেম্পোরারি ফাইলগুলো অনেক সময় হার্ড ড্রাইভের প্রচুর জায়গা খেয়ে বসে থাকে। আপনার হার্ড ড্রাইভটিতে যদি বেশি স্পেস না থাকে কিংবা আপনি যদি সঠিকভাবে কম্পিউটার স্ক্যান করার প্রক্রিয়ায় যান, তবে টেম্পোরারি ফাইল ডিলিট করা বুদ্ধিমানের কাজ হবে।
ডিলিট করার প্রক্রিয়া শরু করার আগে আসুন জেনে নেই এই টেম্পোরারি ফাইল আসলে কি ও কোথায় থাকে এবং কিভাবে কম্পিউটারে সমস্যার সৃষ্টি করে-
টেম্পোরারি ফাইল কি?
টেম্পোরারি ফাইল আসলেই টেম্পোরারি যতক্ষণ না আপনি সেগুলো পার্মানেন্টলি ডিলিট করছেন। এগুলো মূলত জাংক ফাইল যা আপনার অজান্তেই অপারেটিং সিস্টেমে তেরি হয়ে থাকে। আপনি যখন কোন ফাইল ওপেন করেন, ঠিক তখনই কম্পিউটার প্রোগ্রাম সেটির একটি জাংক ফাইল তৈরি করে ফেলে।
দিনে যদি আপনি ১০টি ফাইল ওপেন করে থাকেন, তাহলে প্রতিদিন আপনার কম্পিউটারে ১০টি জাংক ফাইল জমা হয়ে যায়। তাহলে মাসে ৩০০ ফাইল, বছরে ৩ হাজার ৬শ ফাইল। একবার ভাবুন, আপনি যদি কখনো টেম্পোরারি ফাইল ডিলিট না করেন তাহলে আপনার কম্পিউটারে কি পরিমাণ গার্বেজ জমা হয়ে আছে!
টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়?
টেম্পোরারি ফাইল মেইনলি হার্ড ড্রাইভে জমা হয় আর উইন্ডোজের ভেতরে থাকে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে টেম্পোরারি ফাইল দুই লোকেশনে থাকে।
- ১. %systemdrive%\Windows\Temp%
- ২. userprofile%\AppData\Local\Temp
টেম্পোরারি ফাইল ডিলিট করবেন যেভাবে
আপনি যদি উইন্ডোজ ৭ ব্যবহার করেন, তবে কি-বোর্ড থেকে উইন্ডোজ কি+R চাপুন। তাহলে একটি সার্চ বক্স ওপেন হবে, সেখানে %temp% টাইপ করে ওকে বাটনে ক্লিক করুন।
আরেকটা উইন্ডো ওপেন হবে যেখানে আপনি এতদিনে জমা হওয়া সব টেম্পোরারি ফাইল দেখতে পাবেন। Ctrl+A চেপে সবগুলো ফাইল ওপেন করে ডিলিট করে দিন। আপনি সত্যিই ডিলিট করতে চান কিনা তা নিশ্চিত করতে ইয়েস বাটনে ক্লিক করুন।
কিছু ফাইল কখনোই ডিলিট হয় না কিন্তু সেগুলো মাত্র ২/৩টি। যদি পপ-আপ বক্সে সে বার্তাটি দেয়া হয়, আপনি জাস্ট স্কিপ করে যান মানে Skip বাটনে ক্লিক করুন।
Skip বাটনে ক্লিক করার পরই দেখবেন টেম্পোরারি ফাইল ডিলিট হয়ে গিয়েছে।
উইন্ডোজ ৮ এ অ্যাপ স্ক্রিণ থেকে Run বক্স খুঁজে নিন কিংবা Start এ গিয়ে Run এ ক্লিক করে %temp% লিখুন। উইন্ডোজ ৮.১ এর ক্ষেত্রে Start এ গিয়ে কার্সর রাখুন, ডান পাশের ড্রপ ডাউন থেকে Run এ ক্লিক করুন। আর উইন্ডোজ ১০ এ Cortana সার্চ বক্সে %temp% লিখে এন্টার চাপুন।
আপনি উইন্ডোজের যে ভার্সণই ব্যবহার করুন না কেন, জাস্ট সার্চ বক্সে যান আর %temp% লিখে ওকে করুন এবং টেম্পোরারি ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করে দেন।
Leave a Reply