টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিদেশে পড়াশোনা করতে চান! কিন্তু, সিদ্ধান্ত নিতে পারছেন না কোন দেশের কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন! সমস্যা নেই, এই লেখাটি আপনাকে বিশ্বের বিখ্যাত ১৫টি ইউনিভার্সিটির সন্ধান দিতে যাচ্ছে যেগুলোতে আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে পারেন।
এমন অনেকেই আছেন যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, কিন্তু স্বপ্ন থাকলেও তা বাস্তবায়িত করা সবার পক্ষে সম্ভব হয়ে উঠে না। তাই আজকে আপনাদের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনার করার এমন কিছু বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলব যারা স্কলারশিপসহ ফুল ফ্রি টিউশন ফি এর সুযোগ দিচ্ছে।
বাংলাদেশের সেরা ১০টি সরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে যেগুলোর কোন কোনটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। কিন্তু, সেটা অপ্রতুল। কারণ, ক্যারিয়ার বেইজড্ পড়াশুনার ক্ষেত্রে টেক্সটাইল একটা বড় বিষয়, যা সিঙ্গেল সাবজক্টিভ ইউনিভার্সিটির দাবী রাখে।
আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশে টেক্সটাইল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে বেড়ে চলছে। আর এই টেক্সটাইল সেক্টর থেকে দেশের সবচেয়ে বেশি আয় হচ্ছে।
কিন্তু দেশে হাজার হাজার টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকলেও কোয়ালিটি সম্পূর্ণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারের সংখ্যা খুব কম। তাই বিশ্বের নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে দেশে পড়াশোনা ছাড়াও উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীই দেশের বাইরে যাচ্ছে।
যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষার জন্যে বাইরের দেশে যেতে চান, তাদের জন্য আজকের এই লেখা। তাহলে কথার উপর কথা না বাড়িয়ে চলুন মুল বিষয়ে আলোচনা করা যাক।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ুন জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে
বিশ্বের বেশকিছু টেক্সটাইল ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে বৃত্তির ব্যবস্থা আছে। কাজেই, চাইলে আপনি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আবার, ইচ্ছে করলে আপনি দেশে বসেও অনলাইনে সেগুলোতে পড়তে পারেন। আবার, যদি চান, তবে মূল লেখায় যাওয়ার আগে দেখে নিতে পারেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার জন্যে সেরা ৭টি অনলাইন ইউনিভার্সিটি।
The University of Manchester
আমেরিকার ম্যানচেস্টার ইউনিভার্সিটি Textile Engineering কোর্স এবং ডিগ্রী করার জন্য পরিচিত একটি বিশ্ববিদ্যালয়। তারা বিভিন্ন বিষয়ে টেক্সটাইল ডিপ্লোমা, অনার্স এবং এমএসসি ডিগ্রী প্রদান করে থাকে।
এছাড়াও অনলাইনে কম্পিউটারের মাধ্যমেও পার্ট টাইম এবং ফুল টাইম অনার্স ও এমএসসিতে পড়ার সুযোগ রয়েছে।
টেক্সটাইল টেকনোলজি ছাড়াও ইন্টারন্যাশনাল ফ্যাশন রিটেইল, টেক্সটাইল ডিজাইন, ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ার সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটে।
Bolton University
যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং পুরানো ইউনিভার্সিটির মধ্যে Bolton University একটি। এই ইউনিভার্সিটি টেক্সটাইলের উপর ফুল টাইম ও পার্ট টাইম ডিগ্রী অফার করে থাকে। তাদের এমএসসি ডিগ্রীর নাম টেক্সটাইল বিজনেস এন্ড ইনোভেশন।
বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটে।
University of Leeds
টেক্সটাইল মিয়ে পড়ার জন্য এটিও আরেকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। মাস্টার্স করার জন্য এই লিংকে ভিজিট করতে হবে।
আর রিচার্স নিয়ে পড়ার জন্য এই লিংকে ভিজিট করুন।
Heriott Watt University
এই বিশ্ববিদ্যালয়েও আপনি টেক্সটাইল নিয়ে পড়তে পারবেন। এছাড়াও অনলাইনে পড়াশোনা করারও সুযোগ রয়েছে। আপনি চাইলেই অনলাইনেও পড়াশোনা করতে পারবেন। বিস্তারিত পাওয়া যাবে তাদের ওয়েবসাইট।
North Carolina State University
আমরা অনেকেই এই বিশ্ববিদ্যালয়ের নাম শুনে থাকব। তার কারণ আমাদের দেশ থেকে প্রতি বছরেই অনেক শিক্ষার্থীই স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য আমেরিকার এই বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়।
আপনি যদি Textile Chemistry, Fibres, polymer Science, Textile Technology Management, Textile Engineering ইত্যাদি বিষয়ে পড়তে চান, তাহলে অবশ্যই North carolina আপনার জন্য উপযুক্ত। বিস্তারিত জানা যাবে তাদের ওয়েবসাইট।
Kaunas University of Technology
Kaunas University of Technology লিথুয়ানিয়ার একটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। টেক্সটাইল বিষয়ে যারা এমএসসি করতে চান, তাদের জন্য Kaunas University এমএসসি করার সুযোগ দিয়ে থাকে যাতে করে শিক্ষার্থীরা টেক্সটাইল সম্পর্কে ভালোভাবে জানতে পারেন।
এই বিশ্ববিদ্যালয়ের এমএসসি পড়তে সময় লাগবে দুই বছর। এই সম্পর্কিত বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
Philadelphia University
এই বিশ্ববিদ্যালয়েও টেক্সটাইল বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটে।
Auburn University College of Engineering
টেক্সটাইল বিষয়ে পড়াশোনার জন্য এই কলেজও খুব ভাল সুযোগ রয়েছে। ডিপার্টমেন্ট অফ পলিমার এন্ড ফাইবারের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Clemson University
টেক্সটাইল নিয়ে পড়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে কলেজ অফ টেক্সটাইল প্রোগ্রাম। এখানেও এমএসসি পড়া যাবে।
Lehigh University
বিশ্ববিদ্যালয়টি পলিমার এবং এপ্লাইড বিষয়ে এমএসসির করার সুযোগ দিয়ে থাকে।
University of Wisconsin
ডিজাইন টেক্সটাইল নিয়ে পড়াশোনা করার জন্য। Madison School of Human Ecology Design Studies নামের প্রোগ্রাম রয়েছে। বিস্তারিত জানা যাবে University of Wisconsin এর ওয়েবসাইটে।
University of Nebraska
ডিপার্টমেন্ট অফ ক্লথিং এবং ডিজাইন নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। বিস্তারিত জানা যাবে University of Nebraska এর ওয়েবসাইটে।
University of North Texas
টেক্সটাইল বিষয়ে যারা এমএসসি করতে চান, তাদের জন্য University of North Texas এমএসসি করার সুযোগ দিয়ে থাকে যাতে করে শিক্ষার্থীরা টেক্সটাইল বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে University of North Texas এর অফিসিয়াল ওয়েবসাইটে।
Savannah College Of Art And Design
যারা Textile Engineering, Textile Chemistry, Textile Technology Management, Fibres, polymer Science ইত্যাদি বিষয়ে পড়তে চান, তাদের জন্য University of North Texas এমএসসি করার সুযোগ দিয়ে থাকে যাতে করে শিক্ষার্থীরা টেক্সটাইল সম্পর্কে বিশধর জ্ঞানের অধিকারী হয়। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে Savannah College Of Art And Design এর ওয়েবসাইট।
এছাড়াও যেসকল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেনঃ
২. Eastern Michigan University
৪. Rensselaer Polytechnic Institute
উপরে উল্লেখিত মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয়েই স্কলারশিপের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই, আপনি একটূ খোঁজ-খবর নিলেই খুব সহজে এসব বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। যারা বিবিএ নিয়ে পড়তে চান, তারা দেখে নিন বিভিন্ন দেশের যে-সব ইউটিভার্সিটিতে অনলাইনে বিবিএ ডিগ্রি নেয়া যায়।
Haider Ahmy says
I am very much interested to study on textile engineering. How can I prepare myself for this?