কম্পিউটার কিংবা স্মার্টফোনের হরেক রকমের ফাইল ফরমেট বা এক্সটেনশন দেখা যায়। মাঝেমধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে হয় এত সব ফাইল ফরমেট দেখে। .otd নামক এক্সটেনশন দেখে যদি আপনি দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়ে যান, তবে এই লেখাটি আপনার জন্য।
যারা ওয়ার্ড প্রোসেসিংয়ের কাজ করেন, তারাই মূলত .otd শব্দটির সাথে সবচেয়ে বেশী পরিচিত। তাই বিভিন্ন সময় বন্ধু কিংবা যে কোনো উপায়ে হয়তো আপনার কাছে এই ধরণের ফাইল এসেছে। এখন আপনি নিশ্চয়ই চিন্তায় পড়ে গিয়েছেন এই ফাইল ওপেন কিভাবে করবেন?
আজকের এই লেখায় .otd ফাইল কি ও কিভাবে ওপেন করবেন তা নিয়ে আলোচনা করবো। এছাড়া জেনে নিতে পারেন .epub ফাইল কি ও কিভাবে ওপেন করবেন।
.otd ফাইল কি
OASIS এটাকে আজ থেকে ১৪ বছর আগে ডেভেলপ করে। এটা মূলত ডকুমেন্ট সংরক্ষণের ফাইল ফরমেট বা এক্সটেনশন। মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকলে আপনারা অবশ্যই .docx বা .doc ফাইল দেখে থাকবেন, যেখানে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের তথ্য জমা থাকে।
.odt ফাইল এই ধরণের, তবে এটা ওপেন অফিস নামক আরেকটি সফটওয়্যারের ফাইল এক্সটেনশন। এই এক্সটেনশনেও ওয়ার্ড জাতীয় ফাইল সংরক্ষণ করা হয়। মাইক্রোসফট .docx ফাইলের সাথে .odt ফাইলের মধ্যে গ্রাফিক্স এবং টেক্সট উপাদান উপস্থাপনে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়।
.otd ফাইল কিভাবে ওপেন করবেন
মাইক্রোসফট অফিস ২০১০ থেকে পরবর্তী ভার্সনগুলোতে .odt ফাইল সাপোর্ট করে। তাই আপনার যদি আপডেট মাইক্রোসফট অফিস থেকে থাকে, তবে ফাইল ওপেন করার জন্য খুব একটা কষ্ট করতে হবে না। আর যদি আপনার অফিস লেটেস্ট ভার্সন না থাকে, তবে ভিন্ন উপায় অবলম্বন করতে হবে। .odt ফাইল ওপেনের জন্য উল্লেখযোগ্য কিছু সফটওয়্যার হল। যথা:
- Openoffice (উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অনান্য)
- Libreoffice (উইন্ডোজ, ম্যাক, লিনাক্স)
- Abisource (লিনাক্স)
- Odtviewer (উইন্ডোজ)
- Neooffice (ম্যাক এবং আইওএস)
- Wordperfect (উইন্ডোজ)
- Calligra (উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অনান্য)
- Ooreader (আইওএস)
- Topdox (আইওএস)
- Viewer for LibreOffice and OpenOffice documents (অ্যানড্রয়েড)
এছাড়া কোন রকম সফটওয়্যার ইন্সটল বা ব্যবহার না করে শুধু অনলাইনে .odt ফাইল ওপেন এবং এডিট করতে পারবেন। অনলাইনে ওপেন করার মধ্যে উল্লেখযোগ্য ওয়েবসাইট হল:
.odt ফাইল ওপেন ও এডিট করার জন্যে উপরে উল্লেখিত ওয়েবসাইটগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে আপনাকে তাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে যা সম্পূর্ণ ফ্রি।
শেষ কথা
এই ছিল আজকে .odt ফাইল ওপেন করার সংক্ষিপ্ত নিয়ম কানুন। এসব সফটওয়্যারের সাহায্যে আপনি odt যেমন ওপেন করতে পারবেন, পাশাপাশি এডিটও করতে পারবেন। তবে সবচেয়ে ভাল হয় ওপেন অফিস ব্যবহার করলে।
Leave a Reply