আপনি যদি একজন মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহারকারী হন, তাহলে বিভিন্ন ফাইল ফরমেট এর সাথে পরিচিত থাকবেন। ফাইলের বিভিন্ন ধরনের ফরমেট হয়ে থাকে MP4, MP3, PDF, APK ইত্যাদি। এ রকম একটি ফাইল ফরমেট বা এক্সটেনশন হল .epub। .epub ফাইল এর যাত্রা শুরু হয়েছে প্রায় ১২ বছর হতে চলছে এবং সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে।
জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার ফলে অনেকে epub ফরমেটের নাম খুব বেশী শুনে থাকবেন। ফলে এই ফরমেট দেখে অনেকেই চিন্তা করতে পারেন এটার কাজ কি? আবার অনেকেই হয়তো ডাউনলোড করে বসে আছেন কিন্তু ওপেন করতে পারছেন। তাই আজকের এই লেখায় epub ফাইল কি এবং কিভাবে ওপেন করবেন এই নিয়ে আলোচনা করবো।
.epub ফাইল কি
Epub অর্থ electronic publication অর্থাৎ এটি ই-বুকের একটি ফরমেট। .epub ফাইল এক্সটেনশন ই-বুক এবং এই জাতীয় ফাইল সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। ২০০৭ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ডিজিটাল প্রকাশনা ফোরাম (আইডিপিএফ) এই নামের স্বীকৃতি প্রদান করে।
EPUB ফাইল শব্দ, ছবি, ভিডিও, স্টাইল-শিট, ফন্ট, মেটা ডেটা ইত্যাদি একসাথে সংরক্ষণ করতে পারে। মজার ব্যাপার হল এই ফরমেটের ফাইল আপনি যে কোনো স্ক্রিনে ব্যবহার করতে পারবেন। যেমন পিডিএফ পড়তে গেলে আপনাকে ছবির মত করে পড়তে হচ্ছে। কিন্তু EPUB ফাইল মাত্র ৩.৫ ইঞ্চি এর চেয়েও কম স্ক্রিনে ভাল মত পড়া যায় এবং মনে হবে যেন ওয়েবসাইটের লেখা পড়ছেন।
.epub কিভাবে ওপেন করবেন
EPUB ওপেন করার জন্য আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে যা ই-বুক রিডার নামেও পরিচিত। মোটামুটি প্রায় সব ধরণের ই-বুক রিডারে এই ফাইল এক্সটেনশনটি সাপোর্ট করে। এছাড়া এর জন্য আলাদা অনেক ই-বুক রিডার রয়েছে। তবে ডিভাইস ভেদে সফটওয়্যার তথা ই-বুক রিডারের পার্থক্য থাকতে পারে।
তাই আজকে আমি সব ধরনের ডিভাইসের জন্য আলাদা আলাদা ই-বুক রিডারের নাম দিচ্ছি । আপনি ই-বুক রিডারের নামের উপর ক্লিক করলেই ই-বুক রিডারের ওয়েবসাইটে গিয়ে ই-বুক রিডার ডাউনলোড করতে পারবেন।
উইন্ডোজ পিসির জন্য epub সফটওয়্যার
- Sumatra
- Adobe Digital Solutions
- Readium
- Bookviser
- Kobo
- Calibre
- Beetle Reader
- Epubfilereader
- Neat Reader
- Bibliovore
- Bookviser
- Microsoft Edge
ম্যাক পিসির জন্য epub সফটওয়্যার
- Calibre
- Adobe Digital Editions for Mac
- BookReader
- FBReader
- NOOK
- Readium
- Stanza
- Kobo
- Clearview
- iBooks
অ্যান্ড্রোয়েড ফোনের জন্য epub সফটওয়্যার
- Moon+ Reader
- FBReader
- Cool Reader
- Aldiko Book Reader
- Amazon Kindle
- NOOK
- Bluefire Reader
- Mantano Reader Lite
- Wattpad
- Kobo
আইওএস ফোনের জন্য epub সফটওয়্যার
শেষ কথা
এই ছিল আজকে .epub ফাইল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। উপরে উল্লেখিত সফটওয়্যার গুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর এসব সফ্টওয়্যার ব্যবহার করার পরেও যদি আপনার ফাইল ওপেন না হয় তবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
Leave a Reply