ইন্সটাপেইজ মূলত দরকার হয় ডিজিটাল অ্যাডভারটাইজ তৈরি করে ডিজিটাল মার্কেটিং করার জন্য। আবার সিপিএ মার্কেটিং এর অফারের লিংকগুলো শেয়ার করার করার জন্যও ইন্সটাপেইজে অ্যাকাউন্ট খুলতে হয়।
ইন্সটাপেইজে অ্যাকাউন্ট খোলা তেমন কঠিন কোনো কাজ নয়, তবে ইন্সটাপেইজে অ্যাকাউন্ট খোলার পর আপনি সব সময় এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। যদিও প্রথমে কিছুদিন আপনাকে ফ্রিতে ব্যবহার করতে দিবে। কিন্তু কিছুদিন ব্যবহার করার পর আপনাকে আর ফ্রিতে ব্যবহার করতে দিবে না।
সেক্ষেত্রে আপনাকে আবার নতুন কোনো জিমেইল অ্যাড্রেস দিয়ে আরেকটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে ইন্সটাপেইজে, যদি আপনি এটি ফ্রিতে ব্যবহার করতে চান।
ইন্সটাপেইজে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে
ইন্সটাপেইজে অ্যাকাউন্ট খোলার জন্যে ওয়েবসাইটটির হোম পেইজ, Instapage.com এ ক্লিক করুন। এখন আপনার সামনে ইন্সটাপেইজের হোম পেজ আসবে নিচের ছবির মতো।
ইন্সটাপেইজে অ্যাকাউন্ট খুলতে উপরে ডানপাশে সাইন আপ বাটনে অথবা মাঝখানে নীল রঙের গেট স্টার্টেড বাটনে ক্লিক করুন। দেখুন নিচের লাল-সাদা ছবির মতো করে একটি পেইজ আসবে, যেখানে আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত ইনফরমেশনগুলো দিতে হবে।
প্রথম দুইটি বক্সে আপনার ফাস্ট নেইম ও লাস্ট নেইম লিখতে হবে। এক্ষেত্রে আপনার নিজের নামও লিখতে পারেন বা যা ইচ্ছা তা লিখলেও সমস্যা নেই। কারণ ফ্রিতে ব্যবহার করতে হলে বার বার ইন্সটাপেইজে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর নিচের ঘরে আপনার ইমেইল অ্যাড্রেসটি লিখে দিন এবং একটি পাসওয়ার্ড দিন।
পরে একটি অপশন দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে একটি অপশন সিলেক্ট করার জন্য। এখানে আপনি “my own business” অনশনটি সিলেক্ট করে দিতে পারেন। আবার যা ইচ্ছে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন সাইন আপ বাটনে ক্লিক করুন। আপনার ইন্সটাপেইজে অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এখন আপনি নিজের ইচ্ছা মতো আপনার ল্যান্ডিং পেইজ ডিজাইন করতে পারবেন।
আমি এই আর্টিকেলে কিভাবে ইন্সটাপেইজে অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে লিখেছি। ইন্সটাপেইজে অ্যাকাউন্ট খুলে ল্যান্ডিং পেইজ তৈরি করে কিভাবে সিপিএ মার্কেটিং এর অফারগুলোর লিংক শেয়ার করতে হয়, এই নিয়ে আমার আরেকটি আর্টিকেল রয়েছে আপনাদের জন্য।
এই আর্টিকেলটি পড়ে ভালো লাগলে এবং যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এছাড়া এই আর্টিকেল সম্পর্কে কিংবা অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পর্কে আপনার কোনো মতামত বা কোনো কিছু জানতে চাওয়া থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।
Leave a Reply