আজ রাতে জুভেন্টাস-ম্যানচেস্টার উইনাইটেড মুখোমুখী হবে চ্যাম্পিয়ন্স লীগে।
জুভেন্টাস
ইটালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস গ্রুপপর্বের ম্যাচে “রেড ডেভিল”দের আজ তুরিনে আথিতেয়তা দেবে। ক্রিস্টিয়ানো রোনালদো আরেকবার সুযোগ পাচ্ছেন তার সাবেক ক্লাবের বিপক্ষে বল জালে জড়ানোর।
পর্তুগিজ রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে বল জালে জড়াতে ব্যর্থ হয়েছিলেন।
আর্জেন্টাইন ডিবালার গোলে ওল্ড ট্রাফোর্ড থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরেছিল “ওল্ড লেডিরা ।
পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস।
জুভেন্টস চ্যাম্পিয়ন্স লিগে এখনো অপরাজিত আছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা।
ব্লেইস মাতুইদি আর ডগলাস কস্তা আজকের মাচে খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
অ্যাংকেলের ইনজুরির কারণে উইনাইটেডের বিপক্ষে আগের লীগ খেলতে না পারা মারিও মানজুকিচ আজকের ম্যাচে ফিরছেন।
একই সাথে সামি খেদিরাও আজকের ম্যাচ দিয়ে আবার উইনাইটেড একাদশে ফিরতে পারেন। মাঝমাঠে খেলতে পারেন বেন্টাকুর, খেদিরা ও পিয়ানিচ।
জুভেন্টাসের সম্ভাব্য একাদশ
সেজনি(গোলরক্ষক), কনসালো, বনুচ্চি, চিয়েলিনি, সানদ্রো, বেন্টাকুর, খেদিরা, পিয়ানিচ, মানজুকিচ, ডিবালা, রোনালদো।
ম্যানচেস্টার উইনাইটেড
হোসে মরিনহোর দল টেবিলের দুইয়ে আছে চার পয়েন্ট সংগ্রহ করে। তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া ইউনাইটেড থেকে দুই পয়েন্ট পিছিয়ে।
তাই আজ উইনাইটেড যদি তুরিনে পয়েন্ট হারিয়ে বসে তবে তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা হুমকির মুখে পড়ে যাবে।
রোমেলু লুকাকু মঙ্গলবার অনুশীলন করেননি দলের সাথে। আজকের ম্যাচে তার খেলা নিয়ে যথেষ্ট সংশয় আছে।
সপ্তাহের শুরুতেই বোর্নমাউথের বিপক্ষে জয়ের নায়ক মার্কাস র্যাশফোর্ড আজ সুযোগ পেতে পারেন মূল একাদশে।
মারুইন ফেলাইনি ও অ্যান্তেনিও ভ্যালেন্সিয়া ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারবেন না।
সম্ভাব্য ম্যানচেস্টার উইনাইটেড একাদশ
ডি গিয়া (গোলরক্ষক), ইয়ং, স্মলিং, লিন্ডেলফ, শ, হেরেরা, মাতিচ, পগবা, র্যাশফোর্ড, সানচেজ, মার্শিয়াল।
মুখোমুখী হওয়ার পূর্বে দুই দল আছে দুই মেরুতে। আজকের ম্যাচে জয় জুভেন্টাসকে তুলে দেবে নক-আউট পর্বে।
আজকের ম্যাচে জিতলে নক-আউট পর্বে যাওয়ার লড়াইয়ে ভ্যালেন্সিয়া থেকে এগিয়ে যাবে উইনাইটেড। আর হারলে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা আরও কঠিন হবে তাদের জন্য।
জুভেন্টাস-ম্যনচেস্টার উইনাইটেড ম্যাচটি অন্যদিক থেকে পূনর্মিলনীও।
রোনালদো আরেকবার তার পুরনো আর রোনালদো হয়ে ওঠার ক্লাব “ম্যানচেস্টার উইনাইটেড”র বিপক্ষে এবং তার পুরনো কোচ হোসে মরিনহোর মুখোমুখী হবেন।
অন্যদিকে পল পগবাও তাকে তারকা হিসেবে তৈরী করা ক্লাব জুভেন্টাসের মুখোমুখী হচ্ছেন আজ।
সময়ঃ রাত ২ টা
ভেন্যুঃ অ্যালিয়াঞ্জ অ্যারেনা।
সরাসরি সম্প্রচারঃ সনি টেন ২
Leave a Reply