প্রযুক্তির এই যুগে মানুষ সাধারণত কোনও জিমে যাওয়ার আগে সেটির ওয়েবসাইট ঘেঁটে বিস্তারিত দেখে নিতে চায়। তাই, প্রতিটি জিম বা ইয়োগা সেন্টারেরই নিজস্ব ওয়েবসাইট থাকা উচিৎ। আর ওয়েবসাইটের জন্যে প্রয়োজন একটি ভাল মানের জিম ও ইয়োগা ওয়ার্ডপ্রেস থিম আর সেটি যদি ফ্রি হয়, তো সবচেয়ে ভাল। কারণ, এতে অতিরিক্ত খরচ থেকে বেঁচে যাওয়া যায়।
পটেনশিয়াল কাস্টোমার পাওয়া জিম, ইয়োগা কিংবা ফিটনেস ওয়েবসাইটের ওপর আজকাল অনেকখানিই নির্ভর করে। কারণ, এ ধরণের কাস্টোমারের জন্যে দরকার মোটিভেশন, আর সঠিক মোটিভেশন সৃষ্টি করতে পারেন সুন্দর একটি ওয়েবসাইট। কাজেই, এ জাতীয় প্রতিষ্ঠানের জন্যে প্রথমেই প্রয়োজন একটি আকর্ষণীয় ওয়েবসাইট। আর আকর্ষণীয় ওয়েবসাইটের জন্যে প্রয়োজন আকর্ষণীয় ওয়ার্ডপ্রেস বিজনেস থিম।
জিম ও ইয়োগা সেন্টারের জন্যে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম
আপনার ওয়ার্ক-আউট কিংবা ফিটনেস বা ইয়োগা ওয়েবসাইটের জন্যে সেরা ৫টি ফ্রি থিম নিয়ে হাজির হলাম আজ। এখানকার সবগুলো থিমই একটি ফাংশনাল ওয়েবসাইটের জন্যে পারফেক্ট। সুতরাং, একটি একটি করে সবগুলো থিমই দেখে নিন আর অবশেষে একটি থিম নির্বাচন করুন এবং সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করুন।
Gym Express
জিম এক্সপ্রেস একটি অসাধারণ থিম যা জিম ও ফিটনেস সেন্টার মালিকদের জন্যে একদম ফ্রি। যেহেতু, এই থিমটি শুধু এ জাতীয় প্রতিষ্ঠানের জন্যই তৈরি করা হয়েছে, তাই এটি দেখতে যেমন সুন্দর, তেমনই মডার্ন এবং ফাংশনাল। থিমটির হোম পেজ দেখতে সম্পূর্ণই ইউনিক।
থিমটি প্রায় সব ধরণের কন্টাক্ট ফর্মের সঙ্গেই ইন্টিগ্রেট করা যাবে। এমনকি, আপনি আপনার ওয়েবসাইটের জন্যে থিমের সাথে ইন্টিগ্রেটেড করা ফ্রি ফন্ট ইউজ করতে পারবেন। সেই সাথে, পছন্দনীয় কালারও চয়েস করতে পারবেন। এছাড়াও, এই থিমটি ইনস্টাগ্রাম গ্যালারি, মিডিয়া মেন্যু, ডেমো কন্টেন্ট, অতিরিক্ত টেমপ্লেটসহ আরো বহু সুবিধা দেবে আপনাকে।
Pranayama Yoga
যে কোন ধরণের ফিটনেস সেন্টার ওয়েবসাইটের জন্যে প্রাণায়ন একটি ফ্যান্টাস্টিক থিম। এটি ইয়োগা, জিম, এমনকি যে কোন ধরণের স্পোটর্স ওয়েবসাইটের জন্যে অনায়াসেই কাস্টোমাইজ করা যাবে। এমনকি, এটি ক্লিনিক, মেডিকেল কোম্পানী কিংবা হাসপাতালের ওয়েবসাইট তৈরিতেও ব্যবহার করা যাবে।
Pranayama Yoga থিমটি ইউজার ফ্রেন্ডলী, মোবাইল রেসপন্সিভ এবং প্রপেশনাল। কাস্টোমারদেরকে আপনার যাবতীয় সার্ভিসের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যে থিমটিতে একটি ব্যানার সেকশন রয়েছে। হোম পেজে রয়েছে কোর্স সেকশন যেখানে আপনি আপনার বিভিন্ন কোর্সের ডিটেইলস্ দিতে পারবেন। এছাড়াও, থিমটিতে রয়েছে ট্রেইনার এবং টেস্টিমোনিয়াল সেকশন, ফুটার সেকশন, ক্যাটেগরি, রিসেন্ট পোস্ট এবং সোশ্যাল ফলো বাটন।
VW Fitness
রেসপন্সিভ কোডিং, দৃষ্টিনন্দন ডিজাইন ও পাওয়ারফুল ফাংশনালিটি নিয়ে VW Fitness অন্যতম সেরা ইয়োগা থিম। এটি পার্সোনাল ট্রেনিং, ইয়োগা, ওয়ার্ক-আউট এবং ফিটনেস ওয়েবসাইটের জন্যে ফ্রি। এমনকি, এই থিম দিয়ে আপনি স্পা এবং অ্যারোবিকস্ ওয়েবসাইটও তৈরি করতে পারবেন।
VW Fitness থিমটি বুটস্ট্রাফে তৈরি করা যার কারণে এটি একদিকে যেমন ওয়েল-অপটিমাইজড্, অন্যদিকে সম্পূর্ণ ইউজার-ফ্রেন্ডলি। থিমটিতে পর্যাপ্ত পরিমাণ পার্সোনালাইজেশন অপশন রয়েছে যা আপনার মনের মতো একটি ওয়েবসাইট তৈরিতে সাহায্য করবে। আরো আছে অ্যাপয়েন্টমেন্ট সেকশন, অ্যাবউট সেকশন, টেস্টিমোনিয়াল ও সার্ভিস সেকশন।
Powerclub Lite
রেসপন্সিভ, লাইট-ওয়েট এবং হাইলি কাস্টোমাইজেবল থিম হিসেবে Powerclub Lite এর প্রচুর সুনাম রয়েছে। এই থিমটি ওয়াকমার্স পাগ্লিন কম্পাটিবল। কাজেই, আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে ইয়োগা ও ফিটনেস রিলেটেড প্রোডাক্টস্ বিক্রি করতে পারবেন।
Powerclub Lite থিমটি ক্রস-ব্রাউজার কম্পাটিবল, এসইও ফ্রেন্ডলি এবং পারফেক্টলি ফাংশনাল।
The WP Fitness
ফিটনেস, ইয়োগা, ওয়েট-লস কিংবা পার্সোনাল ট্রেইনিং ওয়েবসাইটের জন্যে The WP Fitness একটি উপযুক্ত থিম। এটি যেতেতু মাল্টি-পারপাস ওয়ার্ডপ্রেস থিম, সেহেতু এটি দিয়ে আপনি যে কোনও ধরণের ব্যবসায়িক কিংবা অর্গানাইজেশনাল ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। এমনকি, এই থিম দিয়ে যে কোনও স্পোটস্ ক্লাবের ওয়েবসাইটও দেখতে খুব সুন্দর লাগবে।
The WP Fitness থিমে একটি আকর্ষণীয় অ্যাপয়েন্টমেন্ট সেকশন রাখা হয়েছে যা ব্যবহার করে ভিজিটররা অনায়াসে যে কোনও ট্রেনিং কিংবা কোর্সের জন্যে বুকিং দিতে পারবেন। হোমপেজে টেস্টিমোনিয়াল ও ক্লাস সেকশন অ্যাড করতে পারবেন। সাইডবারে সোশ্যাল মিডিয়া বাটন যোগ করতে পারবেন। সেই সাথে, ফিটনেস প্রোডাক্টস্ও বিক্রি করতে পারবেন, যেহেতু থিমটি উকমার্স সার্পোটেড।
আশা করি, ওপরের ৫টি জিম ও ইয়োগা সেন্টার ওয়ার্ডপ্রেস থিম থেকে আপনার পছন্দের থিমটি নির্বাচন করে ফেলেছেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা ক্লাবের জন্যে কোন থিমটি ব্যবহার করেছেন তা আমাদের জানাতে ভুলবেন। এমনকি, কমেন্ট সেকশনে আপনার তৈরি ওয়েবসাইটটি শেয়ার করারও অনুরোধ রইলো।
Leave a Reply