২১ শে অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওয়ান ডে সিরিজ। ৩ দিনের এ ওয়ান ডে সিরিজের জন্যে বিসিবি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের নাম। জিম্বাবুয়ের এ সফরকে সামনে রেখে যে তালিকা ঘোষনা করা হয়েছে, তাতে নতুন মুখ হিসেবে রয়েছে ফজলে রাব্বি যাকে প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান হিসেবে ভাবা হচ্ছে।
১৫ সদস্যের এ দলের অধিনায়ক রাখা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। আর ৩ ম্যাচের এই সিরিজ থেকে বাদ দেয়া হয়েছে সৌম্য সরকার, মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেনকে যারা গত এশিয়া কাপে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এ ৩ জন আপাতত: আসন্ন এই জিম্বাবুয়ে-বাংলাদেশ ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না।
এশিয়া কাপ খেলার সময় আঙ্গুলে ব্যথা পাওয়ায় মাশরাফি বিন মূর্তজা এখনো চিকিৎসার আওতায় রয়েছেন। তাই, শোনা যাচ্ছে তিনি অধিনায়ক হিসেবে থাকলেও এ সিরিজে বেশির ভাগ সময় তিনি বিশ্রামে কাটাবেন। এদিকে পাঁজরে ব্যথা পেলেও মুশফিককে বাদ দেয়া হয়নি এবং তিনি খেলবেন পুরোদমেই।
উল্লেখ্য, বাংলাদেশ-জিম্বাবুয়ের এই ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি ২১ শে অক্টোবর অনুষ্ঠিত হবে। এ জন্যে প্রস্তুত করা হচ্ছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ শে অক্টোবর আর তৃতীয়টি ২৬ শে অক্টোবর। এ দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে।
Leave a Reply