প্রায় প্রত্যেকেরই একটি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে যা বেশিরভাগই লোকই ইমেলের জন্যে ব্যবহার করে থাকে। আরো কিছু মানুষ পাওয়া যায় ইউটিউব কিংবা গুগল প্লাসের জন্যে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে। কেউ কেউ আবার গুগল ড্রাইভের জন্যে এই ইমেল আইডিটি ইউজ করে থাকে।
তবে, অনেকেরই জানা নেই যে এই একটা সিঙ্গেল জিমেল আইডি দিয়ে আরো অনেক দূর্দান্ত কাজ করা যায়। এ রকমই ৫টি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে জেনে নিন যা আপনি একটা মাত্র জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন।
অডিও ও ভিডিও চ্যাট লঞ্চ করতে পারেন
এর জন্যে স্কাইপি কিংবা অন্য কোন অডিও কিংবা ভিডিও ম্যাসেজিং প্লাটফর্মের প্রয়োজন নেই। তবে, আপাতত কেবল উইন্ডোজ ইউজাররাই জিমেইলের এই নতুন সেবাটি গ্রহণ করতে পারেন। বাংলাদেশে যেহেতু প্রতি ১০ হাজারে ৯৯৯৯ জনই উইন্ডোজ ব্যবহারকারী, তাই স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি যে আপনিও তাদের একজন। সুতরাং, আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনিও অনায়াসে অডিও ও ভিডিও চ্যাট লঞ্চ করতে পারেন।
জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগল থেকে আয় করতে পারেন
বিশ্বের অন্যতম ধনী একটি কোম্পানী গুগল। এটি যেমন মানুষের টাকায় ধনী হয়েছে এবং আরো ধনী হচ্ছে, তেমনই এই কোম্পানী অনেক মানুষকে ধনী করেছে এবং করছে। কিভাবে আয় করবেন গুগল থেকে?
- গুগল অ্যাডসেন্স ব্যবহার করে
- ইউটিউব ভিডিও ক্রিয়েট করে
- অ্যাপ ডেভেলপমেন্ট ও প্লে স্টোরে আপ করে
এছাড়াও আরো নানা মাধ্যম রয়েছে। সেগুলো এবং গুগল থেকে আয় করার বিস্তারিত উপায় জেনে নিন। তবে, এ জন্যে আপনার একটি জিমেইল আইডি থাকা লাগবে। তবে, আইডি থাকলেই যে আয় করতে পারবেন তা কিন্তু নয়। আপনাকে আয় করার এই প্রক্রিয়াগুলোর সঙ্গে সংযুক্ত হতে হবে।
প্রয়োজনীয় সবকিছু অনলাইনে সংরক্ষণ করতে পারেন
আপনার কম্পিউটার কিংবা স্মার্টফোনে অনেক দরকারি ফাইল, ফটো, অডিও, ভিডিও রয়েছে। এগুলোর পরিমাণ এতই বেড়ে গিয়েছে যে কম্পিউটার কিংবা ফোনের মেমোরি শেষ করে দিচ্ছে। তাই, এগুলো অন্য কোথাও সংরক্ষণ করা দরকার। এই সংরক্ষণের সুবিধা দিচ্ছে গুগল ড্রাইভ যা আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবেন।
গুগল ড্রাইভ আপনাকে ফ্রিতে ১৫ জিবি স্পেস দিচ্ছে। অর্থাৎ, আপনি এই স্টোরেজ সুবিধা ব্যবহার করে ১৫ জিবি পর্যন্ত আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করে রাখতে পারবেন। জেনে নিন কিভাবে গুগল ড্রাইভের ব্যবহার করবেন আর আপনার সব ফাইল-পত্র, ছবি, অডিও, ভিডিও, ইত্যাদি আজীবনের জন্য সংরক্ষণ করে রাখবেন।
টু-ডু লিস্ট তৈরি করতে পারেন
প্রতিদিনই আমাদের কিছু না কিছু কাজ করতে হয়। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি ছাড়াও, অফিসে এবং বাইরে অনেক কাজই করতে হয়। কিন্তু বাসা এবং অফিস আর সেই সাথে বাইরের জগতের দৈনন্দিন সব কাজের কথা মনে রাখা কঠিন। এ জন্যে প্রয়োজন টু-ডু লিস্ট। আপনার যদি একটি জিমেইল অ্যাকাউন্ট থাকে, তবে আপনি অনায়াসে সারাদিনের কাজের একটি শিডিউল করে নিতে পারেন।
গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন
গুগল ইনকর্পোরেশনের ডেভেলপ করা একটি অত্যন্ত উপকারী সার্ভিস গুগল ম্যাপ। এটি মূলত একটি ওয়েব ম্যাপিং সার্ভিস। গুগল ম্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই যে স্থানের ভিউ দেখতে পারবেন, লোকেশন খুঁজে বের করতে পারবেন। এমনকি, আপনার বিজনেস পেজে গুগল ম্যাপ ব্যবহার করে কাস্টোমারদের সাহায্য করতে পারেন।
একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি আসলে আরো অসংখ্য কাজ করতে পারবেন। আমরা শুধু গুরুত্বপূর্ণ ৫টি কাজকে হাইলাইট করেছি। আশা করি, আপনি আপনার জিমেইল আইডি দিয়ে এই ৫টি কাজ করবেন এবং লেখাটি শেয়ার করে অন্যদেরও উৎসাহিত করবেন।
Leave a Reply