পৃথিবীর অগ্রগতির ধারা যেভাবে নিয়মিত পরিবর্তন হচ্ছে, সেভাবে পরিবর্তন হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যমগুলো। দুনিয়া যেভাবে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, সেভাবে বদলে যাচ্ছে আমাদের শিক্ষার অভ্যাস, ক্ষেত্র ও শিক্ষার স্থান।
পৃথিবীর এগিয়ে যাওয়ায় সবচেয়ে বড় অবদান হচ্ছে ইন্টারনেটের। শিক্ষা অর্জনের জন্য এখন আমাদের আর মাইলের পর মাইল হেঁটে স্কুলে কিংবা কলেজে যাওয়ার অপরিহার্যতা নেই। এখন চাইলে ঘরে বসেই ইউটিউব এর মাধ্যমে যেকোনো বিষয়ের উপরে দরকারি পড়াশোনা করা যায়।
ইন্টারনেটের যেসব মাধ্যম আমাদের সময় বাঁচিয়ে দিয়েছে ও ঘরে কিংবা যেকোনো জায়গায় বসে শিক্ষা অর্জনের সুযোগ করে দিয়েছে, তার মধ্যে অনলাইন এডুকেশন ব্যবস্থা হচ্ছে প্রধান একটি মাধ্যম। অনলাইনে ইন্টারনেট এডুকেশন যেভাবে বদলে দিচ্ছে পড়াশুনার মাধ্যম, চিন্তা করলে দেখা যায় তার একটি বড় অংশ দখল করে আছে ইউটিউব।
ইউটিউব মূলত একটি জনপ্রিয় বিনোদনের মাধ্যম। কিন্তু, ইউটিউব শুধু বিনোদনের মাধ্যমই নয়; বরং দারুণ একটি শিক্ষার মাধ্যমও। এখান থেকে বিনোদন নেয়ার পাশাপাশি চাইলে শিক্ষামূলক বিভিন্ন চ্যানেল দেখে নতুন নতুন জিনিসও শিখতে পারা যায়।
আর বাচ্চাদের জন্য রয়েছে দারুণ কিছু ইউটিউব চ্যানেল। সেসব চ্যানেল দেখে বাচ্চারা নতুন নতুন বিষয় সম্পর্ক জানতে পারবে এবং চাইলে যেকোনো কিছু শিখতেও পারবে। সারা দুনিয়ার সেরা সেরা শিক্ষকরা ও ভিডিও ক্রিয়েটররা মূলত এইসব চ্যানেলগুলো পরিচালনা করে থাকেন।
আসুন জেনে নেয়া যাক ছোটদের জন্য সেরা ১০টি শিক্ষনীয় ইউটিউব চ্যানেল সম্পর্কে।
১. Alphablocks
এই চ্যানেলে ইংরেজি অক্ষরগুলো গ্রাফিক্সের মাধ্যমে জীবন্ত করে ছোট ছোট মজার খেলা ও গল্পের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বাচ্চারা এইসব খেলা ও গল্পের মাধ্যমে ইংরেজি অক্ষরগুলো চিনতে পারবে ও উচ্চারণ করতে পারবে।
Alphablocks চ্যানেলের একেকটি ভিডিওর দৈর্ঘ্য হয় ৫ থেকে ১২ মিনিটের।
২. Mathantics
এই চ্যানেলটিতে বীজগণিত থেকে পীথাগোরাস, উপপাদ্য থেকে দশমিক গণিত সংক্রান্ত বিষয়ের উপরে প্রায় ৭০টি ভিডিও রয়েছে। এই চ্যানেলের একটি বিশেষত্ব রয়েছে যে, এরা গণিতশাস্ত্রের সাথে এনিমেশন মিলিয়ে মজার সব টপিক তৈরি করে থাকে। যা মূলত, শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করে।
Mathantics চ্যানেলের একেকটি ভিডিওগুলোর দৈর্ঘ্য ৯ মিনিট থেকে ১৩ মিনিট পর্যন্ত। ভিডিরওর সাথে সাথে বাচ্চাদের জন্যে দরকারি কিছু অংক শেখার অ্যাপ দেখে নিতে পারেন।
৩. Numberock
আপনার সন্তান যদি এনিমেশন না বুঝে থাকে, কিংবা এনিমেশন বুঝতে সমস্যা হয়, তাহলেও সমাধান রয়েছে। এই চ্যানেলটি মূলত গানের মাধ্যমে গণিতের ভগ্নাংশ, স্থানীয় মূল্য, মুদ্রা অন্যান্যা বিষয়ে এনিমেটেড ভিডিও তৈরি করে থাকে।
৪. NatGio Kids
এই চ্যানেলটিতে আপনার সন্তান ভূগোল সম্পর্কিত বিষয় ছাড়াও সমুদ্রের তলদেশ নিয়েও নানান অজানা তথ্য অনুসন্ধান করতে পারবে। সমুদ্রের তলদেশে অজানা ও দুঃসাহসিক অভিযানের ভিডিওগুলো এখানে পাওয়া যায়।
ভূগোল ও সমুদ্রের তলদেশ নিয়ে অনেক প্রশ্নের উত্তর এই ভিডিও চ্যানেলে দেয়া আছে। এই চ্যানেলের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে আপনার সন্তান আর বিজ্ঞান পড়তে ভয় পাবে না কিংবা আতংকিত হবে না। বিজ্ঞান আপনার বাচ্চার কাছে অ্যাডবেঞ্চারের মতো মনে হবে। চাইলে, পাশাপাশি আপনার সন্তানকে বিজ্ঞান শেখার কিছু কার্যকরী অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিতে পারেন।
৫. Mcgraw-Hill Prek-12
এই চ্যানেলটি প্রথমত শিক্ষক বা যেসব বাবা-মায়েরা বিজ্ঞান ও সাহিত্য নিয়ে নতুন কিছু জানতে কিংবা পড়তে চান, তাদের জন্য। এই চ্যানেলে আপনি বিজ্ঞান ও সাহিত্য নিয়ে বিভিন্ন দেশের গবেষণাগুলো দেখতে পারবেন। ভিন্ন ভিন্ন দেশের সাহিত্য সম্পর্কে ধারণা পাবেন।
বেশির ভাগ ভিডিওগুলো বিভিন্ন বিষয়ের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করেছে এবং পড়ার ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ সাংকেতিক চিহ্নগুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
৬. Cosmic kids Yoga
আপনার সন্তানকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে এই চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন। এই চ্যানেলের ভিডিওগুলোতে যোগ ব্যায়াম ও শরীর চর্চা সম্পর্কে শিক্ষা দিয়ে থাকে।
এখানে বয়স অনুযায়ী ব্যায়ামের ধরণ আলাদা আলাদা করে আলোচনা করা হয়। যার যার বয়স অনুযায়ী নির্দিষ্ট ব্যায়ামগুলো অনুশীলন করতে পারবে।
৭. Make me genius
এই চ্যানেলটি একটু বয়সী বাচ্চাদের জন্য। এখানকার ভিডিওর বিষয়গুলো তুলনামূলক সহজ। এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে ভিন্ন ভিন্ন ভাষা, উপভাষা ও উচ্চারণ ভঙ্গি সম্পর্কে জানা যায়।
কার্টুন ও গল্পের মাধ্যমে বিষয়গুলো ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে এরা শিক্ষাদান করে থাকে।
৮. Smithosnian
এই ইউটিউব চ্যানেলটিতে ভিন্ন ভিন্ন ধারার ভিডিও প্রকাশ করে থাকে। তাদের ভিডিওর বিষয় বস্তুগুলো মূলত ডিজাইন, ইতিহাস, টেকনোলোজি, সংস্কৃতি ও আর্ট সম্পর্কিত।
৯. PBS Parents/Adventurous
এই চ্যানেলের ভিডিওগুলোর আইডিয়া খুবই চমকপ্রদ ও সহজভাবে উপস্থাপন করা হয়েছে। ভিডিওগুলো আপনার সন্তানের অক্ষরজ্ঞান, গণিতে পারদর্শীতা , সামাজিক ও আবেগীয় গুণাগুণ বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখতে সক্ষম।
১০. Full Time kid
মায়া নামে একটি মেয়ে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরিক্ষা করে বিভিন্ন শিক্ষামূলক কৌশল দেখিয়ে ভিডিও প্রকাশ করে। সে এই ভিডিওগুলো মজার আঙ্গিকে তৈরি করে থাকে।
ভিডিওগুলো অল্পবয়সী বাচ্চাদের জন্য শিক্ষনীয় এবং উৎসাহমূলক। মায়া প্রতি শুক্রবারে একটি করে ভিডিও প্রকাশ করে থাকে।
ছোটদের জন্যে শিক্ষনীয় ইউটিউব চ্যানেল রয়ছে অসংখ্য। কিন্তু সব চ্যানেলই যে, চমকপ্রদ কিংবা কার্যকরী তা কিন্তু নয়। কিছু চ্যানেল আছে যেগুলো আপনার সন্তানকে শিক্ষা দিতে গিয়ে আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ নষ্ট করে দিতে পারে। তাই, সেই চ্যানেলগুলো বাদ দিয়ে দরকারি এবং উপকারি ১০টি চ্যানেল সম্পর্কে আলোকপাত করলাম। আশা করি, চ্যানেলগুলো আপনার সন্তানের মানসিক বিকাশে ব্যাপক ভূমিকা রাখবে।
Leave a Reply