বর্তমানে মোবাইল গেমগুলো এতোটা জনপ্রিয় হয়েছে যে ছোটরাও এর থেকে পিছিয়ে নেই। কারণ, ছোটদের জন্য মোবাইল গেম তৈরি হচ্ছে প্রতিনিয়ত। প্রাকৃতিক ভাবেই শিশুরা অনুকরণ প্রিয়, তাই দেখা যায় একজন প্রাপ্ত বয়স্ক মানুষ যেভাবে মোবাইল দিয়ে গেম খেলে, ঘরে থাকা শিশুটিও ঠিক তাকে অনুকরণ করে মোবাইল থেকে গেম খেলাটা শিখে যায়। কিন্তু সমস্যা হলো বড়রা যেই গেমটা খেলতে পারে, সেই গেমটা শিশুদের জন্য কষ্টসাধ্য এবং ক্ষতিকারকও। আবার বড়দের গেমগুলো অনেকটা কঠিনও, তাই শিশুরা সেটা বুঝতে পারে না।
কিন্তু কঠিন বলে শিশুদেরকে গেম খেলা থেকেও বিরত রাখা যাবে না। কারণ, গেম খেললে শিশুদের বুদ্ধি বাড়ে, সাথে দ্রুত সিদ্ধান্ত নেয়ার প্রবণতাও বাড়ে। যেহেতু শিশুদের গেম খেলা দরকার, তাই তাদের জন্য ভালো গেমগুলো খুজে পাওয়াও বেশ চ্যালেঞ্জিং। তাই আপনার এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আপনাকে সহযোগিতা করবো। আমরা আপনাকে এখানে এমন সেরা ১০টি বেবি গেমস এর সন্ধান দেবো। যেগুলো আপনার শিশুর জন্য উপকারি।
ছোটদের জন্য মোবাইল গেম
আজকাল প্রযুক্তির জালে আমরা এমন ভাবে আটকে গিয়েছি যে চাইলেই এর থেকে আর বের হওয়া সম্ভব নয়। প্রযুক্তি আমাদের মেধা ও মননে সমান ভাবে ছেয়ে গেছে। এর থেকে বাদ পড়েনি আমাদের ছোট শিশুটিও। আদরের ছোট বাবুটিও সারাদিন প্রযুক্তির মধ্যে ডুবে থাকতেই বেশি পছন্দ করে। তাই দেখা যায় বাসায় বড় সদস্যারা যখন মোবাইলে কথা বলে, তখন ছোট বাবুটিও মোবাইল নিয়ে তার অনুকরণ করে কথা বলে। এভাবে বড়রা যখন গেম খেলে, ছোট বাবুরাও সেই গেম গুলো খেলতে চায়।
কিন্তু বড়দের গেমগুলো অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং হয় বিধায় বাবুরা সেই গেমগুলো খেলতে পারে না। তাই বাবুদের জন্য এমন কিছু গেম দরকার যেগুলো খেলা সহজ এবং সাথে তাদের মেধা বিকাশেও সহায়ক। আশার কথা হলো বর্তমানে গেম শুধু বড়দের জন্যই তৈরী হয়না, ছোটদের কথা মাথায় রেখে অনেক সুন্দর সুন্দর গেমও তৈরী হচ্ছে। কিন্তু সেগুলো খুজে পাওয়া কখনো কখনো কঠিন হয়ে ওঠে। আর খুঁজে পেলেও ভালো মানের নাও হতে পারে।
আপনার এই সমস্যা সমাধানের জনা আমরা এখানে অনলাইন থেকে বেছে বেছে ছোটদের জন্য সেরা মোবাইল গেমের একটি তালিকা করেছি। এখান থেকে আপনি গেমগুলোর বিবরণ ইচ্ছেমতো ডাউনলোড করে নিতে পারবেন।
চলুন দেখে নেয়া যাক ছোটদের জন্য মোবাইল গেম এর ১০টি কালেকশনের একটি প্যাকেজ।
Ant Smasher
Ant Smasher একটি সুন্দর ও মনোরম গেম। এটা খেলার জন্য আপনার বাবুর তেমন কষ্ট করতে হবে না। গেমটি যেমন সহজ তেমনি আনন্দ দায়কও। গেমটিতে আপনার বাবুর কাজ হলো শুধু পিঁপড়া খুজে বের করে সেগুলোর উপর আঙ্গুল দিয়ে চাপ দেয়া। এতেই পিঁপড়াটা মরে যাবে। আর এভাবে আরো অনেক পোকা আসবে, সেখান বাবুর কাজ শুধু পিপড়াগুলো খুজে বের করা। এভাবে যতো পিপড়া মারতে পারবে, ততো পয়েন্ট হবে। এই গেমটি খেললে আপনার বাবুর মেধার পরিক্ষা ভালোই দেয়া হবে।
Racing Fever
আজকাল কার রেসিং গেমগুলো বাচ্চাদের কাছে দারুন জনপ্রিয়। কারন অন্যান গেমের তুলনায় এই গেমগুলো খেলা অনেকটা সহজ। আর এই Racing Fever গেমটিও সেই সব গেমের মধ্যে অন্যতম। এই গেমটা খেলা বাচ্চাদের জন্য খুবই সহজ। গেমটির কাজ হলো শুধু গাড়ির নিয়ন্ত্রণ রাখা,আর তা করা যাবে মোবাইল রোটেশনের মাধ্যেমেই। ফলে বাচ্চারা গাড়িটি খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। আপনি যদি আরো কিছু রেসিং গেম চান, তবে দেখে নিন ১০টি সেরা বাইক রেসিং গেম এবং ১০টি ফ্রি কার রেসিং গেম।
GoKids
এই গেমটি একটি সুন্দর গেম আর সাথে সাথে শিক্ষণীয়ও বটে। ছোটদের জন্য মোবাইল গেম এর তালিকায় এটি অনন্য। এই গেমটিতে Developer এমন কিছু ফিচার যোগ করেছেন যা থেকে আপনার বেবি খেলার সাথে সাথে অনেক কিছু শিখতেও পারবে। গেমটি রয়েছে বিভিন্ন প্রাণীসহ একটি চিড়িয়াখানা ও পিয়ানো। এগুলো চালাতে পারবে এবং দেখে দেখে পড়তেও পারবে।
Kids Doodle
Kids Doodle কোন টেকনিক্যাল গেমস নয়। এটা অনেকটা আপনার বাবুর ড্রয়িং খাতার মতো। এখানে বিভিন্ন কালারের সাথে একটি ড্রয়িং প্যাড দেয়া আছে। যেটা আপনার বাবুকে খেলার ছলে ড্রয়িং শিখাতে দারুন কাজে লাগবে। এতে অনেক কালারের চমৎকার রঙ আছে, যেগুলো আপনার বাবুর দৃষ্টি আকর্ষন করবে।
Outfit7 Games
এটি একটি কথা বলা গেম। বিভিন্ন জনপ্রিয় গেমস গুলোর মধ্যে এই গেমটি অন্যতম। গেমটি আপনার বাবুর সাথে কথা বলবে। অর্থাৎ বাবু যা বলবে গেমটি তাই রিপিট করবে। এই টাইপের গেমগুলো বাবুরা খুব পছন্দ করে। এটা দিয়ে আপনার বাবুর একাকীত্ব দূর করতে পারবেন সহজেই।
My Horse
My Horse একটি রাইডিং গেম। এটা খেলা বাচ্চাদের জন্য অনেক সহজ, কারন গেমটি খেলার সময় শুধু এর ঘোড়াটাকে পরিচালনা করতে হবে। গেমটিতে অনেক গুলো ক্যারেক্টার দেয়া আছে, তার মধ্যে থেকে নিজের একটি নির্বাচন করে ঘোড়ায় চড়তে হবে, তারপর এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এই গেমটিতে দারুন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা আপনার বাবুর দৃষ্টি ও মন কাড়তে সক্ষম।
Angry Birds
যারাই মোবাইল গেম খেলে থাকেন, প্রায় তাদের সবার কাছেই এই গেমটা পরিচিত। Angry Birds এমন একটি মজার গেম, যেটা ছোট বড় সবাই খেলে থাকে। এই গেমে কোন অ্যাকশন নেই, তারপরেও গেমটা অনেক জনপ্রিয়। তার কারন এর গ্রাফিক্স আর লেভেল। বাচ্চারা এই গেমটি খেলতে অনেক পছন্দ করে। এই গেমটি একটি শিকারি গেম। গেমটিতে চ্যালেঞ্জ হলো উড়ে যাইয়া পাখি ঢিল মেরে ফেলে দেওয়া। যা অত্যন্ত সহজ এবং মজাদারও।
Zuma Deluxe
ছোটদের জন্য মোবাইল গেম এর মধ্যে অন্যতম একটি সেরা গেম Zuma Deluxe। এই গেমটি তৈরিই করা হয়েছে শুধু মাত্র বাচ্চাদের জন্য। গেমটিতে রয়েছে প্রায় ১৫০টির মতো লেভেল, যেগুলোর একটা শেষ করলেই পরেরটি খেলার জন্য নিজে নিজেই ওপেন হয়ে যাবে। খেমটিতে রয়েছে বিভিন্ন রঙের সুন্দর সুন্দর বল। যেগুলো রাউন্ড আকারে ঘুরতে থাকবে। আর আপনার ছোট বাচ্চাটির কাজ হলো মাঝখানে কালার ঢুকিয়ে তিনটা কালার একসাথে মিলানো।
Fruit Ninja
Fruit Ninja গেমটি শিশুদের মাঝে দারুন জনপ্রিয় একটি গেম। কারণ, গেমটি হলো ফলের খেলা। এখানে কাজ হলো ফল গুলো ব্লেড দিয়ে কাটা। গেমটিতে ভিবিন্ন রকমের ফল উপরে লাফিয়ে উঠতে থাকবে এবং সেগুলোর উপর আঙুল দিয়ে টান দিলেই কেটে যাবে। গেমটি খেলা অনেক সহজ বিধায় বাচ্চারা গেমটা অনেক পছন্দ করে।
Best Coloring App: Chili Fish
ছোটদের জন্য মোবাইল গেম এর তালিকায় এটিও একটি দারুন শিক্ষণীয় গেম। এই গেমটি আপনার বাবুর বুদ্ধির বিকাশে ব্যাপক সহায়তা করবে। এই সুন্দর এবং কালারফুল গেমটিতে বাবুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের মাছ। বাবুদের কাজ হলো একটা মাছ চয়েজ করে সেটাকে ইচ্ছেমত রঙ করা। এর জন্য গেমটিতে অনেকগুল রঙ পেন্সিল ও রয়েছে।
ছোটদের জন্য মোবাইল গেম এর এই ছোট্ট তালিকাটি আশা করি আপনার ভাল লাগবে এবং খুবই কাজে আসবে। কারণ, এই নিরাপদ গেমগুলো বাচ্চাদের খেলতে দেয়ার মানেই হচ্ছে বিপদজনক গেমগুলো থেকে তাদের বিরত রাখা। আপনাকে সব সময় সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে আপনার সন্তানটি যেনো নিজের অজান্তেই এমন গেম খেলায় আসক্ত হয়ে না পড়ে যা তার জন্য ক্ষতিকর।
Leave a Reply